ETV Bharat / state

Humayun Kabir: তৃণমূল ভবনে গিয়ে শোকজের জবাব দেবেন হুমায়ুন

Humayun Kabir to Submit Show Cause Answer: মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবীরের বিরুদ্ধে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ সেই কারণে তাঁকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফে ৷ আজ, মঙ্গলবার তৃণমূল ভবনে গিয়ে তাঁর শোকজের উত্তর দেওয়ার কথা ৷

Humayun Kabir
Humayun Kabir
author img

By

Published : Aug 1, 2023, 6:16 PM IST

কলকাতা, 1 অগস্ট: অবশেষে শোকজের জবাব দলকে দিচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবীর । ছয়টি পয়েন্ট তুলে তাঁকে শোকজের চিঠি পাঠানো হয়েছিল । অবশেষে তার জবাব তিনি দেবেন বলে জানিয়েছেন ।

মঙ্গলবার বিধানসভায় বসে হুমায়ুন কবীর জানিয়েছেন, ইতিমধ্যেই দলের চিঠি তাঁর হাতে এসেছে । গত 27 তারিখ পোস্ট অফিস মারফত তাঁর হাতে চিঠি পৌঁছেছে । দলের সমস্ত প্রশ্নের জবাব তিনি দিতে প্রস্তুত । তিনি দীর্ঘদিনের বিধায়ক ৷ কখনও তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ওঠেনি, সেই অভিযোগই এখন করা হচ্ছে । তবে সমস্ত কিছুর জবাব তিনি দলকে দেবেন ।

এদিন তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন । কিন্তু যেহেতু এই মুহূর্তে তিনি লোকসভার অধিবেশনের কারণে দিল্লিতে রয়েছেন, তাই সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি । বরং তিনি ফোনে হুমায়ুন কবীরের সঙ্গে কথা বলেছেন । এ দিন হুমায়ুন কবীর জানান, সুব্রত বক্সিই তাঁকে যাবতীয় জবাব তৃণমূল ভবনে দিয়ে আসতে বলেছেন । সেই মতো বিধানসভা অধিবেশনের পরে সেখানে গিয়ে তিনি জবাব দিয়ে আসবেন ।

সূত্রের খবর, শোকজের চিঠিতে বেশ কয়েকটি বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের সঙ্গে একমত নন হুমায়ুন । তবে এই বিষয়ে তিনি একটি বক্তব্যও আলাদা করে সংবাদমাধ্যমে বলতে চান না । আগে তিনি দেখতে চান তৃণমূল তাঁর বিষয়ে কী পদক্ষেপ করে । সময় এলে এই বিষয়ে যা বলার তিনি বলবেন বলে স্পষ্ট জানান হুমায়ুন ।

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

তাছাড়া যে পদ্ধতিতে তাঁকে শোকজের চিঠি ধরানোর আগে সেই চিঠি সংবাদমাধ্যমে চলে এসেছে, তা নিয়েও ক্ষুব্ধ এই তৃণমূল বিধায়ক । তবে এই বিষয়েও তিনি যথাসময়েই মুখ খুলবেন বলে জানিয়েছেন । তার আগে তৃণমূল নেতৃত্বের নির্দেশ মতো জয়প্রকাশ মজুমদারের কাছে তাঁর জবাব জমা করবেন ৷ আর অপেক্ষা করবেন তৃণমূলের পদক্ষেপের জন্য ৷

কলকাতা, 1 অগস্ট: অবশেষে শোকজের জবাব দলকে দিচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবীর । ছয়টি পয়েন্ট তুলে তাঁকে শোকজের চিঠি পাঠানো হয়েছিল । অবশেষে তার জবাব তিনি দেবেন বলে জানিয়েছেন ।

মঙ্গলবার বিধানসভায় বসে হুমায়ুন কবীর জানিয়েছেন, ইতিমধ্যেই দলের চিঠি তাঁর হাতে এসেছে । গত 27 তারিখ পোস্ট অফিস মারফত তাঁর হাতে চিঠি পৌঁছেছে । দলের সমস্ত প্রশ্নের জবাব তিনি দিতে প্রস্তুত । তিনি দীর্ঘদিনের বিধায়ক ৷ কখনও তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ওঠেনি, সেই অভিযোগই এখন করা হচ্ছে । তবে সমস্ত কিছুর জবাব তিনি দলকে দেবেন ।

এদিন তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন । কিন্তু যেহেতু এই মুহূর্তে তিনি লোকসভার অধিবেশনের কারণে দিল্লিতে রয়েছেন, তাই সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি । বরং তিনি ফোনে হুমায়ুন কবীরের সঙ্গে কথা বলেছেন । এ দিন হুমায়ুন কবীর জানান, সুব্রত বক্সিই তাঁকে যাবতীয় জবাব তৃণমূল ভবনে দিয়ে আসতে বলেছেন । সেই মতো বিধানসভা অধিবেশনের পরে সেখানে গিয়ে তিনি জবাব দিয়ে আসবেন ।

সূত্রের খবর, শোকজের চিঠিতে বেশ কয়েকটি বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের সঙ্গে একমত নন হুমায়ুন । তবে এই বিষয়ে তিনি একটি বক্তব্যও আলাদা করে সংবাদমাধ্যমে বলতে চান না । আগে তিনি দেখতে চান তৃণমূল তাঁর বিষয়ে কী পদক্ষেপ করে । সময় এলে এই বিষয়ে যা বলার তিনি বলবেন বলে স্পষ্ট জানান হুমায়ুন ।

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

তাছাড়া যে পদ্ধতিতে তাঁকে শোকজের চিঠি ধরানোর আগে সেই চিঠি সংবাদমাধ্যমে চলে এসেছে, তা নিয়েও ক্ষুব্ধ এই তৃণমূল বিধায়ক । তবে এই বিষয়েও তিনি যথাসময়েই মুখ খুলবেন বলে জানিয়েছেন । তার আগে তৃণমূল নেতৃত্বের নির্দেশ মতো জয়প্রকাশ মজুমদারের কাছে তাঁর জবাব জমা করবেন ৷ আর অপেক্ষা করবেন তৃণমূলের পদক্ষেপের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.