কলকাতা, 16 অগস্ট: শ্রাবণ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বৃষ্টি কমছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা কখনই পর্যাপ্ত নয়। আজ, বুধবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। তার বদলে আজ ও আগামিকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশে ঘূর্ণাবর্তের অবস্থানের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ভারী বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গে গত দু'দিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চললেও আজ ও আগামিকাল ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে-
- আজ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে ।
- আগামিকাল, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ।
আরও পড়ুুন: সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, মৃত 1
কলকাতার আকাশ মূলত মেঘলা। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামিকাল বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রার পরিসংখ্যান বলছে, মঙ্গলবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: বুধে সুখবর মীন রাশির জাতক-জাতিকাদের, আপনার ভাগ্য কী বলছে ?