ETV Bharat / state

TMC Taunts Guv: রাজ্যপাল পালিয়েছে, বিজেপি নামক জমিদারদের উৎখাত করবই: তৃণমূল - governor escapes

TMC Hits Back at Governor: কেন্দ্রের প্রতিনিধি পালিয়েছে ৷ রাজ্য়পাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে এ কথা বলল তৃণমূল কংগ্রেস ৷ তারা বলেছে, বিজেপি নামক জমিদারদের উৎখাত করবই ৷

TMC mocks governor
রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 3:42 PM IST

কলকাতা, 6 অক্টোবর: রাজ্যপাল পালিয়েছেন ৷ বৃহস্পতিবার সন্ধে থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা ধরনা অবস্থানের মধ্যেই এই ভাষাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিল তৃণমূল কংগ্রেস ৷ তারা তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে যে, জনগণের অধিকারের জন্য তৃণমূল লড়াই চালিয়ে যাবে ৷

শুক্রবার নিজেদের এক্স (টুইটার) হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, "তৃণমূল কংগ্রেস - জনগণের অধিকারের জন্য লড়াই করে ৷ কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল পালিয়েছেন ৷"

বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হলেও, রাজ্যপালের সেই সফর নিয়েও প্রশ্ন তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, "বন্যা পরিস্থিতির মূল্যায়ন করতে উত্তরবঙ্গে সফরকালে বাংলার রাজ্যপাল সেখানে মাত্র 2 ঘণ্টা কাটিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন ৷"

তৃণমূল রীতিমতো হুংকার দিয়ে বলেছে যে, "আমরা বিজেপি নামক এই জমিদারদের উৎখাত করবই !"

উল্লেখ্য, কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে বুধবার দিল্লি অভিযানের পর বৃহস্পতিবার রাজভবন চলো-র ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাইলে রাজভবনের তরফে জানানো হয় যে, রাজ্যপাল বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন ৷ প্রয়োজন থাকলে তৃণমূলের প্রতিনিধি দল উত্তরবঙ্গে দিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে আসতে পারে বলেও ডেরেক ও'ব্রায়েনকে জবাবী চিঠিতে জানিয়েছিল রাজভবন ৷ যদিও এই বক্তব্যে রাজ্যপালের জমিদারি কালচার প্রকাশ পাচ্ছে বলে পালটা চিঠিতে জানিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

আরও পড়ুন: রাতভর রাজভবনের সামনে ধরনা মঞ্চে অভিষেক, এখনও চলছে অবস্থান

এরপর বৃহস্পতিবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ করে সেখানে অবস্থান শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি রাতেই ঘোষণা করেছিলেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ততক্ষণ ধরনা মঞ্চ ছাড়বেন না । সেই মতো বৃহস্পতিবার রাতভর ধরনা মঞ্চেই কাটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । রাতের দিকে ধরনা মঞ্চে যান তাঁর স্ত্রী রুজিরাও। তবে তিনি মঞ্চে ওঠেননি । বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ধরনা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । হয়েছে দেশাত্মবোধক গানও ।

প্রসঙ্গত, এ দিনই দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখান থেকেই আবার তিনি চলে যান দিল্লি । ফলে এখনও পর্যন্ত রাজ্যপাল না ফেরায় তাঁর সঙ্গে অভিষেকের সাক্ষাৎ হয়নি । তাই তাঁর ধরনা চলছে । অভিষেক ঘোষণা করেছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে ।

কলকাতা, 6 অক্টোবর: রাজ্যপাল পালিয়েছেন ৷ বৃহস্পতিবার সন্ধে থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা ধরনা অবস্থানের মধ্যেই এই ভাষাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিল তৃণমূল কংগ্রেস ৷ তারা তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে যে, জনগণের অধিকারের জন্য তৃণমূল লড়াই চালিয়ে যাবে ৷

শুক্রবার নিজেদের এক্স (টুইটার) হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, "তৃণমূল কংগ্রেস - জনগণের অধিকারের জন্য লড়াই করে ৷ কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল পালিয়েছেন ৷"

বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হলেও, রাজ্যপালের সেই সফর নিয়েও প্রশ্ন তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, "বন্যা পরিস্থিতির মূল্যায়ন করতে উত্তরবঙ্গে সফরকালে বাংলার রাজ্যপাল সেখানে মাত্র 2 ঘণ্টা কাটিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন ৷"

তৃণমূল রীতিমতো হুংকার দিয়ে বলেছে যে, "আমরা বিজেপি নামক এই জমিদারদের উৎখাত করবই !"

উল্লেখ্য, কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে বুধবার দিল্লি অভিযানের পর বৃহস্পতিবার রাজভবন চলো-র ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাইলে রাজভবনের তরফে জানানো হয় যে, রাজ্যপাল বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন ৷ প্রয়োজন থাকলে তৃণমূলের প্রতিনিধি দল উত্তরবঙ্গে দিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে আসতে পারে বলেও ডেরেক ও'ব্রায়েনকে জবাবী চিঠিতে জানিয়েছিল রাজভবন ৷ যদিও এই বক্তব্যে রাজ্যপালের জমিদারি কালচার প্রকাশ পাচ্ছে বলে পালটা চিঠিতে জানিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

আরও পড়ুন: রাতভর রাজভবনের সামনে ধরনা মঞ্চে অভিষেক, এখনও চলছে অবস্থান

এরপর বৃহস্পতিবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ করে সেখানে অবস্থান শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি রাতেই ঘোষণা করেছিলেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ততক্ষণ ধরনা মঞ্চ ছাড়বেন না । সেই মতো বৃহস্পতিবার রাতভর ধরনা মঞ্চেই কাটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । রাতের দিকে ধরনা মঞ্চে যান তাঁর স্ত্রী রুজিরাও। তবে তিনি মঞ্চে ওঠেননি । বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ধরনা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । হয়েছে দেশাত্মবোধক গানও ।

প্রসঙ্গত, এ দিনই দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখান থেকেই আবার তিনি চলে যান দিল্লি । ফলে এখনও পর্যন্ত রাজ্যপাল না ফেরায় তাঁর সঙ্গে অভিষেকের সাক্ষাৎ হয়নি । তাই তাঁর ধরনা চলছে । অভিষেক ঘোষণা করেছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.