কলকাতা, 28 ডিসেম্বর: পৌষে উধাও হাড় কাঁপানো ঠান্ডা ৷ তবে ডিসেম্বর মানেই শীতবিলাসীদের কাছে ঠান্ডার প্রত্যাশা থাকে ৷ প্রথম দিকে শীতের ইনিংস দেখে সেইরকমই ভেবেছিল তিলোত্তমা ৷ তবে কনকনে ঠান্ডা না হলেও শীতের পরশ গায়ে লাগছে ৷ একে শীত কম তার উপর কুয়াশা ৷ যদিও এই বছর শেষটা উষ্ণতায় কাটতে পারে সেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস ৷ এখনই নিরাশ হওয়ার কিছু নেই । নতুন বছরে ধীরে ধীরে আসতে পারে শীত ৷ এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গনেশচন্দ্র দাস বলেন, "এই বছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই । দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে । ফলে দক্ষিণ ও পুবালি হাওয়ার দাপট বেড়েছে । উত্তুরে হাওয়া কার্যত নেই। পুবালি হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে । আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই ৷"
আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । মঙ্গলবারের পর তাপমাত্রা কমতে থাকবে। এমনকী তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গনেশ চন্দ্র দাস ৷
বুধবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 দশমিক ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 4ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ । আজ বৃহস্পতিবার ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়লে পরিস্কার হবে । সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: