ETV Bharat / state

Saugata Roy Slams Suvendu: বিরোধী নেতাদের আক্রমণ করতে গিয়ে বরানগরের জনসভায় ফের 'বেফাঁস' সৌগত - বালাসোরের এই ট্রেন দুর্ঘটনার পিছনে তৃণমূল

তিনি বিতর্কিত মন্তব্যের জন্য রাজনীতিতে বিখ্য়াত ৷ মঙ্গলবার একটি জনসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় বিরোধী দলের নেতাদের লাগামহীন ভাষায় তুলোধনা করলেন ৷ বাদ যাননি অধীর চৌধুরী ৷

ETV Bharat
সৌগত রায়
author img

By

Published : Jun 8, 2023, 3:07 PM IST

Updated : Jun 8, 2023, 3:41 PM IST

একটি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন সৌগত রায়

কলকাতা, 8 জুন: ফের বেফাঁস মন্তব্য করলেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করলেন প্রবীণ নেতা ৷ বুধবার বরানগর টবিন রোডে একটি জনসভায় তিনি মঞ্চে দাঁড়িয়ে বিরোধী নেতাদের উদ্দেশ্যে লাগামহীন মন্তব্য করেন বলে অভিযোগ ৷

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেন সাংসদ সৌগত রায় ৷ তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি এই ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চায় ৷ তাই শুভেন্দু অধিকারী বলেছেন, বালাসোরের এই ট্রেন দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে ৷

এ প্রসঙ্গে সৌগত বলেন, "আমার যদি বয়স কম থাকত, তাহলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম ৷ তাঁর কি মাথা পাগল হয়ে গিয়েছে ? কোথায় বালাসোর, রাজ্যের বাইরে ৷ তৃণমূল কি ওখানে গিয়ে অন্তর্ঘাত করবে ?" সৌগত রায়ের দাবি, দিল্লির নির্দেশেই এই কাজ করা হয়েছে ৷ বিজেপি নির্দেশ দিয়েছে এমন কিছু করতে, যাতে বিজেপির উপরে দোষ না পড়ে ৷ তিনি জানান, শুভেন্দু অধিকারীকে তৃণমূলে রাখার চেষ্টা করেছিলেন তিনি ৷ এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তিনিই দূর করে দিয়েছিলেন ৷ তবে শুভেন্দু অধিকারী আগেই বিজেপির টাকা নিয়ে নিয়েছিল ৷ তাই তাঁকে আটকাতে পারা যায়নি ৷

আরও পড়ুন: বিচারব্যবস্থা ও সরকারের সমন্বয় ব্যাহত হচ্ছে ! সৌগতর উদ্বেগে সায় বিমানের

সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে সৌগত রায় জানান, তিনি বোটানির অধ্যাপক ৷ গাছ-গাছালির ডাক্তার ছিলেন ৷ তিনি প্রচার করেছেন, তৃণমূলের লোকেরা 2 হাজার টাকার নোট দিচ্ছে ৷ এ প্রসঙ্গে তিনি বিজেপির রাজ্য সভাপতিকে 'উজবুক' বলে সম্বোধন করে জানান, তিনি কি জানেন না, এখনও 2 হাজার টাকার নোট এখনও বাতিল হয়নি ৷ এখনও লিগ্যাল টেন্ডার ৷ সৌগত বলেন, "কোথা থেকে দিয়েছি, তোমার বাবার কি ? আমরা ক্ষমতায় আছি, আমরা চাইলে লোক দেবে ৷" অধ্যাপক সৌগত রায় মনে করিয়ে দেন, বাংলায় প্রবাদ আছে- ভাত দেওয়ার ভাতার নয়, কিল মারার গোঁসাই ৷ বিজেপির সম্পর্কে তিনি জানান, কিল মারার গোঁসাই ।

কংগ্রেসও বাদ যায়নি সৌগত রায়ের আক্রমণ থেকে ৷ তিনি জানান, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে ৷ গতবার লোকসভায় দু'টি আসন ছিল ৷ বিধানসভায় একটিও আসন নেই ৷ অধীর প্রসঙ্গে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ করে বলছি, অধীর চৌধুরীকে পরের বার বহরমপুর থেকে জিততে হলে হয় তৃণমূলে যোগদান করতে হবে ৷ নয়তো রাজনীতি ছেড়ে দিতে হবে ৷ কারও বাপের ক্ষমতা নেই অধীরকে বহরমপুর থেকে জিতিয়ে দেবে ৷"

