ETV Bharat / state

আয়করে স্বচ্ছতা আনতে মরিয়া কেন্দ্র, দশমীতে সূচনা হচ্ছে ফেসলেস ট্যাক্স স্ক্রুটিনির - KOLKATA

বিজয়া দশমীর দিনেই সূচনা হচ্ছে ফেসলেস ট্যাক্স মূল্যায়ন পদ্ধতির । গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পাশাপাশি তাঁর দাবি, 2014 সাল থেকে মুদ্রাস্ফীতির হার বাড়েনি । তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ।

নির্মলা সীতারমন
author img

By

Published : Sep 7, 2019, 5:13 AM IST

Updated : Sep 7, 2019, 10:55 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : কর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র । বিজয়া দশমীর দিনেই সূচনা হচ্ছে ফেসলেস ট্যাক্স স্ক্রুটিনি পদ্ধতির । গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর যুক্তি, বর্তমানে করদাতা এবং দপ্তরের আধিকারিকদের মধ্যে উচ্চস্তরের আলোচনার ভিত্তিতে সামগ্রিক বিষয়ের মূল্যায়ন করে আয়কর দপ্তর । এতে করদাতা এবং আয়কর আধিকারিকদের মধ্যে অনৈতিকতা ইন্ধন পেতে পারে । সেকথা মাথায় রেখেই আগামী পয়লা অক্টোবর থেকে যখনই কোনও করদাতাকে নোটিশ দেওয়া হবে তার একটা ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (DIN) থাকবে । এর ফলে বাজার আরও উজ্জীবিত হবে ।

এদিকে বর্তমান কেন্দ্রীয় সরকার যখন GDP ইশুতে বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়ছে, সেইসময় অর্থমন্ত্রী দাবি করলেন, 2014 সাল থেকে মুদ্রাস্ফীতির হার বাড়েনি । তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে । সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "যদি আপনারা এই ইশুটি তোলেন, তাহলে আমি বলব 2008-2016 পর্যন্ত মুদ্রাস্ফীতির সূচক দেখুন । মুদ্রস্ফীতির বিষয় যখন উঠবে তখন কেউ আমাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না ।" কংগ্রেস আমলে খাদ্যসামগ্রীর দাম বেশি ছিল বলে অভিযোগ তোলেন তিনি ।

দেশে আর্থিক মন্দার জেরে বিভিন্ন সেক্টর যে সমস্যায় পড়েছে, কেন্দ্রীয় সরকার সেই বিষয়টিও দেখবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী । এইসব সেক্টরকে উজ্জীবিত করতে একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নির্মলা ।

কলকাতা, 7 সেপ্টেম্বর : কর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র । বিজয়া দশমীর দিনেই সূচনা হচ্ছে ফেসলেস ট্যাক্স স্ক্রুটিনি পদ্ধতির । গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর যুক্তি, বর্তমানে করদাতা এবং দপ্তরের আধিকারিকদের মধ্যে উচ্চস্তরের আলোচনার ভিত্তিতে সামগ্রিক বিষয়ের মূল্যায়ন করে আয়কর দপ্তর । এতে করদাতা এবং আয়কর আধিকারিকদের মধ্যে অনৈতিকতা ইন্ধন পেতে পারে । সেকথা মাথায় রেখেই আগামী পয়লা অক্টোবর থেকে যখনই কোনও করদাতাকে নোটিশ দেওয়া হবে তার একটা ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (DIN) থাকবে । এর ফলে বাজার আরও উজ্জীবিত হবে ।

এদিকে বর্তমান কেন্দ্রীয় সরকার যখন GDP ইশুতে বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়ছে, সেইসময় অর্থমন্ত্রী দাবি করলেন, 2014 সাল থেকে মুদ্রাস্ফীতির হার বাড়েনি । তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে । সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "যদি আপনারা এই ইশুটি তোলেন, তাহলে আমি বলব 2008-2016 পর্যন্ত মুদ্রাস্ফীতির সূচক দেখুন । মুদ্রস্ফীতির বিষয় যখন উঠবে তখন কেউ আমাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না ।" কংগ্রেস আমলে খাদ্যসামগ্রীর দাম বেশি ছিল বলে অভিযোগ তোলেন তিনি ।

দেশে আর্থিক মন্দার জেরে বিভিন্ন সেক্টর যে সমস্যায় পড়েছে, কেন্দ্রীয় সরকার সেই বিষয়টিও দেখবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী । এইসব সেক্টরকে উজ্জীবিত করতে একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নির্মলা ।

Intro:
06-09-19



কলকাতা: বিজয়দশমি থেকে রাজ্যের কর দাতাদের কর নির্ধারণ প্রক্রিয়া পাল্টাবে। কর কাঠামোয় নবজাগায়ারণ অধ্যায় শুরু হচ্ছে। রাজ্যে চালু হচ্ছে "ফেসলেস ট্যাক্স" এটা বিজয়দশমী থেকে শুরু হবে। আজ শহরে একটি পাঁচতারা হোটলে সাংবাদিক বৈঠকে এই কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



এত দিন করদাতার কত টাকা ট্যাক্স বাকি আছে। সেটা সবাই সহযে আমলারা জানতে পারতেন। কলকাতার করদাতার কত ট্যাক্স দিতে হবে। তার বকেয়া কর কত সেটা খুব সহজেই ইনকামটেক্স এর প্রধান অফিস থেকে জানতে পারবেন বলেও জানান কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ।


এদিন তিনি কর সংগ্রহ ও কর নির্ধারণ নিয়ে আমরা কাজ করছি। কর সংক্রান্ত বিষয় টি নিয়ে স্বচ্ছতা আনতে তিনি এই সব বিষয় সংক্রান্ত আধিকারিক, শহরের একাধিক শিল্পপতি, বনিকসভার আধিকারি, ব্যাংকের সিনিয়ার অধিকর্তা, সঙ্গে আজ একটি বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


নির্মল সীতারমণ বলেন, "বিজেপি জামানায় মুদ্রাস্ফিত খুব কম। দব্যমূল বৃদ্ধি হয় নি। খাদ্য সামগ্রিক দামও উল্লেখযোগ্য ভাবে কমেছে। ২০০৮ সালে কংগ্রেস আমলে মুদ্রাস্ফিতি কমেছিলো। নিত্যপ্রয়োজনীয় সূচক অনেক কমেছে বলে দাবী করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


আগে করদাতাদের নোটিশ পাঠানো হত। এবার DIN ( ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার) চালু হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতূন প্রক্রিয়া চালু হচ্ছে। এতে কর পরিকাঠামোর আমূল পরিবর্তন হবে। কর কাঠামোয় অনেক গতি আসবে।



ভারতে মহাকাশ গবেষণায় আজ যা হল সেটা সবার গর্বিত হওয়া উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়া সমালোচণা করছে।


ব্যাংক সংযুক্তি করণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী কে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে? এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।


অটোমোবাইল শিল্পের মন্দা ইশুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, " এই শিল্পের খুব আস্তে আস্তে নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন দেখছে,



Body:কপি

Conclusion:
Last Updated : Sep 7, 2019, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.