ETV Bharat / state

Mahua Slams BJP: 24-এর ভোট আসছে বলে বিজেপি হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে, অভিযোগ মহুয়ার - তৃণমূল কংগ্রেস

বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের রাজনীতি করার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ শনিবার টুইট করে তিনি এই অভিযোগ করেন ৷

Mahua Slams BJP
Mahua Slams BJP
author img

By

Published : Apr 1, 2023, 12:37 PM IST

কলকাতা, 1 এপ্রিল: বিজেপি হিন্দুত্ব কার্ড ব্যবহার করে ভোটের ময়দানে ফায়দা তুলতে চাইছে, শনিবার এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র ৷ এই নিয়ে এদিন একটি টুইট করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ৷ ওই টুইটেই তিনি বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের রাজনীতি ফিরিয়ে আনার অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, 2024 এর লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপির এই রাজনীতি চলবে ৷

এদিন সকাল 8টা 59 মিনিটে টুইটারে এই বিষয়টি নিয়ে লেখেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তাঁর অভিযোগ, রামনবমী আসতেই বিজেপি আবার পুরোদমে ময়দানে নেমে পড়ে দাবি করছে যে ‘হিন্দুরা বিপদে রয়েছেন’ ৷ 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এটা চলবে ৷ সেই কারণে এখন পাকিস্তানের উপর আক্রমণ, বিদেশিরা ভারতে আক্রমণ করছে বলে হইচই কমিয়ে দেওয়া হয়েছে ৷ শুধু পুরোদমে হিন্দুত্ব কার্ড নিয়ে নেমে পড়েছে ৷

  • The “Hindus are in danger” narrative started full flow by @BJP as of Ramnavami. Will go on till 2024.

    Pak attack, Foreign forces targeting India bakwas running slow this time. Only fool-proof fallback is Hindu card.

    Jai Maa Kali. Buddhi de maa. Save my country.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ সেই দিন হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্ত পরিবেশ তৈরি হয় ৷ হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শুক্রবার এলাকার পরিস্থিতি থমথমে ছিল ৷ ব়্যাফ তো নামানোই হয় ৷ তার সঙ্গে রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তাকে পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব দেওয়া হয় ৷ গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে ৷

শুক্রবার দিনভর এই নিয়ে বাংলার রাজনীতি উত্তপ্ত ছিল ৷ গোটা ঘটনার দায় বিজেপি ও তৃণমূল একে অপরের উপর চাপিয়েছে ৷ জাতীয়স্তরেও বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন ৷ বলা যেতে পারে, দল ও দলনেত্রীর বিরুদ্ধে হওয়া সেই আক্রমণের পালটা জবাবই শনিবার দিয়েছেন জাতীয় রাজনীতির পরিসরে তৃণমূলের পরিচিত মুখ মহুয়া মৈত্র ৷

তাছাড়া ওই টুইটে তিনি শুধু বিজেপিকে আক্রমণই করেননি ৷ বরং কটাক্ষ করেছেন ৷ লিখেছেন, ‘‘জয় মা কালী ৷ বুদ্ধি দে মা ৷ আমার দেশকে বাঁচাও ৷’’ তবে শুধু টুইট করেই থেমে যাননি তৃণমূলের এই সাংসদ ৷ ওই পোস্টেই হাওড়ার ঘটনা নিয়ে একজন নেটিজেন তাঁকে প্রশ্ন করেন ৷ লেখেন, ‘‘আপনি হাওড়ায় কিছু দেখতে পাননি... ? দারুণ ৷’’ মহুয়া তার উত্তরে লেখেন, ‘‘হ্যাঁ, আমি দেখেছি বিজেপির গুন্ডারা বন্দুক নিয়ে রামের নামে উস্কানি দিচ্ছিল ৷’’