আরও পড়ুন: গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে সরকারের পক্ষে জানা সম্ভব নয়, সাফাই সৌগতর

একটি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন সৌগত রায়

কলকাতা, 8 জুন: ফের বেফাঁস মন্তব্য করলেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করলেন প্রবীণ নেতা ৷ বুধবার বরানগর টবিন রোডে একটি জনসভায় তিনি মঞ্চে দাঁড়িয়ে বিরোধী নেতাদের উদ্দেশ্যে লাগামহীন মন্তব্য করেন বলে অভিযোগ ৷

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেন সাংসদ সৌগত রায় ৷ তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি এই ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চায় ৷ তাই শুভেন্দু অধিকারী বলেছেন, বালাসোরের এই ট্রেন দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে ৷

এ প্রসঙ্গে সৌগত বলেন, "আমার যদি বয়স কম থাকত, তাহলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম ৷ তাঁর কি মাথা পাগল হয়ে গিয়েছে ? কোথায় বালাসোর, রাজ্যের বাইরে ৷ তৃণমূল কি ওখানে গিয়ে অন্তর্ঘাত করবে ?" সৌগত রায়ের দাবি, দিল্লির নির্দেশেই এই কাজ করা হয়েছে ৷ বিজেপি নির্দেশ দিয়েছে এমন কিছু করতে, যাতে বিজেপির উপরে দোষ না পড়ে ৷ তিনি জানান, শুভেন্দু অধিকারীকে তৃণমূলে রাখার চেষ্টা করেছিলেন তিনি ৷ এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তিনিই দূর করে দিয়েছিলেন ৷ তবে শুভেন্দু অধিকারী আগেই বিজেপির টাকা নিয়ে নিয়েছিল ৷ তাই তাঁকে আটকাতে পারা যায়নি ৷

আরও পড়ুন: বিচারব্যবস্থা ও সরকারের সমন্বয় ব্যাহত হচ্ছে ! সৌগতর উদ্বেগে সায় বিমানের

সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে সৌগত রায় জানান, তিনি বোটানির অধ্যাপক ৷ গাছ-গাছালির ডাক্তার ছিলেন ৷ তিনি প্রচার করেছেন, তৃণমূলের লোকেরা 2 হাজার টাকার নোট দিচ্ছে ৷ এ প্রসঙ্গে তিনি বিজেপির রাজ্য সভাপতিকে 'উজবুক' বলে সম্বোধন করে জানান, তিনি কি জানেন না, এখনও 2 হাজার টাকার নোট এখনও বাতিল হয়নি ৷ এখনও লিগ্যাল টেন্ডার ৷ সৌগত বলেন, "কোথা থেকে দিয়েছি, তোমার বাবার কি ? আমরা ক্ষমতায় আছি, আমরা চাইলে লোক দেবে ৷" অধ্যাপক সৌগত রায় মনে করিয়ে দেন, বাংলায় প্রবাদ আছে- ভাত দেওয়ার ভাতার নয়, কিল মারার গোঁসাই ৷ বিজেপির সম্পর্কে তিনি জানান, কিল মারার গোঁসাই ।

কংগ্রেসও বাদ যায়নি সৌগত রায়ের আক্রমণ থেকে ৷ তিনি জানান, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে ৷ গতবার লোকসভায় দু'টি আসন ছিল ৷ বিধানসভায় একটিও আসন নেই ৷ অধীর প্রসঙ্গে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ করে বলছি, অধীর চৌধুরীকে পরের বার বহরমপুর থেকে জিততে হলে হয় তৃণমূলে যোগদান করতে হবে ৷ নয়তো রাজনীতি ছেড়ে দিতে হবে ৷ কারও বাপের ক্ষমতা নেই অধীরকে বহরমপুর থেকে জিতিয়ে দেবে ৷"

আরও পড়ুন: গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে সরকারের পক্ষে জানা সম্ভব নয়, সাফাই সৌগতর

Last Updated : Jun 8, 2023, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.