কলকাতা, 7 সেপ্টেম্বর : কর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র । বিজয়া দশমীর দিনেই সূচনা হচ্ছে ফেসলেস ট্যাক্স স্ক্রুটিনি পদ্ধতির । গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর যুক্তি, বর্তমানে করদাতা এবং দপ্তরের আধিকারিকদের মধ্যে উচ্চস্তরের আলোচনার ভিত্তিতে সামগ্রিক বিষয়ের মূল্যায়ন করে আয়কর দপ্তর । এতে করদাতা এবং আয়কর আধিকারিকদের মধ্যে অনৈতিকতা ইন্ধন পেতে পারে । সেকথা মাথায় রেখেই আগামী পয়লা অক্টোবর থেকে যখনই কোনও করদাতাকে নোটিশ দেওয়া হবে তার একটা ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (DIN) থাকবে । এর ফলে বাজার আরও উজ্জীবিত হবে ।
এদিকে বর্তমান কেন্দ্রীয় সরকার যখন GDP ইশুতে বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়ছে, সেইসময় অর্থমন্ত্রী দাবি করলেন, 2014 সাল থেকে মুদ্রাস্ফীতির হার বাড়েনি । তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে । সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "যদি আপনারা এই ইশুটি তোলেন, তাহলে আমি বলব 2008-2016 পর্যন্ত মুদ্রাস্ফীতির সূচক দেখুন । মুদ্রস্ফীতির বিষয় যখন উঠবে তখন কেউ আমাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না ।" কংগ্রেস আমলে খাদ্যসামগ্রীর দাম বেশি ছিল বলে অভিযোগ তোলেন তিনি ।
দেশে আর্থিক মন্দার জেরে বিভিন্ন সেক্টর যে সমস্যায় পড়েছে, কেন্দ্রীয় সরকার সেই বিষয়টিও দেখবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী । এইসব সেক্টরকে উজ্জীবিত করতে একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নির্মলা ।