ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা

author img

By

Published : Jun 9, 2020, 5:31 PM IST

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

1. ভরতি নেয়নি হাসপাতাল, সেই হতাশায় সপরিবারে আত্মহত্যা ? ঠাকুরপুকুরে রহস্য

জ্বর অবস্থায় এ হাসপাতাল থেকে সে হাসপাতাল করে বেড়ান 80 বছরের বৃদ্ধ গোবিন্দ বাবু ও তাঁর পরিবার ৷ কিন্তু কোথাও মেলেনি চিকিৎসার সুযোগ ৷ আজ সকালে উদ্ধার হল বাবা, মা ও ছেলের মৃতদেহ ৷

2. কোরোনার জেরে রাজ্যে ফেরা IT কর্মীদের কাজের সন্ধান দেবে কর্মভূমি

রাজ্য সরকারের তরফে যে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে, তার নাম কর্মভূমি । এখানে চাকরির খোঁজ পেতে পারেন IT কর্মীরা ।

3. ''গরিবের অধিকার নিয়ে রাজনীতি বন্ধ করুন'', মমতাকে কটাক্ষ শাহের

গরিবদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

4. জুনের শেষে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

আনলক 1.0-তে জোরকদমে কাজ শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা । পর্ষদ সূত্রে খবর, যে গতিতে কাজ চলছে ,তাতে জুন মাসের শেষেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ।

5. মহারাষ্ট্রে সরকারের কীটনাশক নিষেধাজ্ঞায় দ্বিমতে আমচাষিরা

সরকারের নিষেধাজ্ঞার তালিকায় থাকা 27টি কীটনাশকের মধ্যে আট-10টি কীটনাশক আমচাষিরা ব্যবহার করেন ৷ বর্তমানে এই কীটনাশকগুলি চাষিদের কাছে সহজলভ্য ৷ কিন্তু, এগুলির উপর নিষেধাজ্ঞা জারি হলে চাষিদের বেশি দামি কীটনাশক কিনতে হবে ৷ যার জন্য তাঁদের বেশি টাকা খরচও করতে হবে ৷

6. বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে : WHO

বর্তমানে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 70 লাখেরও বেশি ৷ এনিয়ে জেনেভাতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করলেন WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস ৷ সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷

7. কোরোনায় আক্রান্ত জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

হাসপাতালে ভরতি রয়েছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া । তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়াও হাসপাতালে চিকিৎসাধীন ।

8. কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখ চাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে তৈরি গুড় বিক্রি করতে পারেননি তাঁরা ।

9. থুতনিতে 20টি সেলাই, ডোনাল্ডের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আক্রম !

1989 সালের সেই ম্যাচ নিয়ে আক্রম জানান, সেই ম্যাচে ডোনাল্ডের বলে তাঁর থুতনি ফেটে যায় । 20টি সেলাই পড়ে । তিনি ঠিক করেন, এর প্রতিশোধ নেবেন ।

10.Birthday Special : নাচের ভঙ্গিতে মোহময়ী সোনম
সোনম কাপুর, নামটা বললেই প্রথমে মনে আসে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের কথা । তবে তাঁর আর একটি প্রতিভার কথা ভোলার নয় । সেটা হল তাঁর ডান্সিং স্কিল । সোনমের কিছু কিছু ডান্স স্টেপ মনে রাখার মতো ।

1. ভরতি নেয়নি হাসপাতাল, সেই হতাশায় সপরিবারে আত্মহত্যা ? ঠাকুরপুকুরে রহস্য

জ্বর অবস্থায় এ হাসপাতাল থেকে সে হাসপাতাল করে বেড়ান 80 বছরের বৃদ্ধ গোবিন্দ বাবু ও তাঁর পরিবার ৷ কিন্তু কোথাও মেলেনি চিকিৎসার সুযোগ ৷ আজ সকালে উদ্ধার হল বাবা, মা ও ছেলের মৃতদেহ ৷

2. কোরোনার জেরে রাজ্যে ফেরা IT কর্মীদের কাজের সন্ধান দেবে কর্মভূমি

রাজ্য সরকারের তরফে যে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে, তার নাম কর্মভূমি । এখানে চাকরির খোঁজ পেতে পারেন IT কর্মীরা ।

3. ''গরিবের অধিকার নিয়ে রাজনীতি বন্ধ করুন'', মমতাকে কটাক্ষ শাহের

গরিবদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

4. জুনের শেষে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

আনলক 1.0-তে জোরকদমে কাজ শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা । পর্ষদ সূত্রে খবর, যে গতিতে কাজ চলছে ,তাতে জুন মাসের শেষেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ।

5. মহারাষ্ট্রে সরকারের কীটনাশক নিষেধাজ্ঞায় দ্বিমতে আমচাষিরা

সরকারের নিষেধাজ্ঞার তালিকায় থাকা 27টি কীটনাশকের মধ্যে আট-10টি কীটনাশক আমচাষিরা ব্যবহার করেন ৷ বর্তমানে এই কীটনাশকগুলি চাষিদের কাছে সহজলভ্য ৷ কিন্তু, এগুলির উপর নিষেধাজ্ঞা জারি হলে চাষিদের বেশি দামি কীটনাশক কিনতে হবে ৷ যার জন্য তাঁদের বেশি টাকা খরচও করতে হবে ৷

6. বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে : WHO

বর্তমানে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 70 লাখেরও বেশি ৷ এনিয়ে জেনেভাতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করলেন WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস ৷ সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷

7. কোরোনায় আক্রান্ত জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

হাসপাতালে ভরতি রয়েছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া । তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়াও হাসপাতালে চিকিৎসাধীন ।

8. কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখ চাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে তৈরি গুড় বিক্রি করতে পারেননি তাঁরা ।

9. থুতনিতে 20টি সেলাই, ডোনাল্ডের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আক্রম !

1989 সালের সেই ম্যাচ নিয়ে আক্রম জানান, সেই ম্যাচে ডোনাল্ডের বলে তাঁর থুতনি ফেটে যায় । 20টি সেলাই পড়ে । তিনি ঠিক করেন, এর প্রতিশোধ নেবেন ।

10.Birthday Special : নাচের ভঙ্গিতে মোহময়ী সোনম
সোনম কাপুর, নামটা বললেই প্রথমে মনে আসে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের কথা । তবে তাঁর আর একটি প্রতিভার কথা ভোলার নয় । সেটা হল তাঁর ডান্সিং স্কিল । সোনমের কিছু কিছু ডান্স স্টেপ মনে রাখার মতো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.