ETV Bharat / state

WB Weather Update: আপাতত অস্বস্তিকর গরমে জেরবার দক্ষিণবঙ্গ, সেপ্টেম্বরে ফিরছে বৃষ্টি - গরম

West Bengal Weather Report: আগামী দু'দিন অস্বস্তিকর গরমে জেরবার হবে দক্ষিণবঙ্গ ৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে তার ফলে গরম কমবে এমনটা ভাবার কোনও কারণ নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কম বৃষ্টি হবে।

WB Weather Update
বৃষ্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:57 AM IST

আপাতত অস্বস্তিকর গরমে জেরবার দক্ষিণবঙ্গ

কলকাতা, 30 অগস্ট: চলতি মাসের বাকি দু'দিন অর্থাৎ আজ ও আগামিকাল বৃষ্টি নয় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে জেরবার হবে দক্ষিণবঙ্গ। বৃষ্টি যে হবে না তা নয় তবে তা এতই ছিটেফোঁটা যে অস্বস্তিকর গরম কমবে না। সবমিলিয়ে অস্বস্তিকর গরমই মাসের বাকি দু'দিন দক্ষিণবঙ্গের সঙ্গী হতে চলেছে। নতুন মাস থেকে পরিস্থিতি বদলাবে। সেপ্টেম্বর মাসের দুই, তিন, চার, পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাকিগুলোয় বৃষ্টি ফিরবে। তবে ভারী অথবা অতিভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে তা আপাতত হবে না। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। নীচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে খুব হালকা বৃষ্টি হবে।দুই বঙ্গেই বৃষ্টি কমায় গরম বাড়বে। সেপ্টেম্বরের 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমবে।"

মঙ্গলবার দুই 24 পরগনার কিছু অংশে মুসলধারায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের কাছে এটি 'পাসিং শাওয়ার'। সহজ করে বললে যেখানে মেঘ শুধু সেখানেই হচ্ছে বৃষ্টি। আজ, বুধবার ও বৃহস্পতিবার এধরনের বৃষ্টি হলেও তা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে রাশ ফেলতে পারবে না। মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চর তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে সাড়ে চার মিলিমিটার। আজ, বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷

আরও পড়ুন: রাখি পূর্ণিমায় আপনার রাশির শুভ যোগ? জানুন রাশিফলে

আপাতত অস্বস্তিকর গরমে জেরবার দক্ষিণবঙ্গ

কলকাতা, 30 অগস্ট: চলতি মাসের বাকি দু'দিন অর্থাৎ আজ ও আগামিকাল বৃষ্টি নয় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে জেরবার হবে দক্ষিণবঙ্গ। বৃষ্টি যে হবে না তা নয় তবে তা এতই ছিটেফোঁটা যে অস্বস্তিকর গরম কমবে না। সবমিলিয়ে অস্বস্তিকর গরমই মাসের বাকি দু'দিন দক্ষিণবঙ্গের সঙ্গী হতে চলেছে। নতুন মাস থেকে পরিস্থিতি বদলাবে। সেপ্টেম্বর মাসের দুই, তিন, চার, পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাকিগুলোয় বৃষ্টি ফিরবে। তবে ভারী অথবা অতিভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে তা আপাতত হবে না। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। নীচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে খুব হালকা বৃষ্টি হবে।দুই বঙ্গেই বৃষ্টি কমায় গরম বাড়বে। সেপ্টেম্বরের 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমবে।"

মঙ্গলবার দুই 24 পরগনার কিছু অংশে মুসলধারায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের কাছে এটি 'পাসিং শাওয়ার'। সহজ করে বললে যেখানে মেঘ শুধু সেখানেই হচ্ছে বৃষ্টি। আজ, বুধবার ও বৃহস্পতিবার এধরনের বৃষ্টি হলেও তা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে রাশ ফেলতে পারবে না। মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চর তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে সাড়ে চার মিলিমিটার। আজ, বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷

আরও পড়ুন: রাখি পূর্ণিমায় আপনার রাশির শুভ যোগ? জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.