আসানসোল, 17 এপ্রিল : "আসানসোল প্রমাণ করল, তারা বাবুলকে ভোট দিত, বিজেপিকে নয়" ৷ আসানসোলে বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ এই জয়ের খবরে প্রাথমিক প্রতিক্রিয়া বালিগঞ্জের নব নির্বাচিত বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র । ইটিভি ভারতের প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন তিনি । ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতির কথা (TMC leader Babul Supriyo reaction over Asansol By Poll victory 2022) ।
বিমানে যোগগুরু রামদেব বাবার সঙ্গে আলাপচারিতা । রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ । আর তারপরেই 2014-য় আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হন গায়ক বাবুল সুপ্রিয় । প্রথম চালেই বাজিমাত । বাবুলের হাত ধরে আসানসোল লোকসভা কেন্দ্রে খাতা খোলে বিজেপি । 2014-য় সাংসদ পদে জয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও স্থান করে নেন বাবুল সুপ্রিয় । 2019-এর আসানসোল লোকসভা নির্বাচনে ফের বিজেপির প্রার্থী হন বাবুল সুপ্রিয় । 2 লক্ষের কাছাকাছি ভোট পেয়ে রেকর্ড গড়ে জয়ী হন তিনি । এবারও মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন বিজেপি সাংসদ । কিন্তু একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় । বাবুল সুপ্রিয় নিজেও টালিগঞ্জ বিধানসভা আসনে অরূপ বিশ্বাসের কাছে পরাজিত হন । এরপরেই এনডিএ মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হয় । অপমানিত বিজেপি সাংসদ রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সোশ্যাল মাধ্যমে তা বারে বারে জানাতে থাকেন ৷
-
I strongly believe in poetic justice that was served ystrday&HOW• Along with the evergreen @ShatruganSinha ji I now hv the opportunity to do whatever best I can do for Asansol with Didi @MamataOfficial by our side•Dear Ballygunge, DO expect the best frm me- I SHALL deliver🙏❤️
— Babul Supriyo (@SuPriyoBabul) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I strongly believe in poetic justice that was served ystrday&HOW• Along with the evergreen @ShatruganSinha ji I now hv the opportunity to do whatever best I can do for Asansol with Didi @MamataOfficial by our side•Dear Ballygunge, DO expect the best frm me- I SHALL deliver🙏❤️
— Babul Supriyo (@SuPriyoBabul) April 17, 2022I strongly believe in poetic justice that was served ystrday&HOW• Along with the evergreen @ShatruganSinha ji I now hv the opportunity to do whatever best I can do for Asansol with Didi @MamataOfficial by our side•Dear Ballygunge, DO expect the best frm me- I SHALL deliver🙏❤️
— Babul Supriyo (@SuPriyoBabul) April 17, 2022
আরও পড়ুন : Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের
শুরু হয় রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 19 অক্টোবর লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে গায়ক-নেতা বাবুল নিজের পদত্যাগপত্র তুলে দেন ওম বিড়লার হাতে ৷
তাঁর ইস্তফার কারণে আসানসোলে সাংসদ পদটি খালি হয়ে যায় । বাইশের উপনির্বাচনে আসানসোলের সর্বাকালীন রেকর্ড ভেঙে 3 লক্ষেরও বেশি ভোটে জিতলেন তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা । এই জয়ের পরে বাবুল সুপ্রিয় বলেন, "আমি সাংসদ পদ ছাড়াতে যে অভিমান করেছিল আসানসোল, তা ন্যায্য । আমার মনেও কষ্ট হয়েছিল আসানসোলের মানুষদের জন্য । সব ভালোবাসা ফিরিয়ে দেব ।"
প্রসঙ্গত উল্লেখ্য বাবুল সুপ্রিয় সাংসদ হওয়ার পর আসানসোলের কুমারপুরে রেল উড়ালপুল, ইএসআই হাসপাতালের নব ভবন নির্মাণ, প্রান্তিক গ্রাম সিধাবাড়িকে দত্তক নিয়ে সেখানে নাগরিক পরিষেবার উন্নয়ন, আসানসোলের শতাব্দী পার্কের সৌন্দর্যায়ন-সহ প্রচুর কাজ শুরু করেছিলেন । মাঝপথে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ায় সেই কাজগুলিকি তরান্বিত হবে, এমন আশঙ্কা করছিল আসানসোলবাসী ।
বাবুল সুপ্রিয় আশ্বস্ত করে বলেছেন, "শত্রুঘ্নজির সঙ্গে সব কথা হয় । জমিয়ে কাজ করব আসানসোলে । চিন্তা করবেন না, আসানসোলবাসী ।"
আরও পড়ুন : Babul Slams Saira Hailm : লজ্জা শরম নেই, টুইটারে 'হেরো' সায়রাকে তীব্র আক্রমণ বাবুলের