1. পূর্ব লাদাখে পিছু হটল ভারত ও চিনের সেনা
পূর্ব লাদাখ থেকে পিছু হটল ভারত ও চিনের সেনা । এই সপ্তাহে সেনা পর্যায়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে । মে মাসের শুরুর দিক লাদাখ সীমান্তে দুই দেশের সেনার মধ্য়ে ঝামেলা শুরু হয়েছিল ।
2.রাজ্যে 9 হাজার ছুঁইছুঁই কোরোনা আক্রান্তের সংখ্য়া
এখনও পর্যন্ত রাজ্য়ে মোট 415 জনের মৃত্যু হয়েছে। কোরোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 985 জন ।
3.লকডাউনে গৃহবন্দী শিশুমনে পড়ছে কুপ্রভাব, বলছেন মনোবিদরা
একদিকে যেমন বন্ধ স্কুল, তেমনই বন্ধ রয়েছে পার্কগুলো ৷ বাইরে যাওয়াও বারণ৷ কোরোনা আতঙ্কের কথা জেনে গেছে শিশুরাও ৷ তারা নিজেরাও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকরা ৷ সব মিলিয়া শিশুমনে ক্ষতিকর মানসিক প্রভাব পড়ছে বলে জানাচ্ছেন মনোবিদরা ৷
4. কেজরিওয়ালের কোরোনা রিপোর্ট নেগেটিভ
আজ বিকেলে কেজরিওয়ালের কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর রিপোর্ট নেগেটিভ ।
5.উত্তরপ্রদেশে শিক্ষকতায় আগ্রহীদের সমর্থন করবে কংগ্রেস : প্রিয়াঙ্কা
উত্তরপ্রদেশে অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের 69 হাজার খালি পদের জন্য আবেদন করেছিলেন বহু মানুষ ৷ কিন্তু, দুর্নীতির কারণে তাঁরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ করে এসেছেন ৷ প্রিয়াঙ্কা গান্ধি তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন ৷
6. ডার্ক ওয়েবে 2.91 কোটি ভারতীয়র তথ্য ফাঁস, জানাল মহারাষ্ট্র পুলিশ
লকডাউনের জেরে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছেন ৷ এই মানুষগুলিই নতুন করে চাকরি পাওয়ার আশায় বিভিন্ন ওয়েবপোর্টালে বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছেন ৷ আর এর জেরেই ফাঁস হচ্ছে সব গোপন তথ্য ৷ মহারাষ্ট্র সাইবার বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, 2.91 কোটি ভারতীয়ের সমস্ত তথ্য পার্সোনাল ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে ৷
7.পাকিস্তানে একদিনে 105 জন কোরোনা আক্রান্তের মৃত্যু
পাকিস্তানে গত 24 ঘন্টায় কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 105 জনের, আক্রান্ত হয়েছেন 4,646 জন। সেই দেশে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 108,317।
8. লকডাউনে বন্ধ ট্রেন, বিপাকে মেদিনীপুর স্টেশন চত্বরের ব্যবসায়ীরা
প্রায় আড়াইমাসের লকডাউন । বন্ধ রেল পরিষেবা । নেই যাত্রীদের আনাগোনা । তাই সমস্যায় পড়েছেন মেদিনীপুর স্টেশন চত্বরের প্রায় 10,000 ব্য়বসায়ী ।
9. শুটিং শুরুর আগে ফ্লোর স্যানিটাইজ়েশন স্টুডিয়োতে
রাত পোহালেই শুরু হবে টলিপাড়ার শুটিং । তার আগে পুরোদমে চলছে শুটিং ফ্লোর স্যানিটাইজ় করার কাজ । সরকারের একাধিক নিয়ম মেনেই আগামীকাল থেকে শুরু হতে চলেছে শুটিং । আর এভাবেই আবারও লাইট, সাউন্ড, ক্যামেরা ও অ্যাকশনের শব্দ শোনা যাবে টলিপাড়ায় ।
10.ATK মোহনবাগান নাম নথিভুক্ত, লোগো নিয়ে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
মোহনবাগানের আগে জুড়ছে ATK-র নাম । ISL-এ সবুজ মেরুন জার্সি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ।