কলকাতা, 5 জানুয়ারি: সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার পর তাঁকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । বিচারপতির এই বক্তব্যকে বিজেপি ও সিপিএমের কণ্ঠ বলে অভিযোগ করেছেন কুণাল । একই সঙ্গে তিনি বলছেন, ‘‘রাজনীতি করতে হলে বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে আসুন ।’’
প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি ও সংবাদমাধ্যমের একাংশ আক্রান্ত হওয়ার পর, তা নিয়ে করা প্রতিক্রিয়া দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘‘রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ?’’ এরপরই বিচারপতির এই বক্তব্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ । তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপতির আসনকে অপব্যবহার করার অভিযোগ তুলেছেন ।
এ দিন তিনি বলেন, ‘‘আচমকা একটা ঘটনা ঘটেছে । পরিকল্পিতভাবে বিজেপি ঘটিয়েছে । উত্তেজনা তৈরি করেছে, উস্কানি দিয়েছে । পুলিশ এসে যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে । এই অবস্থায় বিচারপতির এই মন্তব্য কাঙ্খিত নয় । চেয়ার হল বিচারপতির আর কণ্ঠ হল বিজেপির, রাম-বামের প্রার্থী হলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় । চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করছেন কেন ?’’
কুণাল আরও বলেন, ‘‘আপনার হাতের মামলা ! আপনার হাতে যদি মামলা না থাকে রাজ্যপালের কী করা উচিত... অমুকের কী করা উচিত, আপনি বলার কে ? নিজের উইশ লিস্ট চাপিয়ে দেবেন না । বাংলায় গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি । নানাভাবে তারা গন্ডগোল করার চেষ্টা করছে । প্ররোচনা দিচ্ছে৷ উত্তেজনা তৈরি করে দিচ্ছে । পুলিশ প্রশাসন থেকে সাধারণ নাগরিক সবাই মিলে সব ঠিক রাখার চেষ্টা করছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আজকে যে কথাটি মিস্টার গঙ্গোপাধ্যায় বললেন সেটা পুরোদস্তুর কমরেড গঙ্গোপাধ্যায়ের কথা । তৃণমূল যে সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছে, একথা সিপিএমের সাঙ্গপাঙ্গরা ভুলতে পারছে না । সে ক্ষেত্রে যে যেখানেই থাকুন, এমনকি বিচারপতির আসনে থাকলেও সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে ৷ রোববার সিপিএমের ব্রিগেডে আসুন । চেয়ার-টেয়ার ছেড়ে এখানে দাঁড়ান ।’’
এদিন কুণাল আরও বলেন, ‘‘মুখোশ পরে খেলছেন কেন বিচারপতি ? মুখোশের আড়ালে নয় মুখোমুখি এসে লড়াই করুন । রাজনীতি করতে হলে রাজনীতির ময়দানে নেমে করুন । বিচারপতির আসনটাকে ঢাল হিসাবে কেন ব্যবহার করছেন !’’
আরও পড়ুন: