ETV Bharat / state

Kunal Ghosh Slams Governor: রাজ্যপালের 'হিংসা-দুর্নীতি' মন্তব্যের খোঁচা কুণালের

রাজ্যপালের বক্তব্য নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মুখপাত্র। রবিবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় গিয়ে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কড়াবার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর কিছু পরেই জবাব দেন কুণাল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 10:43 PM IST

কলকাতা, 22 অক্টোবর: সৌজন্যের আসরেও হিংসা এবং দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় গিয়ে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কড়াবার্তা দিয়েছিলেন তিনি। আর তারই জবাব দিতে গিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারীর সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের মুখ থেকে। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, সৌজন্য সৌজন্যের জায়গায় ৷ কিন্তু তার মানে এই নয়, রাজ্যপাল ভবিষ্যতে কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বললে, তৃণমূলও চুপ করে থাকবে ৷ কুণালের দাবি, রাজ্যপাল যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তবে তারাও সেই মতোই জবাব দেবেন ৷

রবিবার কুণাল বলেন, "রাজ্যপালের সঙ্গে এটা ছিল পুজো এবং ব্যক্তিগত সৌজন্যের পর্ব। পুজোর দিনে পুজো দেখবেন, পুজোর দিনে অঞ্জলি দেবেন ৷ এটাই স্বাভাবিক, আর তাই করেছেন। সেজন্য রাজ্যপালকে আমরা ধন্যবাদও জানিয়েছি। কিন্তু তাঁর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য হলে সেখান থেকে সরে আসার জায়গা নেই। যদি আবার দেখা যায় রাজ্যপাল বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ নিচ্ছেন সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যেমন কালো পতাকা দেখিয়েছেন সেরকম আমিও দেখাব।"

এদিন রাজ্যপালের বক্তব্য নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, "বাংলা বক্তব্যে রাজ্যপাল যা বলেছেন, তাতে 'জগৎ জুড়ে' শব্দটি উল্লেখ করেছেন। হিংসা এবং দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি জগৎ-জোড়া শব্দটি ব্যবহার করেছেন। এক্ষেত্রে জগৎ-জোড়া অর্থ বোঝাতে হয়তো যেভাবে গাজা ভূ-খণ্ডে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, হাসপাতালে পর্যন্ত বোমা মারা হচ্ছে, এটা তার মধ্যেও পরে। জগৎজননীর কাছে আমরা যেভাবে বিশ্বশান্তির কামনা করি উনিও তাই করেছেন।"

আরও পড়ুন: সংসদীয় কমিটির সিদ্ধান্ত দেখেই মহুয়ার ক্ষেত্রে নির্ণয়, বার্তা ডেরেকের

প্রসঙ্গত, এদিন কুণাল ঘোষের পুজোয় অঞ্জলি দেওয়ার পর বাংলায় একটি বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে রাজ্যপাল বলেন, "দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন মা কালী যেমন রক্তবীজকে বধ করেছিলেন। জগৎজুড়ে হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। হিংসা হলো রক্তবীজ, আর দুর্নীতি হলো নরকাসুর। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন। ভগবান বিষ্ণু যেভাবে নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও জগৎজুড়ে হিংসা এবং দুর্নীতিকে রদ করব।"

কলকাতা, 22 অক্টোবর: সৌজন্যের আসরেও হিংসা এবং দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় গিয়ে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কড়াবার্তা দিয়েছিলেন তিনি। আর তারই জবাব দিতে গিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারীর সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের মুখ থেকে। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, সৌজন্য সৌজন্যের জায়গায় ৷ কিন্তু তার মানে এই নয়, রাজ্যপাল ভবিষ্যতে কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বললে, তৃণমূলও চুপ করে থাকবে ৷ কুণালের দাবি, রাজ্যপাল যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তবে তারাও সেই মতোই জবাব দেবেন ৷

রবিবার কুণাল বলেন, "রাজ্যপালের সঙ্গে এটা ছিল পুজো এবং ব্যক্তিগত সৌজন্যের পর্ব। পুজোর দিনে পুজো দেখবেন, পুজোর দিনে অঞ্জলি দেবেন ৷ এটাই স্বাভাবিক, আর তাই করেছেন। সেজন্য রাজ্যপালকে আমরা ধন্যবাদও জানিয়েছি। কিন্তু তাঁর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য হলে সেখান থেকে সরে আসার জায়গা নেই। যদি আবার দেখা যায় রাজ্যপাল বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ নিচ্ছেন সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যেমন কালো পতাকা দেখিয়েছেন সেরকম আমিও দেখাব।"

এদিন রাজ্যপালের বক্তব্য নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, "বাংলা বক্তব্যে রাজ্যপাল যা বলেছেন, তাতে 'জগৎ জুড়ে' শব্দটি উল্লেখ করেছেন। হিংসা এবং দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি জগৎ-জোড়া শব্দটি ব্যবহার করেছেন। এক্ষেত্রে জগৎ-জোড়া অর্থ বোঝাতে হয়তো যেভাবে গাজা ভূ-খণ্ডে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, হাসপাতালে পর্যন্ত বোমা মারা হচ্ছে, এটা তার মধ্যেও পরে। জগৎজননীর কাছে আমরা যেভাবে বিশ্বশান্তির কামনা করি উনিও তাই করেছেন।"

আরও পড়ুন: সংসদীয় কমিটির সিদ্ধান্ত দেখেই মহুয়ার ক্ষেত্রে নির্ণয়, বার্তা ডেরেকের

প্রসঙ্গত, এদিন কুণাল ঘোষের পুজোয় অঞ্জলি দেওয়ার পর বাংলায় একটি বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে রাজ্যপাল বলেন, "দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন মা কালী যেমন রক্তবীজকে বধ করেছিলেন। জগৎজুড়ে হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। হিংসা হলো রক্তবীজ, আর দুর্নীতি হলো নরকাসুর। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন। ভগবান বিষ্ণু যেভাবে নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও জগৎজুড়ে হিংসা এবং দুর্নীতিকে রদ করব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.