কলকাতা, 13 ডিসেম্বর: সফলভাবেই কাঁধের অস্ত্রপচার শেষ হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। অস্ত্রোপ্রচারের পর বর্তমানে তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। বুধবার সকাল 10টার সময় ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয় বিধায়ক মদন মিত্রকে। সেখানে অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক মুকুল ভট্টাচার্যের নেতৃত্বে বাম কাঁধে অস্ত্রপ্রচার হয় তাঁর। সকাল 11টার সময় শুরু হয় অস্ত্রোপ্রচার, যা শেষ হয় দেড়টা নাগাদ। বাম কাঁধে তাঁর টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর।
গত 4 ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভর্তি হন তিনি। প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। ভর্তির দু'দিন পরে মাঝরাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল কেয়ার ইউনিটে। পরবর্তীতে একাধিক টেস্ট করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন মদন মিত্র। কিন্তু বারবার শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় তৃণমূল বিধায়কের। সেই ঝাঁকুনির জেরে বাম কাঁধের হাড় ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে খবর।
শুক্রবার সকাল 10টা থেকে কার্ডিয়োলজিস্ট, নেফ্রলজিস্ট-সহ মোট 10 জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড কামারহাটি বিধায়কের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটি স্ক্যান করা হয়েছে। সেই সবকিছু দেখেই অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই অস্ত্রোপচার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও প্রায় আড়াই ঘন্টা তাঁকে ট্রমা কেয়ার বিভাগেই পর্যবেক্ষণে রাখা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারপর সেখান থেকে বের করে এবার পর্যবেক্ষণ রুমে বেশ কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা।
আরও পড়ুন