কলকাতা, 22 অক্টোবর: মহুয়া ইস্যুতে তৃণমূলের অবস্থান ঠিক কী তা খোলসা করলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ এরপরও অবশ্য প্রশ্ন থাকছেই ৷ মহুয়া মৈত্রের ক্ষেত্রে দল খানিক দূরত্ব বজায় রাখতে চাইছে বলে একদিন আগে জানিয়েছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ যদিও সেই অবস্থান থেকে রবিবার কিছুটা সরে এল দল ৷ এদিন ডেরেক জানান, দল গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছে ৷ সংসদীয় কমিটির সিদ্ধান্ত দেখে দল মহুয়ার বিষয়ে চূড়ান্ত নির্ণয় নেবে ৷
কৃষ্ণনগর কেন্দ্র থেকে দলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের 'ক্যাশ ফর কোয়েরি কেলেঙ্কারি' নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকে দল নিজেদের সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিতে চাইছে বলে ইঙ্গিত দিয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব মহুয়া বিতর্কে কোনও দায় নিতে ইচ্ছুক নয় ৷ কুণাল বলেছিলেন, “এ বিষয়ে দলের কোনও বক্তব্য নেই। দল এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেবে না ৷” বিতর্কের শুরু থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে সতর্ক হয়ে চলতে চায় ৷
তবে 24 ঘণ্টা কাটতে না-কাটতেই সুর বদল করল তৃণমূল নেতৃত্ব ৷ এদিন দলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক বলেন, "আমরা সংবাদমাধ্যমের যাবতীয় প্রতিবেদন পর্যবেক্ষণ করেছি। দলীয় নেতৃত্ব সংশ্লিষ্ট সাংসদকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছে। তিনি ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্টও করেছেন ৷"
-
VIDEO | “We have observed reports in the media. The member concerned has been advised by the party leadership to clarify her position regarding the allegations levelled against her. She has already done that. However, since the matter has to do with an elected MP, her rights and… pic.twitter.com/Xq7EQbgAiH
— Press Trust of India (@PTI_News) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | “We have observed reports in the media. The member concerned has been advised by the party leadership to clarify her position regarding the allegations levelled against her. She has already done that. However, since the matter has to do with an elected MP, her rights and… pic.twitter.com/Xq7EQbgAiH
— Press Trust of India (@PTI_News) October 22, 2023VIDEO | “We have observed reports in the media. The member concerned has been advised by the party leadership to clarify her position regarding the allegations levelled against her. She has already done that. However, since the matter has to do with an elected MP, her rights and… pic.twitter.com/Xq7EQbgAiH
— Press Trust of India (@PTI_News) October 22, 2023
এর সঙ্গেই ডেরেক বলেন, "যেহেতু বিষয়টি একজন নির্বাচিত সংসদ সদস্যের অধিকার এবং সুযোগ-সুবিধার সঙ্গে জড়িত, তাই বিষয়টি সংসদের সঠিক ফোরাম দ্বারা তদন্ত করা হোক ৷ এর পরেই দলীয় নেতৃত্ব উপযুক্ত সিদ্ধান্ত নেবে ৷" তবে ডেরেকের কথার শেষ অংশ থেকে অন্তত এটা সাফ হয়ে গিয়েছে, মহুয়া মৈত্রের কাছে স্পষ্ট ইঙ্গিত তাঁকে লড়াই করতেই হবে। এটা তাঁর নিজের যুদ্ধ। রাজনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন, মহুয়াকে তাঁর নিজের দলের মধ্যেও লড়াই করতে হচ্ছে ৷
এর আগে, মহুয়া নিজেই জানিয়েছিলেন, 'ক্যাশ ফর কোয়েরি কেলেঙ্কারি' ইস্যুতে তিনি সংসদের এথিক্স কমিটি বা সিবিআইয়ের যে কোনও ধরনের প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত। পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার শিক্ষক নিয়োগ, পৌরসভার চাকরি, কয়লা পাচারের মতো একাধিক কেলেঙ্কারিতে জর্জরিত। এর মাঝেই 'ক্যাশ ফর কোয়েরি' ইস্যু নিয়ে বিতর্ক নেতৃত্বের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল। আর সে কারণেই একেবারে মহুয়ার পাশ থেকে সরে না দাঁড়ালেও অন্তত এই ইস্যুতে দল যে খুব একটা তাঁর হয়ে ঝাপিয়ে পড়তেও ইচ্ছুক নয়, তা ডেরেকের এদিনের বক্তব্য থেকে স্পষ্ট ৷
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, ষষ্ঠীর সন্ধ্যায় বারাসতে এসে বললেন রাজ্যপাল
উল্লেখ্য, অভিযোগ উঠেছে ব্যবসায়ী দর্শন হিরনন্দানির থেকে ঘুষ এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র ৷ যা নিয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষ এবং সিবিআই-কে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এরপরই মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তভার লোকসভার এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন স্পিকার ৷