ETV Bharat / state

শান্তির বার্তা দিতে আগামীকাল সভা অভিষেকের - আগামীকাল সভা করবেন অভিষেক

রাজ্যে CAA, NRC নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । আর তার পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে অনেকেই । কোনও উস্কানিতে যাতে মানুষ কান না দেয় সেজন্য আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করতে চলেছেন অভিষেক । সভা থেকেই মানুষকে সচেতন করবেন তিনি । মেটিয়াবুরুজ়ের বটতলায় এই সভা হবে ।

abhishek banerjee
অভিষেক ব্যানার্জি
author img

By

Published : Dec 17, 2019, 10:46 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে । এই অভিযোগে আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকেই তিনি শান্তির বার্তা দেবেন ।

রাজ্যে CAA, NRC নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । আর তার পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে অনেকেই । কোনও উস্কানিতে যাতে মানুষ কান না দেয় সেজন্য আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করতে চলেছেন অভিষেক । সভা থেকেই মানুষকে সচেতন করবেন তিনি । মেটিয়াবুরুজ়ের বটতলায় এই সভা হবে ।

প্রসঙ্গত, CAA ও NRC-র প্রতিবাদে গতকাল থেকে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য রাখার সময় মোদির পোশাক নিয়ে মন্তব্যের বিরোধিতাও করেন তিনি । মমতা বলেন, "পোশাক দেখে কোনও সম্প্রদায়কে দোষারোপ করা যায় না ।"

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে । এই অভিযোগে আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকেই তিনি শান্তির বার্তা দেবেন ।

রাজ্যে CAA, NRC নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । আর তার পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে অনেকেই । কোনও উস্কানিতে যাতে মানুষ কান না দেয় সেজন্য আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করতে চলেছেন অভিষেক । সভা থেকেই মানুষকে সচেতন করবেন তিনি । মেটিয়াবুরুজ়ের বটতলায় এই সভা হবে ।

প্রসঙ্গত, CAA ও NRC-র প্রতিবাদে গতকাল থেকে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য রাখার সময় মোদির পোশাক নিয়ে মন্তব্যের বিরোধিতাও করেন তিনি । মমতা বলেন, "পোশাক দেখে কোনও সম্প্রদায়কে দোষারোপ করা যায় না ।"

Intro:কলকাতা, ১৭ ডিসেম্বর: CAA এবং NRC নিয়ে রাজ্যের সংখ্যালঘু সমাজকে ভুল বোঝানো হচ্ছে । এই আশঙ্কা করে আগামীকাল মেটিয়াবুরুজে সভা করবেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যে কোনও প্রকারের উস্কানি থেকে বিরত থাকার জন্য সভা করে বার্তা দেবেন তিনি।


Body:রাজ্যে চলা হিংসাত্মক ঘটনা নিয়ে সংখ্যালঘুদের একটা শ্রেণিকে অভিযোগ করছে বিভিন্ন মহল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের আঙুলও ছিল তাঁদের দিকে। তিনি বলেছিলেন "পোষাক দেখে বোঝা গেছে কারা এমন কাজ করেছে।" দেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি জবাব দেন। মমতা বলেন "পোষাক দেখে কোনও এক সম্প্রদায়কে দোষারোপ করা যায় না।" তবে কোনও অসাধু উদ্দেশ্যে সংখ্যালঘুদের উস্কানি দেওয়া হচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী কালই মেটিয়াবুরুজের বটতলায় বড় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ এই সভা থেকে সম্প্রীতির বার্তা দেবেন তিনি। পাশাপাশি জানিয়ে দেবেন যে কোনও ধরণের উস্কানি থেকে বিরত থাকতে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.