ETV Bharat / state

Kunal on Kalighater Kaku Arrest: কালীঘাটের কাকুর গ্রেফতারি নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ তৃণমূলের কুণাল - অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷ এই ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷

Kunal on Kalighater Kaku Arrest
Kunal on Kalighater Kaku Arrest
author img

By

Published : May 31, 2023, 6:23 PM IST

Updated : May 31, 2023, 7:15 PM IST

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 31 মে: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি । যা নিয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ তৃণমূল । কারণ, বিষয়টি তদন্তের 'কোর' বিষয় বলে যুক্তি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের । তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় মানুষের ঢল নেমেছে দেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে নজর ঘোরাতে এসব কর্মকাণ্ড হতে পারে বলে কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন ।

কালীঘাটের কাকুর বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, "তদন্তের কোর বিষয়ে কোনও মন্তব্য নেই । বাইরনের তৃণমূলের যোগদানের পর বিজেপি, কংগ্রেস, সিপিএমের শোকসভা শুরু হয়েছে । ত্রাসের সঞ্চার করা হয়েছে । তাই, তার থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে । করণ, অভিষেকের নবজোয়ারকে ভয় পেয়েছে । বিঘ্ন ঘটাতে এসব হচ্ছে । অভিষেককে নোটিশ দিচ্ছে ।"

কালীঘাটের কাকুর গ্রেফতারি প্রসঙ্গে নানা মন্তব্য করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সেই বিষয়ে পালটা কুণাল ঘোষের বক্তব্য, "দিলীপ ঘোষকে মনে করিয়ে দিতে চাই, অ্যারেস্ট করা মানেই অপরাধী নয় । প্রমাণ পাওয়া গিয়েছে এমনটা নয় । আপনাদের পার্টি অফিসের শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিয়ো দেখিয়ে সিবিআই তদন্তের দাবি করেন ।এখন কাঁচের ঘরে ঢিল ছুঁড়বেন না ।’’

আরও পড়ুন: কালীঘাটের কাকু'র প্রভাবশালী যোগে নিশ্চিত ইডি, নাম জানতে মরিয়া গোয়েন্দারা

কুণালের আরও বক্তব্য, নিয়োগ দুর্নীতি যদি প্রসন্ন রায় কিংপিন হন, তাহলে সেই প্রসন্নর বাড়িতে তো দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে । তাই কুণালের প্রশ্ন, ‘‘এই কারণেই কি দিলীপ ঘোষ এত কিছু জানেন ? তাহলে উনি কোর্টে গিয়ে বলুন না কী কী জানেন । তাই, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন । সিবিআই এফআইআর-এ নাম রয়েছে । ইডি ও সিবিআই ঠিক কাজ করছেন না, তা শুভেন্দু গ্রেফতার না হওয়াতেই প্রণাম ।"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 31 মে: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি । যা নিয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ তৃণমূল । কারণ, বিষয়টি তদন্তের 'কোর' বিষয় বলে যুক্তি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের । তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় মানুষের ঢল নেমেছে দেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে নজর ঘোরাতে এসব কর্মকাণ্ড হতে পারে বলে কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন ।

কালীঘাটের কাকুর বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, "তদন্তের কোর বিষয়ে কোনও মন্তব্য নেই । বাইরনের তৃণমূলের যোগদানের পর বিজেপি, কংগ্রেস, সিপিএমের শোকসভা শুরু হয়েছে । ত্রাসের সঞ্চার করা হয়েছে । তাই, তার থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে । করণ, অভিষেকের নবজোয়ারকে ভয় পেয়েছে । বিঘ্ন ঘটাতে এসব হচ্ছে । অভিষেককে নোটিশ দিচ্ছে ।"

কালীঘাটের কাকুর গ্রেফতারি প্রসঙ্গে নানা মন্তব্য করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সেই বিষয়ে পালটা কুণাল ঘোষের বক্তব্য, "দিলীপ ঘোষকে মনে করিয়ে দিতে চাই, অ্যারেস্ট করা মানেই অপরাধী নয় । প্রমাণ পাওয়া গিয়েছে এমনটা নয় । আপনাদের পার্টি অফিসের শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিয়ো দেখিয়ে সিবিআই তদন্তের দাবি করেন ।এখন কাঁচের ঘরে ঢিল ছুঁড়বেন না ।’’

আরও পড়ুন: কালীঘাটের কাকু'র প্রভাবশালী যোগে নিশ্চিত ইডি, নাম জানতে মরিয়া গোয়েন্দারা

কুণালের আরও বক্তব্য, নিয়োগ দুর্নীতি যদি প্রসন্ন রায় কিংপিন হন, তাহলে সেই প্রসন্নর বাড়িতে তো দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে । তাই কুণালের প্রশ্ন, ‘‘এই কারণেই কি দিলীপ ঘোষ এত কিছু জানেন ? তাহলে উনি কোর্টে গিয়ে বলুন না কী কী জানেন । তাই, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন । সিবিআই এফআইআর-এ নাম রয়েছে । ইডি ও সিবিআই ঠিক কাজ করছেন না, তা শুভেন্দু গ্রেফতার না হওয়াতেই প্রণাম ।"

Last Updated : May 31, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.