কলকাতা, 19 এপ্রিল: এপ্রিলের তৃতীয় সপ্তাহে খরতাপে পুড়ছে বাংলা। শুষ্ক বাতাসে আগুনের হলকা অনুভূত হচ্ছে। বাংলার গরমের চরিত্র বদলে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বাংলার গরম ঘর্মাক্ত। যার সঙ্গে পয়লা বৈশাখের আগের গরমের মিল নেই। তারপর থেকে বাতাসে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করায় বাংলার গরম তার চেনা চরিত্র খুঁজে পেয়েছে। চলতি মাসের 2 তারিখ থেকে দীর্ঘসময় বৃষ্টিবিহীন শুষ্ক দিন দেখছে বাংলা। বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলেছে। উষ্ণতার কাঁটা ছুঁয়েছে 44 ডিগ্রিতে। তাপমাত্রার তালিকার সারাংশ অনেকটা এইরকম-
- বাঁকুড়া- 44.1 ডিগ্রি
- শ্রীনিকেতন- 43 ডিগ্রি
- আসানসোল- 43.1 ডিগ্রি
- বর্ধমান- 43.2 ডিগ্রি
- পানাগড়- 43.4 ডিগ্রি
- পুরুলিয়া- 43.1 ডিগ্রি
- মালদা- 42.8 ডিগ্রি সেলসিয়াস
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের তাপমাত্রা তালিকাঃ
- সল্টলেক- 39 ডিগ্রি সেলসিয়াস
- দমদম- 39.5 ডিগ্রি সেলসিয়াস
- আলিপুর-38.6 ডিগ্রি সেলসিয়াস
- ব্যারাকপুর-40.4 ডিগ্রি সেলসিয়াস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়ের কথায়, কলকাতায় পারদ 40 ডিগ্রি সেলসিয়াস বা পুরুলিয়া, বাঁকুড়ায়, 42 ডিগ্রি বা তার বেশি পারদ ওঠা নতুন নয়। চলতি বছরে 12 এপ্রিল কলকাতার তাপমাত্রার পারদ প্রথম এত চড়েছে আর তারপর থেকে নীচে নামছে না। 2009 সালে 8 দিন, 2010 সালে 2 দিন, 2014 সালে 5 দিন, 2016 সালে 8 দিন কলকাতায় পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কিন্তু তা হয়েছে এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন ।
চলতি বছরে 1 এপ্রিল বৃষ্টি হওয়ার পর 2 এপ্রিল থেকে পারদ ধীরে ধীরে, চড়তে শুরু করেছে ৷ আর 12 এপ্রিল তা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রির ঘরে। মূলত উত্তর পশ্চিমের শুষ্ক বাতাসের দাপটে এই দহন জ্বালা রাজ্যজুড়ে। সেইসঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করায় শুষ্ক গরমের বদলে কিছুটা ঘাম হচ্ছে। ফলে অস্বস্তি আগেও ছিল ৷ এবার বাড়তি যোগ হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত ছিটেফোঁটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে বেশ কিছু জায়গায় 40 উপর তাপমাত্রা রয়েছে এবং থাকবে। তাপপ্রবাহের এই পরিস্থিতি 20 তারিখ পর্যন্ত বজায় থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ায় আজ প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে । পশ্চিমের বাকি জেলা ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে 48 ঘণ্টা পর থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা, হুগলি বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাদ বাকি জেলাতে রয়েছে হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে 21 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর।
এই প্রাণান্তকর গরমের থেকে রেহাই কি আদৌ মিলবে?
22 এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। তবে এই বৃষ্টির ফলে খুব বেশি গরম থেকে রেহাই পাওয়া যাবে না। তবে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে ৷
উত্তরবঙ্গে স্বস্তি দেবে বৃষ্টি-
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 থেকে 22 এপ্রিল পর্যন্ত ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের নীচের জেলা মালদা এবং দিনাজপুরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে অস্বস্তিকর গরম অব্যাহত। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।