ETV Bharat / state

World No Tobacco Day 2023: ফুসফুস নয়, তামাকে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশও ! উৎপাদন বন্ধের পক্ষে ওয়াকিবহাল মহল

তামাক শুধুমাত্র যে স্বাস্থ্যের ক্ষতি করে এমন না এটি পরিবেশের জন্য ক্ষতিকর ৷ জেনে নিন পরিবেশ বিজ্ঞানীর কাছ থেকে ৷

World No Tobacco Day 2023 News
ফুসফুস নয় পরিবেশকেও ক্ষতি করে করে তামাক
author img

By

Published : May 31, 2023, 5:58 PM IST

পরিবেশের জন্য ক্ষতিকর তামাক মতামত পরিবেশ বিজ্ঞানীর

কলকাতা, 31 মে: সকলেরই কম বেশি জানা তামাক শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে । দীর্ঘদিন তামাক সেবনে ফুসফুসের ক্ষতি হয় । তবে সেই তামাকের ধোঁয়া পরিবেশেরও ধীরে ধীরে ক্ষতি করছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু-এর তথ্য দিয়ে এমনই দাবি করছেন পরিবেশপ্রেমীরা । তারা দাবি তুলছেন পরিবেশ রক্ষায় তামাক সেবন শুধু নয়, তামাক উৎপাদন বন্ধ হোক ।

গোটা বিশ্বে শুধু তামাকের কারণে নষ্ট হয় কয়েক লক্ষ বড় গাছ । যা অক্সিজেন দেওয়া থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বাতাস ভারসাম্য বজায় রাখে । বিপুল পরিমাণে গাছ নষ্ট হওয়াতে সেই ভারসাম্য নষ্ট হয় । এছাড়াও তামাক পাতা পাওয়ার জন্য যে গাছ লাগানো হয় তাতে বিপুল পরিমাণ জমি নষ্ট হয় । জমির গুণমান কমে যায় । বছরে 22 লক্ষ টন জল নষ্ট হয় । আর এই তামাকের ফলে প্রতি বছর বাতাসে 84 লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড মিশছে যা বিশ্বের বাতাসকে জীব জগতের শ্বাস নেওয়ার অনুপযোগী করে তুলছে । শুধু তাই নয়, বাতাসে তামাকের ধোঁয়া থেকে প্রায় কয়েক হাজার রকমের কেমিক্যাল কণা বাতাসে মেশে । তামাক ধোঁয়া থেকে নির্গত কার্বন মনোক্সাইড বাতাসের অন্যান্য কণার সঙ্গে মিশে ক্ষতিকারক যৌগ তৈরি করছে । সিগারেটের মোড়ক যে মাইক্রো প্লাস্টিক থাকে যা মাটির সঙ্গে মিশতে পারে না । ফলে পৃথিবীতেই থেকে যায় সেই প্লাস্টিক মাটি, জল এমনকি বাতাসে ক্ষতিকর প্রভাব ফেলে ।

এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, "যেমন শারীরিক ক্ষতি করে তেমন পরিবেশের ক্ষতি করে এই তামাক । একটা সিগারেট পুড়লে সেটি থেকে বাতাসের নানা রাসায়নিক বিক্রিয়া ক্ষতিকারক যৌগ তৈরি হয় যা বাতাস সরাসরি দূষণ ঘটায় । বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য প্লাস্টিক মোড়ক ক্ষতি করছে । তাই তামাক উৎপাদন লাগাম দেওয়া ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমানোর দিকে নজর বেশি করে দিতে হবে ।"

আরও পড়ুন: তামাকমুক্ত বিশ্ব গড়ার প্রয়াস ! জেনে নিন বিশেষ দিনটির গুরুত্ব

পরিবেশের জন্য ক্ষতিকর তামাক মতামত পরিবেশ বিজ্ঞানীর

কলকাতা, 31 মে: সকলেরই কম বেশি জানা তামাক শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে । দীর্ঘদিন তামাক সেবনে ফুসফুসের ক্ষতি হয় । তবে সেই তামাকের ধোঁয়া পরিবেশেরও ধীরে ধীরে ক্ষতি করছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু-এর তথ্য দিয়ে এমনই দাবি করছেন পরিবেশপ্রেমীরা । তারা দাবি তুলছেন পরিবেশ রক্ষায় তামাক সেবন শুধু নয়, তামাক উৎপাদন বন্ধ হোক ।

গোটা বিশ্বে শুধু তামাকের কারণে নষ্ট হয় কয়েক লক্ষ বড় গাছ । যা অক্সিজেন দেওয়া থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বাতাস ভারসাম্য বজায় রাখে । বিপুল পরিমাণে গাছ নষ্ট হওয়াতে সেই ভারসাম্য নষ্ট হয় । এছাড়াও তামাক পাতা পাওয়ার জন্য যে গাছ লাগানো হয় তাতে বিপুল পরিমাণ জমি নষ্ট হয় । জমির গুণমান কমে যায় । বছরে 22 লক্ষ টন জল নষ্ট হয় । আর এই তামাকের ফলে প্রতি বছর বাতাসে 84 লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড মিশছে যা বিশ্বের বাতাসকে জীব জগতের শ্বাস নেওয়ার অনুপযোগী করে তুলছে । শুধু তাই নয়, বাতাসে তামাকের ধোঁয়া থেকে প্রায় কয়েক হাজার রকমের কেমিক্যাল কণা বাতাসে মেশে । তামাক ধোঁয়া থেকে নির্গত কার্বন মনোক্সাইড বাতাসের অন্যান্য কণার সঙ্গে মিশে ক্ষতিকারক যৌগ তৈরি করছে । সিগারেটের মোড়ক যে মাইক্রো প্লাস্টিক থাকে যা মাটির সঙ্গে মিশতে পারে না । ফলে পৃথিবীতেই থেকে যায় সেই প্লাস্টিক মাটি, জল এমনকি বাতাসে ক্ষতিকর প্রভাব ফেলে ।

এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, "যেমন শারীরিক ক্ষতি করে তেমন পরিবেশের ক্ষতি করে এই তামাক । একটা সিগারেট পুড়লে সেটি থেকে বাতাসের নানা রাসায়নিক বিক্রিয়া ক্ষতিকারক যৌগ তৈরি হয় যা বাতাস সরাসরি দূষণ ঘটায় । বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য প্লাস্টিক মোড়ক ক্ষতি করছে । তাই তামাক উৎপাদন লাগাম দেওয়া ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমানোর দিকে নজর বেশি করে দিতে হবে ।"

আরও পড়ুন: তামাকমুক্ত বিশ্ব গড়ার প্রয়াস ! জেনে নিন বিশেষ দিনটির গুরুত্ব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.