1.খামখেয়ালি জীবন, পুলিশি জেরায় কবুল কসবা টিকাকাণ্ডে মূল অভিযুক্তের
নিজের ইচ্ছেমত বেখেয়ালি জীবনে অভ্যস্ত ছিল সে ৷ পড়াশোনা থেকে গান, কোনও কিছুই স্থায়ী হয়নি তার জীবনে ৷ পুলিশি জেরায় জানাল ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন ৷ কেমন ছিল তার জীবন ? কীভাবে দিন কাটত তার ?
2.Dilip Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না, কটাক্ষ দিলীপের
সম্প্রতি, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন । এখানে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা ৷ দিলীপবাবুর কথায়, রাজ্য সরকার ভাওতাবাজি করছে । আগে ছাত্র-ছাত্রীদের বাবা মায়েদের বোকা বানিয়েছিল । এখন ছাত্র-ছাত্রীদের বোকা বানাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না ৷
3.বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের
এই বিষয়ে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা রাধামাধব মণ্ডল বলেন, "যেভাবে বিজেপি সাংসদরা বঙ্গভঙ্গের চক্রান্ত করছেন সেটা মেনে নেওয়া যায় না । আউশগ্রাম জঙ্গলমহল এলাকা । আমরা ভাগাভাগি চাই না । তাই জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি ।"
4.Dilip Ghosh : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মিমিকে কটাক্ষ দিলীপের
পশ্চিম মেদিনীপুরে ডেবরায় দলীয় সভায় যোগ দিতে আসেন দিলীপ ঘোষ ৷ এখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ ভুয়ো টিকাকরণ নিয়ে কটাক্ষ করেন সাংসদ মিমি চক্রবর্তীকেও ৷
5.Corona in India : কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 1 লাখ 34 হাজার 445 ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 91 লাখ 28 হাজার 445 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 93 হাজার 310 জনের ৷
6.মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপী প্রতিবাদের ডাক কংগ্রেসের
প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ আগামী 7 জুলাই থেকে 17 জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে জানা গিয়েছে ৷
7.কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয়, পাকিস্তানকে জানাল বিদেশমন্ত্রক
2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু'টি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীর আর লাদাখে পরিণত করার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয় ৷ এ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে আমেরিকার মধ্যস্থতা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ কিন্তু কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয় বলে ফের জানাল বিদেশমন্ত্রক ৷
8.এবার রবীন্দ্র মূর্তির ফলকে ফিরহাদ-সুদীপের সঙ্গে ভুয়ো আইএএসের নাম, তুঙ্গে বিতর্ক
ওই রবীন্দ্র মূর্তির ফলক অনুযায়ী, ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বরানগরের বিধায়ক তাপস রায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরনিগমের পৌরপ্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ ।
9.Karisma Kapoor : করিশ্মার জন্মদিনে ঝকঝকে করিনা, ছবি শেয়ার অমৃতার
47 বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ৷ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও ৷
10.WTC final: বোলিং হাতে চোট পেলেন ইশান্ত, করতে হল তিনটি স্টিচ
বায়ো বাবল থেকে 20 দিনের ছাড় পাবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ইংল্যান্ড সিরিজ়ের জন্য ফের তাঁদের বায়ো বাবলে ফিরতে হবে কোহলি, রোহিতদের ৷ জুলাইয়ের 14 তারিখে ফের বায়ো বাবলে ফিরবেন ক্রিকেটাররা ৷ 3 অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত ৷