ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3 টে - এক ঝলকে টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news at a glance
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Sep 11, 2020, 3:05 PM IST

  1. রেকর্ড সংক্রমণ ! 45 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ । আক্রান্তের গণ্ডি ছাড়িয়েছে 45 লাখ ।

2. কোরোনায় আরও 2 চিকিৎসকের মৃত্যু কলকাতায়

কোরোনায় আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । মোট মৃতের সংখ্যা 30 পেরোল ।

3. কোরোনায় আক্রান্ত জলপাইগুড়ির BJP সাংসদ

কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির BJP সাংসদ । সেল্ফ আইসোলেশনে আছেন তিনি ।

4. কঙ্গনা ইশুতে সঞ্জয় রাউতকে হুমকির অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার যুবক

অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম পলাশ বসু ৷

5. দুর্গাপুজো নিয়ে ফেক মেসেজ ফরওয়ার্ড, কলকাতায় গ্রেপ্তার আরও 2

দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো তথ্য ফরওয়ার্ড হয় । CID-র তরফে আগেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল । আবার দুইজনকে গতকাল গ্রেপ্তার করে লালবাজার ।

6. 14 সেপ্টেম্বর থেকে মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও, প্রয়োজন নেই ই-পাসের

14 সেপ্টেম্বর থেকেই চলবে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো । লাগছে না ই-পাস । জানান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ।

7. রোগীকে কেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি ? যুবকের মৃত্যুতে নার্সিংহোমকে 5 লাখ টাকা জরিমানা

রোগীকে কেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি ? হলফনামা দিয়ে বেলঘরিয়ায় অবস্থিত একটি নার্সিংহোমকে তার কারণ দর্শাতে বলল রাজ‍্য স্বাস্থ্য কমিশন তথা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

8. রিয়া-সৌভিকের জামিনের আবেদন খারিজ

রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল মুম্বইয়ের বিশেষ আদালত । শুধু তাই নয়, মাদক যোগে গ্রেপ্তার হওয়া আব্দুল বসিত, জ়য়েদ ভিলাতরা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদনও খারিজ করেছে আদালত ।

9. এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চিত্র কেমন হতে পারে ?

কোরোনা এসে সবকিছু ওলোটপালট করে দিয়েছে । ভবিষ্যতের কথা এখন নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না । তারই মধ্যে শোনা গেল 5 নভেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । এমন পরিস্থিতিতে কীভাবে হবে একটা আস্ত ফেস্টিভাল ?

10. অস্ট্রিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে US ওপেনের সেমিফাইনালে থিয়েম

ফাইনালে ওঠার ম্যাচে থিয়েম- এর প্রতিপক্ষ ড্যানিল মেদভেদেভ

  1. রেকর্ড সংক্রমণ ! 45 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ । আক্রান্তের গণ্ডি ছাড়িয়েছে 45 লাখ ।

2. কোরোনায় আরও 2 চিকিৎসকের মৃত্যু কলকাতায়

কোরোনায় আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । মোট মৃতের সংখ্যা 30 পেরোল ।

3. কোরোনায় আক্রান্ত জলপাইগুড়ির BJP সাংসদ

কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির BJP সাংসদ । সেল্ফ আইসোলেশনে আছেন তিনি ।

4. কঙ্গনা ইশুতে সঞ্জয় রাউতকে হুমকির অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার যুবক

অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম পলাশ বসু ৷

5. দুর্গাপুজো নিয়ে ফেক মেসেজ ফরওয়ার্ড, কলকাতায় গ্রেপ্তার আরও 2

দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো তথ্য ফরওয়ার্ড হয় । CID-র তরফে আগেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল । আবার দুইজনকে গতকাল গ্রেপ্তার করে লালবাজার ।

6. 14 সেপ্টেম্বর থেকে মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও, প্রয়োজন নেই ই-পাসের

14 সেপ্টেম্বর থেকেই চলবে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো । লাগছে না ই-পাস । জানান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ।

7. রোগীকে কেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি ? যুবকের মৃত্যুতে নার্সিংহোমকে 5 লাখ টাকা জরিমানা

রোগীকে কেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি ? হলফনামা দিয়ে বেলঘরিয়ায় অবস্থিত একটি নার্সিংহোমকে তার কারণ দর্শাতে বলল রাজ‍্য স্বাস্থ্য কমিশন তথা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

8. রিয়া-সৌভিকের জামিনের আবেদন খারিজ

রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল মুম্বইয়ের বিশেষ আদালত । শুধু তাই নয়, মাদক যোগে গ্রেপ্তার হওয়া আব্দুল বসিত, জ়য়েদ ভিলাতরা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদনও খারিজ করেছে আদালত ।

9. এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চিত্র কেমন হতে পারে ?

কোরোনা এসে সবকিছু ওলোটপালট করে দিয়েছে । ভবিষ্যতের কথা এখন নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না । তারই মধ্যে শোনা গেল 5 নভেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । এমন পরিস্থিতিতে কীভাবে হবে একটা আস্ত ফেস্টিভাল ?

10. অস্ট্রিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে US ওপেনের সেমিফাইনালে থিয়েম

ফাইনালে ওঠার ম্যাচে থিয়েম- এর প্রতিপক্ষ ড্যানিল মেদভেদেভ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.