কলকাতা, 10 মে : কলকাতার কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি যুব মোর্চা কর্মী অর্জুন চৌরাসিয়ার ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের উপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে একহাত নিলেন কাশিপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ (TMC MLA Atin Ghosh Criticises Union Home Minister Amit Shah) ৷ এদিন তিনি বললেন,"ময়নাতদন্তের রিপোর্টে যদি দেখা যায় আত্মহত্যা, তাহলে আমাদের একটাই দাবি হবে আমরা ওখানেই বড় করে জনসভা করে অমিত শাহর পদত্যাগ দাবি করব ।"
আরও পড়ুন : অর্জুন চৌরাশিয়ার মৃত্যু নিয়ে ক্ষমা চান শাহ, দাবি তৃণমূলের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক রাজ্য সফরের দ্বিতীয় দিনেই কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷ ঘটনাস্থলে গিয়ে এই মৃত্যুকে 'রাজনৈতিক খুন' বলে আখ্যা দিয়ে সিবিআই তদন্তের দাবি করেছিলেন শাহ ৷ এলাকায় গিয়ে বিজেপি'র বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল অতীন ঘোষকে ৷
এই প্রসঙ্গে এদিন অতীন ঘোষ বলেন, "আমি প্রথমদিন বিজেপি কর্মীদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম ময়নাতদন্ত হোক । যেকোনও মৃত্যু দুর্ভাগ্যজনক । ময়নাতদন্তের মাধ্যমেই প্রকৃত কারণ জানা যাবে । যদি আত্মহত্যা না হয়ে খুন হয় তাহলে পুলিশ তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে । আর অমিত শাহ গিয়ে বলেছিলেন, খুন করা হয়েছে, সিবিআই তদন্ত চাই । উনি কী করে জানলেন ময়নাতদন্তের আগে যে খুন করা হয়েছে? যদি ময়নাতদন্তের রিপোর্ট প্রমান করে যে এটা আত্মহত্যা! অতীতে ওর পরিবারের আরও একজন আত্মহত্যা করে মারা গেয়েছিলেন সেই বিষয়টি মাথায় রাখতে হবে । 15 বছর আগে ওর বাবা আত্মহত্যা করেছিলেন ৷ আমরা বলেছিলাম, ময়নাতদন্ত হোক ৷ তাতে জানা যাবে তিনি কী ভাবে মারা গিয়েছেন । আমরা বলেছিলাম খুন হলে পুলিশ অপরাধীদের শাস্তি দেবে । অমিত শাহ বলেছে খুন হয়েছে । ফলে ময়নাতদন্তের রিপোর্টে যদি দেখা যায় আত্মহত্যা, তাহলে আমাদের একটাই দাবি হবে, আমরা ওখানে বড় করে জনসভা করে অমিত শাহর পদত্যাগ দাবি করব ।"
শাহের পদত্যাগ চেয়ে অতীন আরও বলেন, "অমিত শাহকে পদত্যাগ করতে হবে মিথ্যা ভাষণের জন্য । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আইনকে প্ররোচিত করে, নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেটা জঘন্যতম অপরাধ । ময়নাতদন্তের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কখনও বলতে পারেন না এটা খুন হয়েছে, সিবিআই তদন্ত চাই ।"