ETV Bharat / state

নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

আজ সন্ধে সাড়ে 7 টা নাগাদ নিমতায় স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাইকে চড়ে 2 দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি করে পালিয়ে যায় । তাঁর কপালে গুলি লাগে ।

স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু
author img

By

Published : Jun 4, 2019, 9:22 PM IST

Updated : Jun 4, 2019, 11:57 PM IST

নিমতা, 4 জুন : নিমতায় গুলি করে খুন করা হল স্থানীয় তৃণমূল নেতাকে । মৃতের নাম নির্মল কুণ্ডু । তিনি নিমতার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন ।

আজ সন্ধে সাড়ে 7 টা নাগাদ নির্মল কুণ্ডু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাইকে চড়ে 2 দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় । তাঁর কপালে গুলি লাগে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁকে তড়িঘড়ি কামারহাটিতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

নিমতা, 4 জুন : নিমতায় গুলি করে খুন করা হল স্থানীয় তৃণমূল নেতাকে । মৃতের নাম নির্মল কুণ্ডু । তিনি নিমতার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন ।

আজ সন্ধে সাড়ে 7 টা নাগাদ নির্মল কুণ্ডু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাইকে চড়ে 2 দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় । তাঁর কপালে গুলি লাগে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁকে তড়িঘড়ি কামারহাটিতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

Intro:

দমদম, ০৪ জুন: অর্জুনের পাল্টা দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাজার হাজার পোস্ট কার্ড পাঠানো শুরু হল দমদম থেকে। পোস্টকার্ডে লেখা জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পাতিপুকুর কাউন্সিলর গৌতম হালদার দশ হাজার পোস্টকার্ড নরেন্দ্র মোদির দিল্লীর বাসভবনের উদ্দেশ্যে পোস্ট কার্ড পাঠানো শুরু করলেন।

Body:অর্জুনকে পাল্টা দিতে এখন ময়দানে গোটা তৃণমূল। তৃণমূলের তরফে কখনো অর্জুন সিং, বাবুল সুপ্রিয় দের নাম্বার হোয়াটসএপ এবং ফেসবুক গ্রুপে ছড়িয়ে বলা হচ্ছে তাদের জয় হিন্দ জয় বাংলা লিখে পাঠাতে। এবার অর্জুন সিং কিংবা বাবুল সুপ্রিয় নয় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে উদ্দেশ্য করে দমদম থেকে চিঠি পাঠানো পোস্ট কার্ড পাঠানো শুরু হল। একদিকে দক্ষিন দমদম পুরসভার কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে কলকাতা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার মঙ্গলবার থেকে১০ হাজার পোস্টকার্ড প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পাঠাতে শুরু করলেন। পোস্টকার্ডে লেখা জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা।

Conclusion:কেন এই কর্মসূচী? দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, " জয় শ্রী রাম বলে মমতা ব্যানার্জীর কনভয়ের উপর ঝাপিয়ে পড়া বিজেপির ঠিক হয়নি। কিন্তু আমরা অর্জুন সিং, বাবুল সুপ্রিয়দের নয় সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বাড়িতেই এই চিঠি পাঠাচ্ছি"। অন্যদিকে গৌতম হালদার বলেন, "রাস্তাঘাটে জয় শ্রীরাম বলা বাংলার কৃষ্টি সংস্কৃতি নয়। জয় শ্রীরাম বলায় আমাদের কারো আপত্তি নেই। মন্দিরে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াই যায়। এটা বোঝাতেই আমরা প্রধানমন্ত্রী কে দশ হাজার চিঠি পাঠাচ্ছি"।
Last Updated : Jun 4, 2019, 11:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.