ETV Bharat / state

Resolution against Division of Bengal: রাজ্যভাগ বিরোধী প্রস্তাব শাসকদলের, সোমে দলীয় বিধায়কদের বিধানসভায় হাজির থাকার নির্দেশ তৃণমূলের - রাজ্যভাগ বিরোধী প্রস্তাব শাসকদলের

বিধানসভায় রাজ্যভাগ বিরোধী প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস (Division of Bengal issue) ৷ সোমবার এই প্রস্তাব আনা হবে ৷

ETV Bharat
রাজ্য বিধানসভা
author img

By

Published : Feb 19, 2023, 9:54 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বাংলাভাগের দাবিতে তাদের কোনও সমর্থন নেই, এই অবস্থান থেকেই এই প্রস্তাব আনছে তৃণমূল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাও এর আগে একাধিকবার জানিয়েছেন, তিনি কোনওভাবেই রাজ্যভাগের দাবি মানবেন না (Resolution against Bengal Division)৷

যতদূর জানা গিয়েছে, 185 নম্বর ধারায় বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আসছে তৃণমূল । গুরুত্বপূর্ণ এই প্রস্তাব পেশের সময় শাসকদলের তরফ থেকে সমস্ত দলীয় বিধায়ককে এদিন বিধানসভায় (WB Assembly) উপস্থিত থাকতে বলা হয়েছে । শাসকদলের এই কৌশলের পিছনে উদ্দেশ্য মূলত একটাই, রাজ্যের মানুষের কাছে তারা তুলে ধরতে চায়, উত্তর হোক বা দক্ষিণ বঙ্গবিভাজন রোখার প্রশ্নে একজোট তৃণমূল (Resolution against division of Bengal in Assembly)।

প্রসঙ্গত দার্জিলিং-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সম্প্রতি রাজ্যভাগের দাবি উঠছে ৷ পৃথক গোর্খাল্যান্ডের পাশাপাশি রয়েছে আলাদা কোচবিহার রাজ্য গঠনের দাবি ৷ দলীয়ভাবে না-হলেও উত্তরবঙ্গের অনুন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যভাগের কথা শোনা গিয়েছে বহু বিজেপি বিধায়ক, সাংসদ, নেতাদের মুখে ৷ বিষয়টিকে রাজ্যভাগের দাবিতে পদ্ম শিবিরের ইন্ধন হিসেবেই দেখছে তৃণমূল ৷ এমনকি বিজেপি'র কোনও কোনও বিধায়ক তো সরাসরি আলাদা রাজ্যের দাবিতে বিধানসভার ভিতরে এবং বাইরে সরব হয়েছেন ।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের মুখে সরাসরি রাজ্য ভাগের কথা শোনা না-গেলেও উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে তাঁদের । এই অবস্থায় বিজেপি'র রাজ্য নেতৃত্ব বারংবার বিজেপি নেতাদের এই রাজ্যভাগের দাবিকে ব্যক্তিগত চাওয়া বলে আখ্যা দিয়েছে ।

আরও পড়ুন: জনগণের টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর সভা কেন ? প্রশ্ন তুললেন শুভেন্দু

তবে তৃণমূল তরফ থেকে বিরোধীদের এই অবস্থানকে ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে । প্রসঙ্গত, সোমবার বিধানসভায় এই বাংলা ভাগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে । একদিকে যেমন এই আলোচনাকে সামনে রেখে রাজ্যের শাসক দল নিজেদের অবস্থান রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে । তেমনই, যে পক্ষ এতদিন বিধানসভার বাইরে রাজ্য ভাগের দাবিতে সরব হয়েছেন, তাদের বক্তব্যও বিধানসভার কার্যপ্রণালীতে নথিভুক্ত হবে ৷ ফলে ভবিষ্যতের জন্য রাজ্যভাগ ইস্যুতে সোমবারের বিধানসভা অধিবেশন গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বাংলাভাগের দাবিতে তাদের কোনও সমর্থন নেই, এই অবস্থান থেকেই এই প্রস্তাব আনছে তৃণমূল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাও এর আগে একাধিকবার জানিয়েছেন, তিনি কোনওভাবেই রাজ্যভাগের দাবি মানবেন না (Resolution against Bengal Division)৷

যতদূর জানা গিয়েছে, 185 নম্বর ধারায় বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আসছে তৃণমূল । গুরুত্বপূর্ণ এই প্রস্তাব পেশের সময় শাসকদলের তরফ থেকে সমস্ত দলীয় বিধায়ককে এদিন বিধানসভায় (WB Assembly) উপস্থিত থাকতে বলা হয়েছে । শাসকদলের এই কৌশলের পিছনে উদ্দেশ্য মূলত একটাই, রাজ্যের মানুষের কাছে তারা তুলে ধরতে চায়, উত্তর হোক বা দক্ষিণ বঙ্গবিভাজন রোখার প্রশ্নে একজোট তৃণমূল (Resolution against division of Bengal in Assembly)।

প্রসঙ্গত দার্জিলিং-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সম্প্রতি রাজ্যভাগের দাবি উঠছে ৷ পৃথক গোর্খাল্যান্ডের পাশাপাশি রয়েছে আলাদা কোচবিহার রাজ্য গঠনের দাবি ৷ দলীয়ভাবে না-হলেও উত্তরবঙ্গের অনুন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যভাগের কথা শোনা গিয়েছে বহু বিজেপি বিধায়ক, সাংসদ, নেতাদের মুখে ৷ বিষয়টিকে রাজ্যভাগের দাবিতে পদ্ম শিবিরের ইন্ধন হিসেবেই দেখছে তৃণমূল ৷ এমনকি বিজেপি'র কোনও কোনও বিধায়ক তো সরাসরি আলাদা রাজ্যের দাবিতে বিধানসভার ভিতরে এবং বাইরে সরব হয়েছেন ।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের মুখে সরাসরি রাজ্য ভাগের কথা শোনা না-গেলেও উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে তাঁদের । এই অবস্থায় বিজেপি'র রাজ্য নেতৃত্ব বারংবার বিজেপি নেতাদের এই রাজ্যভাগের দাবিকে ব্যক্তিগত চাওয়া বলে আখ্যা দিয়েছে ।

আরও পড়ুন: জনগণের টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর সভা কেন ? প্রশ্ন তুললেন শুভেন্দু

তবে তৃণমূল তরফ থেকে বিরোধীদের এই অবস্থানকে ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে । প্রসঙ্গত, সোমবার বিধানসভায় এই বাংলা ভাগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে । একদিকে যেমন এই আলোচনাকে সামনে রেখে রাজ্যের শাসক দল নিজেদের অবস্থান রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে । তেমনই, যে পক্ষ এতদিন বিধানসভার বাইরে রাজ্য ভাগের দাবিতে সরব হয়েছেন, তাদের বক্তব্যও বিধানসভার কার্যপ্রণালীতে নথিভুক্ত হবে ৷ ফলে ভবিষ্যতের জন্য রাজ্যভাগ ইস্যুতে সোমবারের বিধানসভা অধিবেশন গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.