ETV Bharat / state

পুলকার দুর্ঘটনা রুখতে টাস্কফোর্স গঠন নবান্নের - পোলবায় পুলকার দুর্ঘটনা

14 ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় প্রাণ গেছে এক শিশুর । তাতেই কার্যত নড়েচড়ে বসল প্রশাসন । এবার পুলকার সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গঠিত হল টাস্ক ফোর্স ।

Nabanna
নবান্ন
author img

By

Published : Feb 29, 2020, 1:57 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় ছাত্র মৃত্যুর পরই কার্যত নড়েচড়ে বসল প্রশাসন । পুলকার দুর্ঘটনা রুখতে এবার টাস্ক ফোর্স গঠন করল নবান্ন । যার দেওয়া রিপোর্টের ভিত্তিতে একটি নয়া বিধি তৈরি করবে রাজ্য সরকার ।

গতকাল পুলকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক কর্তারা । উপস্থিত ছিলেন পরিবহন সচিব নারায়ণস্বরূপ নিগম, কলকাতা পুলিশের DC ট্র্যাফিক, রাজ‍্য পুলিশের IG ট্র্যাফিক এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকসহ অন্যান্যরা । বৈঠকের পর পুলকার সংগঠনের প্রতিনিধি ও রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স কমিটি গঠন হয় বলে জানা গেছে । এই টাস্কফোর্স কমিটি আগামী এক মাসের মধ্যে রাজ‍্যের স্বরাষ্ট্র সচিবের কাছে একটি রিপোর্ট জমা দেবে । সেই রিপোর্টের ভিত্তিতেই পুলকার নিয়ে বিশেষ বিধি তৈরি করবে সরকার ।

এছাড়াও ব্যক্তিগত গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করায় লাগাম টানতে রাজ্য সরকার একটি বিশেষ লাইসেন্স নীতি তৈরি করছে । ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে পুলকারের মধ‍্যে CCTV , GPS-কে বাধ‍্যতামূলক করতে চাইছে রাজ‍্যের পরিবহন দপ্তর । এক্ষেত্রে প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে পুলকার সংগঠনের প্রতিনিধিরা ।

কলকাতা, 29 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় ছাত্র মৃত্যুর পরই কার্যত নড়েচড়ে বসল প্রশাসন । পুলকার দুর্ঘটনা রুখতে এবার টাস্ক ফোর্স গঠন করল নবান্ন । যার দেওয়া রিপোর্টের ভিত্তিতে একটি নয়া বিধি তৈরি করবে রাজ্য সরকার ।

গতকাল পুলকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক কর্তারা । উপস্থিত ছিলেন পরিবহন সচিব নারায়ণস্বরূপ নিগম, কলকাতা পুলিশের DC ট্র্যাফিক, রাজ‍্য পুলিশের IG ট্র্যাফিক এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকসহ অন্যান্যরা । বৈঠকের পর পুলকার সংগঠনের প্রতিনিধি ও রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স কমিটি গঠন হয় বলে জানা গেছে । এই টাস্কফোর্স কমিটি আগামী এক মাসের মধ্যে রাজ‍্যের স্বরাষ্ট্র সচিবের কাছে একটি রিপোর্ট জমা দেবে । সেই রিপোর্টের ভিত্তিতেই পুলকার নিয়ে বিশেষ বিধি তৈরি করবে সরকার ।

এছাড়াও ব্যক্তিগত গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করায় লাগাম টানতে রাজ্য সরকার একটি বিশেষ লাইসেন্স নীতি তৈরি করছে । ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে পুলকারের মধ‍্যে CCTV , GPS-কে বাধ‍্যতামূলক করতে চাইছে রাজ‍্যের পরিবহন দপ্তর । এক্ষেত্রে প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে পুলকার সংগঠনের প্রতিনিধিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.