ETV Bharat / state

21 July Shahid Diwas: তৃণমূলের একুশে জনপ্লাবন ধর্মতলায়, ভিক্টোরিয়া-চিড়িয়াখানায় ধরা পড়ল আনন্দের নানা কোলাজ - কলকাতায় তৃণমূলের কর্মী সমর্থকরা

শহিদ দিবস উপলক্ষে কলকাতায় এসে শুক্পবার ছুটির মেজাজে ধরা দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ চলল পিকনিক, ঘুরে ঘুরে শহর তেখার পর্ব ৷

ETV Bharat
তৃণমূল সমর্থকরা ছুটির মেজাজে
author img

By

Published : Jul 21, 2023, 11:08 PM IST

তৃণমূল সমর্থকদের একুশের দিন যাপন

কলকাতা, 21 জুলাই: একদিকে মঞ্চে চলছে সমাবেশ, ভাষণ দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, ধর্মতলা সংলগ্ন কোনও এক প্রান্তে চলছে মাংস কষা। সেখানে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা পিকনিক মুডে ৷ কেউ আবার সভা শুরুর আগে বা পরে ঘুরে নিচ্ছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতো কলকাতার দর্শনীয় স্থান ৷ তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিন, শুক্রবার দিনভর এরকমই বিভিন্ন দৃশ্যের কোলাজ ধরা পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে ৷

21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ ৷ রাজ্যের শাসক দলের এই মেগা ইভেনন্ট উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন কলকাতায় ৷ শুক্রবার ধর্মতলায় সমাবেশে যোগ দেওয়ার ফাঁকে তাঁদেরই একাংশ ঘুরে দেখলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানার মতো শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ৷ অনেকেই জানালেন, শহিদ সমাবেশে যোগ দিতে তাঁরা প্রতিবছরই আসেন কলকাতায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার আগে বা পড়ে সুযোগ মতো তাঁরা ঘুরে নেন শহরের নানা পর্যটনস্থল ৷

আরও পড়ুন: ভাঁড় হাতে নদিয়া থেকে লক্ষ্মী এলেন কলকাতায়

দলের এই মেগা কর্মসূচি উপলক্ষে এদিন সকাল সকাল বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ট্রেন, বাসে চেপে উপস্থিত হয়েছিলেন ধর্মতলা চত্বরে । সকালে কেউ খেয়েছেন মুড়ি, কেউ বা আবার লুচি । অনেকেই আবার সঙ্গে করে এনেছিলেন মাংস, ভাত । বেলা বাড়তেই কেউ কেউ আবার ময়দান চত্বরেই শুরু করে দেন রান্না !

আরও পড়ুন: 21 জুলাইয়ে সমাবেশ স্থল যেন মিনি মেলা, দেদার বিকলো 'খেলা হবে' গেঞ্জি

ময়দানে রান্নাবান্নার পরে বহু মানুষ এদিন ভিড় জমান ভিক্টরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানার মতো জায়গায় । এসবের ফাঁকেই কেউ সমাবেশস্থলে গিয়ে, কেউ বা দূরে বসানো মাইকে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের বক্তৃতা ৷ l তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে লোকজন আসেন কলকাতায় ৷ বছরের বাকি দিনগুলিতে তাঁদের অনেকের কাছেই এই সুযোগ থাকে অধরা ৷ আর তাই 21 জুলাইকেই তাঁরা বেছে নেন তিলত্তমা কলকাতাকে ঘুরে দেখতে ৷

তৃণমূল সমর্থকদের একুশের দিন যাপন

কলকাতা, 21 জুলাই: একদিকে মঞ্চে চলছে সমাবেশ, ভাষণ দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, ধর্মতলা সংলগ্ন কোনও এক প্রান্তে চলছে মাংস কষা। সেখানে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা পিকনিক মুডে ৷ কেউ আবার সভা শুরুর আগে বা পরে ঘুরে নিচ্ছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতো কলকাতার দর্শনীয় স্থান ৷ তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিন, শুক্রবার দিনভর এরকমই বিভিন্ন দৃশ্যের কোলাজ ধরা পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে ৷

21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ ৷ রাজ্যের শাসক দলের এই মেগা ইভেনন্ট উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন কলকাতায় ৷ শুক্রবার ধর্মতলায় সমাবেশে যোগ দেওয়ার ফাঁকে তাঁদেরই একাংশ ঘুরে দেখলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানার মতো শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ৷ অনেকেই জানালেন, শহিদ সমাবেশে যোগ দিতে তাঁরা প্রতিবছরই আসেন কলকাতায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার আগে বা পড়ে সুযোগ মতো তাঁরা ঘুরে নেন শহরের নানা পর্যটনস্থল ৷

আরও পড়ুন: ভাঁড় হাতে নদিয়া থেকে লক্ষ্মী এলেন কলকাতায়

দলের এই মেগা কর্মসূচি উপলক্ষে এদিন সকাল সকাল বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ট্রেন, বাসে চেপে উপস্থিত হয়েছিলেন ধর্মতলা চত্বরে । সকালে কেউ খেয়েছেন মুড়ি, কেউ বা আবার লুচি । অনেকেই আবার সঙ্গে করে এনেছিলেন মাংস, ভাত । বেলা বাড়তেই কেউ কেউ আবার ময়দান চত্বরেই শুরু করে দেন রান্না !

আরও পড়ুন: 21 জুলাইয়ে সমাবেশ স্থল যেন মিনি মেলা, দেদার বিকলো 'খেলা হবে' গেঞ্জি

ময়দানে রান্নাবান্নার পরে বহু মানুষ এদিন ভিড় জমান ভিক্টরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানার মতো জায়গায় । এসবের ফাঁকেই কেউ সমাবেশস্থলে গিয়ে, কেউ বা দূরে বসানো মাইকে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের বক্তৃতা ৷ l তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে লোকজন আসেন কলকাতায় ৷ বছরের বাকি দিনগুলিতে তাঁদের অনেকের কাছেই এই সুযোগ থাকে অধরা ৷ আর তাই 21 জুলাইকেই তাঁরা বেছে নেন তিলত্তমা কলকাতাকে ঘুরে দেখতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.