কলকাতা, 17 নভেম্বর : শহরজুড়ে শীতের আমেজ ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনুভূত হচ্ছে হালকা শীত ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে ৷ সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷
আলিপুর আবহওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে । বাঁকুড়া ,পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপামাত্রা তুলনামূলক কম থাকবে ৷ কলকাতায় আগামী দু-তিন দিন তাপমাত্রার কোনও পার্থক্য থাকবে না ৷ অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ তারই প্রভাবে সিকিম,দার্জিলিং ও কালিম্পঙে আগামী তিন দিন বৃষ্টি চলবে ৷
আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি ৷