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ তৃণমূলের একাধিক নেতা দু’টি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে রামনবমীর শোভাযাত্রায় বন্দুক নিয়ে দুই যুবককে নাচতে দেখা গিয়েছে ৷ সেই ভিডিয়ো দু’টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মহুয়া মৈত্রও ৷

আরও পড়ুন: অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন

কলকাতা, 1 এপ্রিল: বিজেপি হিন্দুত্ব কার্ড ব্যবহার করে ভোটের ময়দানে ফায়দা তুলতে চাইছে, শনিবার এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র ৷ এই নিয়ে এদিন একটি টুইট করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ৷ ওই টুইটেই তিনি বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের রাজনীতি ফিরিয়ে আনার অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, 2024 এর লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপির এই রাজনীতি চলবে ৷

এদিন সকাল 8টা 59 মিনিটে টুইটারে এই বিষয়টি নিয়ে লেখেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তাঁর অভিযোগ, রামনবমী আসতেই বিজেপি আবার পুরোদমে ময়দানে নেমে পড়ে দাবি করছে যে ‘হিন্দুরা বিপদে রয়েছেন’ ৷ 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এটা চলবে ৷ সেই কারণে এখন পাকিস্তানের উপর আক্রমণ, বিদেশিরা ভারতে আক্রমণ করছে বলে হইচই কমিয়ে দেওয়া হয়েছে ৷ শুধু পুরোদমে হিন্দুত্ব কার্ড নিয়ে নেমে পড়েছে ৷

  • The “Hindus are in danger” narrative started full flow by @BJP as of Ramnavami. Will go on till 2024.

    Pak attack, Foreign forces targeting India bakwas running slow this time. Only fool-proof fallback is Hindu card.

    Jai Maa Kali. Buddhi de maa. Save my country.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ সেই দিন হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্ত পরিবেশ তৈরি হয় ৷ হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শুক্রবার এলাকার পরিস্থিতি থমথমে ছিল ৷ ব়্যাফ তো নামানোই হয় ৷ তার সঙ্গে রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তাকে পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব দেওয়া হয় ৷ গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে ৷

শুক্রবার দিনভর এই নিয়ে বাংলার রাজনীতি উত্তপ্ত ছিল ৷ গোটা ঘটনার দায় বিজেপি ও তৃণমূল একে অপরের উপর চাপিয়েছে ৷ জাতীয়স্তরেও বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন ৷ বলা যেতে পারে, দল ও দলনেত্রীর বিরুদ্ধে হওয়া সেই আক্রমণের পালটা জবাবই শনিবার দিয়েছেন জাতীয় রাজনীতির পরিসরে তৃণমূলের পরিচিত মুখ মহুয়া মৈত্র ৷

তাছাড়া ওই টুইটে তিনি শুধু বিজেপিকে আক্রমণই করেননি ৷ বরং কটাক্ষ করেছেন ৷ লিখেছেন, ‘‘জয় মা কালী ৷ বুদ্ধি দে মা ৷ আমার দেশকে বাঁচাও ৷’’ তবে শুধু টুইট করেই থেমে যাননি তৃণমূলের এই সাংসদ ৷ ওই পোস্টেই হাওড়ার ঘটনা নিয়ে একজন নেটিজেন তাঁকে প্রশ্ন করেন ৷ লেখেন, ‘‘আপনি হাওড়ায় কিছু দেখতে পাননি... ? দারুণ ৷’’ মহুয়া তার উত্তরে লেখেন, ‘‘হ্যাঁ, আমি দেখেছি বিজেপির গুন্ডারা বন্দুক নিয়ে রামের নামে উস্কানি দিচ্ছিল ৷’’

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ তৃণমূলের একাধিক নেতা দু’টি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে রামনবমীর শোভাযাত্রায় বন্দুক নিয়ে দুই যুবককে নাচতে দেখা গিয়েছে ৷ সেই ভিডিয়ো দু’টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মহুয়া মৈত্রও ৷

আরও পড়ুন: অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.