ETV Bharat / state

আদালতের নির্দেশের পরই বিজয়োল্লাস... 2 মে ফিরল নিজাম প্যালেসের বাইরে

ধর্নায় বসে থাকা তৃণমূল সমর্থকদের মধ্যে বাধভাঙা উচ্ছ্বাস ৷ আতসবাজি ফাটল ৷ শুধু শহর নয়, জেলাগুলিতেও একই ছবি ৷ এ যেন তৃণমূলে নৈতিক জয় ৷

author img

By

Published : May 17, 2021, 10:18 PM IST

TMC
ছবি

কলকাতা, 17 মে : ঘড়িতে তখন সন্ধে সাতটা ৷ খবর এল চার নেতাকেই অন্তবর্তীকালীন জামিনে মুক্তি দিয়েছে ব্যাঙ্কশাল কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ নিজাম প্যালেসের বাইরে নিমেষে পাল্টে গেল ছবিটা ৷ যাঁরা কিছুসময় আগেই ইটবৃষ্টি করছিলেন, তাঁরাই তখন উচ্ছাসে মেতে উঠেছেন ৷

সিবিআইয়ের মুখ পুড়ল ৷ কোনওরকম বিচার-বিবেচনা না করে হঠকারী সিদ্ধান্তের মাশুল দিতে হল সিবিআই আধিকারিকদের ৷ আর তৃণমূলের সংসারে আবারও খুশির জোয়ার ৷ যেন আরও একটা 2 মে ফিরে এসেছে বাংলায় ৷ আবারও একটা বিজয়োল্লাস ৷

কে বলবে বাংলায় এখন কার্যত লকডাউনের পরিস্থিতি ! নিজাম প্যালেসের সামনের রাস্তায় তখন উল্লাসে মাতোয়ারা তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ সকাল থেকে বসে ছিলেন তাঁরা সিবিআই দফতরের বাইরে রাস্তায় ৷ ঠায় 6 ঘণ্টা নিজাম প্যালেসের 15 তলায় বসে ছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

সকাল যখন ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন সিবিআই আধিকারিকরা, তখন থেকেই শুরু হয়েছিল ৷ তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের ৷ বেলা বাড়তে না বাড়তে ভিড় জমে নিজাম প্যালেসের বাইরেও ৷ দফায় দফায় উত্তেজনা ছড়ায় ৷ ধস্তাধস্তি, ইটবৃষ্টি কিছুই বাদ গেল না ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী ৷

রাজভবনের নর্থ গেটের বাইরেও ভিড় জমেছিল ৷ রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান ওঠে ৷

কিন্তু আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই খেলা ঘুরে গেল ৷ সকালে গ্রেফতার, সন্ধ্যায় জামিন ৷ ধর্নায় বসে থাকা তৃণমূল সমর্থকদের মধ্যে বাধভাঙা উচ্ছ্বাস ৷ আতসবাজি ফাটল ৷ শুধু শহর নয়, জেলাগুলিতেও একই ছবি ৷ তৃণমূল বিষয়টি তাঁদের নৈতিক জয় হিসেবে দেখছে ৷

আজ নিম্ন আদালতের এই নির্দেশে কার্যত চুনকালি পড়ল সিবিআইয়ের মুখে ৷ আর যে সিবিআই-বিজেপি আঁতাত এবং রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ তৃণমূল সকাল থেকে তুলে আসছে, তা যদি সত্যি হয়, তবে আবারও নেত্রী দুরমুশ করে দিলেন গেরুয়া শিবিরকে ৷

কলকাতা, 17 মে : ঘড়িতে তখন সন্ধে সাতটা ৷ খবর এল চার নেতাকেই অন্তবর্তীকালীন জামিনে মুক্তি দিয়েছে ব্যাঙ্কশাল কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ নিজাম প্যালেসের বাইরে নিমেষে পাল্টে গেল ছবিটা ৷ যাঁরা কিছুসময় আগেই ইটবৃষ্টি করছিলেন, তাঁরাই তখন উচ্ছাসে মেতে উঠেছেন ৷

সিবিআইয়ের মুখ পুড়ল ৷ কোনওরকম বিচার-বিবেচনা না করে হঠকারী সিদ্ধান্তের মাশুল দিতে হল সিবিআই আধিকারিকদের ৷ আর তৃণমূলের সংসারে আবারও খুশির জোয়ার ৷ যেন আরও একটা 2 মে ফিরে এসেছে বাংলায় ৷ আবারও একটা বিজয়োল্লাস ৷

কে বলবে বাংলায় এখন কার্যত লকডাউনের পরিস্থিতি ! নিজাম প্যালেসের সামনের রাস্তায় তখন উল্লাসে মাতোয়ারা তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ সকাল থেকে বসে ছিলেন তাঁরা সিবিআই দফতরের বাইরে রাস্তায় ৷ ঠায় 6 ঘণ্টা নিজাম প্যালেসের 15 তলায় বসে ছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

সকাল যখন ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন সিবিআই আধিকারিকরা, তখন থেকেই শুরু হয়েছিল ৷ তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের ৷ বেলা বাড়তে না বাড়তে ভিড় জমে নিজাম প্যালেসের বাইরেও ৷ দফায় দফায় উত্তেজনা ছড়ায় ৷ ধস্তাধস্তি, ইটবৃষ্টি কিছুই বাদ গেল না ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী ৷

রাজভবনের নর্থ গেটের বাইরেও ভিড় জমেছিল ৷ রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান ওঠে ৷

কিন্তু আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই খেলা ঘুরে গেল ৷ সকালে গ্রেফতার, সন্ধ্যায় জামিন ৷ ধর্নায় বসে থাকা তৃণমূল সমর্থকদের মধ্যে বাধভাঙা উচ্ছ্বাস ৷ আতসবাজি ফাটল ৷ শুধু শহর নয়, জেলাগুলিতেও একই ছবি ৷ তৃণমূল বিষয়টি তাঁদের নৈতিক জয় হিসেবে দেখছে ৷

আজ নিম্ন আদালতের এই নির্দেশে কার্যত চুনকালি পড়ল সিবিআইয়ের মুখে ৷ আর যে সিবিআই-বিজেপি আঁতাত এবং রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ তৃণমূল সকাল থেকে তুলে আসছে, তা যদি সত্যি হয়, তবে আবারও নেত্রী দুরমুশ করে দিলেন গেরুয়া শিবিরকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.