কলকাতা, 6 মে: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে এবার তিনি খোঁচা দিলেন প্রধানমন্ত্রীকে ৷ তাঁর বক্তব্য, ‘‘কর্ণাটকে জয় বজরংবলি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে মৌনব্রত পালন করছেন ?’’
শনিবার দুপুরে টুইট করে এই প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ ওই টুইটে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য়ে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েই থেমে যাননি ৷ বরং আরও একটি প্রশ্ন করেছেন ৷ জানতে চেয়েছেন, ‘‘প্রধানমন্ত্রী কি শুধুমাত্র ভোটমুখী রাজ্য়গুলির জন্য, নাকি সব রাজ্যগুলির জন্য ?’’
-
Jai Bajrangbali in Karnataka, Hon’ble Modiji but Maun Vrat for Manipur?
— Mahua Moitra (@MahuaMoitra) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Prime Minister only for election going states or all states?
">Jai Bajrangbali in Karnataka, Hon’ble Modiji but Maun Vrat for Manipur?
— Mahua Moitra (@MahuaMoitra) May 6, 2023
Prime Minister only for election going states or all states?Jai Bajrangbali in Karnataka, Hon’ble Modiji but Maun Vrat for Manipur?
— Mahua Moitra (@MahuaMoitra) May 6, 2023
Prime Minister only for election going states or all states?
প্রসঙ্গত, গত বুধবার থেকে উত্তপ্ত মণিপুর ৷ উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে গত বুধবার থেকে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ওই রাজ্যের রাজ্যপালের তরফে পুলিশ ও প্রশাসনকে গোলমাল থামাতে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলা করতে নামানো হয়েছে সেনাও ৷ সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে মণিপুরের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী ৷
ফলে সেই বিষয়টিকেই সামনে রেখে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ৷ এই ইস্য়ুতে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এই নিয়ে টুইট করেছিলেন তিনি ৷ সেখানে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, এই পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয় ৷
সরাসরি না বললেও কর্ণাটকের নির্বাচনের প্রসঙ্গ তুলেছিলেন ৷ লিখেছিলেন, ‘‘রাজনীতি ও নির্বাচন অপেক্ষা করতে পারে ৷ কিন্তু মণিপুরকে আগে রক্ষা করতে হবে । তাই আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথমে মণিপুরের যত্ন নিতে, সেখানে শান্তি ফিরিয়ে আনতে অনুরোধ করছি ।’’ পাশাপাশি তিনি মণিপুরের বাসিন্দাদেরও শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷
এবার সেই প্রশ্নই সরাসরি তুললেন মহুয়া মৈত্র ৷ তবে তিনি শুধু নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে ৷ এই নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্য়ে কোনও প্রশ্ন করেননি ৷ যদিও অমিত শাহও কর্ণাটকে নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷
আরও পড়ুন: ধীরে ধীরে স্বাভাবিকের পথে মণিপুর, মোতায়েন আরও সেনা