কলকাতা, 10 জুলাই : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার রোজ়ভ্যালি কাণ্ডে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) । সূত্রের খবর, আগামী সপ্তাহে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ।
সূত্রের খবর, রোজ়ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জেরায় দাবি করেছিলেন, চুক্তির বাইরে গিয়েও ঋতুপর্ণার বিদেশ ভ্রমণের টাকা দিয়েছিল তাঁর সংস্থা । মনে করা হচ্ছে, সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে ঋতুপর্ণাকে । এ বিষয়ে ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি ।
ইতিমধ্যেই রোজ়ভ্যালি কাণ্ডের তদন্তে অভিনেতা প্রসেনজিৎকে ডেকে পাঠানো হয়েছে । প্রসেনজিতের প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি ও আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে 19 জুলাই CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে ।