ETV Bharat / state

স্বাভাবিকের নীচে তাপমাত্রা, শীতের আমেজ থাকলেও পারদ পতনে আপাতত বিরতির পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: বঙ্গের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচে ৷ ঠান্ডায় কাঁপছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ৷ তবে আপাতত কয়েকদিন তাপমাত্রা আর কমবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তার মানে শীত যে কমে আসবে এমন ভাবার কোনও কারণ নেই।

Etv Bharat
বঙ্গে স্বাভাবিকের নীচে তাপমাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 6:55 AM IST

Updated : Dec 14, 2023, 7:13 AM IST

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানাচ্ছেন কেমন থাকবে আবহাওয়া

কলকাতা, 14 ডিসেম্বর: এতদিন যে ঠান্ডা মালুম হচ্ছিল তা ছিল স্বাভাবিকের আশপাশে । বুধবার তা আরও কমে স্বাভাবিকের নিচে চলে গিয়েছে । সাধারণত 30 বছরের তাপমাত্রার গড় করে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা হয় । সেই দিক থেকে দেখা গিয়েছে বুধবার দক্ষিণ এবং উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে রয়েছে । সবে শীত পড়েছে । শুরুতেই এই মারকাটারি ইনিংস দেখে অনেকেই ভাবছেন ঠান্ডা এবার আরও খেল দেখাবে । হয়তো বিগত রেকর্ডগুলি ভাঙবে ।

কিন্তু আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত আগামী চার পাঁচদিন আবহাওয়ায় বড় কোনও বদল আসবে না । পারদ পতনও হবে না সেভাবে। কলকাতার তাপমাত্রা খুব বেশি হলে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে । শুষ্ক আবহাওয়া । ভোরের দিকে কুয়াশার দাপট। শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে । ফলে এককথায় ঠান্ডা রয়েছে এবং তা জাঁকিয়েই রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস ।

এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আপাতত দু'দিন হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে । মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মিলবে । দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা কম । কলকাতার পাশাপাশি, জেলার ক্ষেত্রেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পারদ 11 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে । তবে আপাতত উল্লেখযোগ্যভাবে পারদ পতনের সম্ভাবনা নেই । মোটের ওপর বঙ্গজুড়ে শীত চলবে এবং আবহাওয়া থাকবে মনোরম ।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1 তুষারপাতে শ্বেতশুভ্র! মোহময়ী কেদারনাথ ধাম, দেখুন ভিডিয়ো...

2 রসদ রবীন্দ্রনাথ-নজরুল, রিকশা চালাতে চালাতেই কবিতা আওড়ান বিমল মজুমদার

3 শীতে শরীর উষ্ণ রাখতে এই খাবারগুলিকে আপনার ডায়েটের অংশ করুন

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানাচ্ছেন কেমন থাকবে আবহাওয়া

কলকাতা, 14 ডিসেম্বর: এতদিন যে ঠান্ডা মালুম হচ্ছিল তা ছিল স্বাভাবিকের আশপাশে । বুধবার তা আরও কমে স্বাভাবিকের নিচে চলে গিয়েছে । সাধারণত 30 বছরের তাপমাত্রার গড় করে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা হয় । সেই দিক থেকে দেখা গিয়েছে বুধবার দক্ষিণ এবং উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে রয়েছে । সবে শীত পড়েছে । শুরুতেই এই মারকাটারি ইনিংস দেখে অনেকেই ভাবছেন ঠান্ডা এবার আরও খেল দেখাবে । হয়তো বিগত রেকর্ডগুলি ভাঙবে ।

কিন্তু আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত আগামী চার পাঁচদিন আবহাওয়ায় বড় কোনও বদল আসবে না । পারদ পতনও হবে না সেভাবে। কলকাতার তাপমাত্রা খুব বেশি হলে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে । শুষ্ক আবহাওয়া । ভোরের দিকে কুয়াশার দাপট। শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে । ফলে এককথায় ঠান্ডা রয়েছে এবং তা জাঁকিয়েই রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস ।

এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আপাতত দু'দিন হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে । মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মিলবে । দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা কম । কলকাতার পাশাপাশি, জেলার ক্ষেত্রেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পারদ 11 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে । তবে আপাতত উল্লেখযোগ্যভাবে পারদ পতনের সম্ভাবনা নেই । মোটের ওপর বঙ্গজুড়ে শীত চলবে এবং আবহাওয়া থাকবে মনোরম ।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1 তুষারপাতে শ্বেতশুভ্র! মোহময়ী কেদারনাথ ধাম, দেখুন ভিডিয়ো...

2 রসদ রবীন্দ্রনাথ-নজরুল, রিকশা চালাতে চালাতেই কবিতা আওড়ান বিমল মজুমদার

3 শীতে শরীর উষ্ণ রাখতে এই খাবারগুলিকে আপনার ডায়েটের অংশ করুন

Last Updated : Dec 14, 2023, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.