ETV Bharat / state

Abhishek Banerjee Slams Giriraj Singh: কলকাতায় ফিরেই গিরিরাজের দাবি ওড়ালেন অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 9:04 PM IST

Updated : Oct 4, 2023, 11:06 PM IST

দুই দিনের দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দাবি ওড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবারের কর্মসূচি নিয়ে এদিনই মুখ খোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 4 অক্টোবর: বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের দাবি খারিজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সঙ্গে কোন পথে বৃহস্পতিবার রাজভবন অভিযান হবে তাও জানালেন তিনি ৷

দু’দিনের দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দাবি ওড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবারের কর্মসূচি নিয়ে এদিনই মুখ খোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "চুরি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলুমবাজি চলছে।"

তিনি আরও বলেন, "দিল্লিতে যেভাবে কৃষি মন্ত্রকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনকে রাত সাড়ে আটটা অবধি দফতরে অপেক্ষা করানো হয়। কোনও সাংসদ বা মন্ত্রী দেখা করতে আসেননি। 500 লোক নিয়ে যেখানে-সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে মমতা-রাজে অরাজকতা হচ্ছে।" একই সঙ্গে, পশ্চিমবঙ্গকে দুই লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

শুধু এমজিএনআরইজিএ-তেই 54 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, "পশ্চিমবঙ্গ দুর্নীতির আখাড়া হয়ে উঠেছে। এই লুঠ লুকোতেই অরাজকতা করছে। ওই চুরিকে ঢাকতেই এইসব করা হচ্ছে।" এদিন বিমানবন্দরে নামতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে পালটা প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে অভিষেক বলেন, "আমরা ছ'টায় পৌঁছেছি কৃষিভবনে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর, আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র দু'জনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তখন নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তারা এসে বললেন এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন।"

অভিষেকের দাবি, "উনি যদি অপেক্ষাই করেছেন, আমরা তো অপেক্ষা করার সময়ে চারটের সময় ফেসবুক লাইভ করেছি ৷" এখানেই শেষ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তুলেছেন, যে 20 লক্ষ মানুষ 100 দিনের কাজ করেছেন, এই কাজ করার কথা কি অস্বীকার করতে পারেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ? কেন তাদের টাকা দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর কথায়, "এখন তারা বলছেন দুর্নীতির কথা। যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে রাজ্যে কেন একটিও অভিযোগ পুলিশে এতদিন করা হল না!"

এদিন বিমানবন্দরে নেমে বৃহস্পতিবার রাজভবন অভিযান নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "দিল্লিতে আমরা সাধারণ মানুষের দাবি সম্বলিত চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর দফতরে পৌঁছে দিতে গিয়েছিলাম। সেখানে কী হয়েছে আপনারা সবই দেখেছেন। এখানে এক একটা চিঠি এক একজনের পরিশ্রমের প্রমাণ।" অভিষেকের কথায়, "রাজ্যপাল হলেন কেন্দ্রের প্রতিনিধি। আগামিকাল তাঁর কাছে এই চিঠিগুলো আমরা পৌঁছে দেব। তিনি অন্তত বাংলার মানুষের হয়ে কেন্দ্রের কাছে জানতে চান এই 20 লক্ষ মানুষের টাকা কেন কেন্দ্রীয় সরকার গত দু'বছর ধরে দিচ্ছে না।"

আরও পড়ুন: ইডি'র হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং

এদিন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিষেক। তিনি বলেন "আগামিকাল বিকেল তিনটের সময় রবীন্দ্র সদনে জমায়েত হবে। সেই জমায়েত থেকে মিছিল করে রাজভবনে যাওয়া হবে। কিন্তু রাজভবনে যাবেন তৃণমূল কংগ্রেসের 40 জনের প্রতিনিধি। প্রতিনিধি দলে কারা থাকবেন তা ঠিক হবে এদিন রাতে। এরপর রাজ্যপাল যদি আমাদের সঙ্গে দেখা করেন ভালো। না হলে আগামিকাল পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।"

কলকাতা, 4 অক্টোবর: বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের দাবি খারিজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সঙ্গে কোন পথে বৃহস্পতিবার রাজভবন অভিযান হবে তাও জানালেন তিনি ৷

দু’দিনের দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দাবি ওড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবারের কর্মসূচি নিয়ে এদিনই মুখ খোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "চুরি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলুমবাজি চলছে।"

তিনি আরও বলেন, "দিল্লিতে যেভাবে কৃষি মন্ত্রকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনকে রাত সাড়ে আটটা অবধি দফতরে অপেক্ষা করানো হয়। কোনও সাংসদ বা মন্ত্রী দেখা করতে আসেননি। 500 লোক নিয়ে যেখানে-সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে মমতা-রাজে অরাজকতা হচ্ছে।" একই সঙ্গে, পশ্চিমবঙ্গকে দুই লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

শুধু এমজিএনআরইজিএ-তেই 54 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, "পশ্চিমবঙ্গ দুর্নীতির আখাড়া হয়ে উঠেছে। এই লুঠ লুকোতেই অরাজকতা করছে। ওই চুরিকে ঢাকতেই এইসব করা হচ্ছে।" এদিন বিমানবন্দরে নামতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে পালটা প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে অভিষেক বলেন, "আমরা ছ'টায় পৌঁছেছি কৃষিভবনে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর, আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র দু'জনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তখন নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তারা এসে বললেন এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন।"

অভিষেকের দাবি, "উনি যদি অপেক্ষাই করেছেন, আমরা তো অপেক্ষা করার সময়ে চারটের সময় ফেসবুক লাইভ করেছি ৷" এখানেই শেষ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তুলেছেন, যে 20 লক্ষ মানুষ 100 দিনের কাজ করেছেন, এই কাজ করার কথা কি অস্বীকার করতে পারেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ? কেন তাদের টাকা দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর কথায়, "এখন তারা বলছেন দুর্নীতির কথা। যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে রাজ্যে কেন একটিও অভিযোগ পুলিশে এতদিন করা হল না!"

এদিন বিমানবন্দরে নেমে বৃহস্পতিবার রাজভবন অভিযান নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "দিল্লিতে আমরা সাধারণ মানুষের দাবি সম্বলিত চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর দফতরে পৌঁছে দিতে গিয়েছিলাম। সেখানে কী হয়েছে আপনারা সবই দেখেছেন। এখানে এক একটা চিঠি এক একজনের পরিশ্রমের প্রমাণ।" অভিষেকের কথায়, "রাজ্যপাল হলেন কেন্দ্রের প্রতিনিধি। আগামিকাল তাঁর কাছে এই চিঠিগুলো আমরা পৌঁছে দেব। তিনি অন্তত বাংলার মানুষের হয়ে কেন্দ্রের কাছে জানতে চান এই 20 লক্ষ মানুষের টাকা কেন কেন্দ্রীয় সরকার গত দু'বছর ধরে দিচ্ছে না।"

আরও পড়ুন: ইডি'র হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং

এদিন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিষেক। তিনি বলেন "আগামিকাল বিকেল তিনটের সময় রবীন্দ্র সদনে জমায়েত হবে। সেই জমায়েত থেকে মিছিল করে রাজভবনে যাওয়া হবে। কিন্তু রাজভবনে যাবেন তৃণমূল কংগ্রেসের 40 জনের প্রতিনিধি। প্রতিনিধি দলে কারা থাকবেন তা ঠিক হবে এদিন রাতে। এরপর রাজ্যপাল যদি আমাদের সঙ্গে দেখা করেন ভালো। না হলে আগামিকাল পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।"

Last Updated : Oct 4, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.