ETV Bharat / state

TMC Strategy for LS Polls: 2024 লোকসভাকে সামনে রেখে কেন্দ্র ধরে ধরে ঘর গোছানো শুরু তৃণমূলের - তৃণমূলের প্রার্থী নির্বাচন

2024 এর লোকসভা নির্বাচনকে পখির চোখ করে এখন থেকে দল গোছানো শুরু করেছে তৃণমূল ৷ প্রার্থী বাছাই থেকে শুরু করে বর্তমান সাংসদদের রিপোর্ট কার্ড তৈরি, সবদিক থেকেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:23 PM IST

কলকাতা, 3 নভেম্বর: দুয়ারে কড়া নাড়ছে 2024 এর লোকসভা নির্বাচন। এই অবস্থায় অভ্যন্তরীণ পর্যালোচনায় সক্রিয় হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এমনিতেই শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হল একের পর এক ছোট-বড়-মাঝারি নেতার দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়া । আর এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের মতোই ভাবনাচিন্তা করেই এবার লোকসভায় এগোতে চাইছে তৃণমূল ।

এখনই দলের তরফ থেকে বর্তমান সাংসদদের মধ্যে কাদের বাদ দেওয়া হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া না হলেও দলের অভ্যন্তরে রীতিমতো ঘষামাজার কাজ শুরু হয়ে গিয়েছে । এক্ষেত্রে পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ঠিক করার ক্ষেত্রে যারা বর্তমানে দলের সংসদ রয়েছেন তাদের পারফরম্যান্স খতিয়ে দেখা হচ্ছে । গত পাঁচ বছরে কে, কেমন কাজ করেছেন, কতটা জনসংযোগ করতে পেরেছেন, সংসদেও দলের হয়ে কতটা বক্তব্য রাখতে পেরেছেন, সবটাই থাকছে আতস কাচের তলায় । যদিও শেষ পর্যন্ত প্রার্থী ঠিক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে কেন্দ্র ধরে ধরে গ্রাউন্ড জিরোর রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূলের উপদেষ্টা সংস্থা আইপ্যাক ৷

দলের এক শীর্ষ নেতার কথায়, আইপ্যাকের কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছেন। এক্ষেত্রে তারা দেখছেন সাংসদদের জনসংযোগ, কাজে স্বচ্ছতা, এমপি ল্যাডের টাকায় উন্নয়ন, সংসদের ভিতরে এবং বাইরে তাঁদের পারফরমেন্স,সাংগঠনিক কাজকর্মে অংশগ্রহণ এবং সামগ্রিকভাবে নিজের লোকসভা ক্ষেত্রের মানুষের কাছে সংশ্লিষ্ট সাংসদের গ্রহণযোগ্যতা। এই সামগ্রিক মানদণ্ডের বিচারে একটা রিপোর্ট তারা তৈরি করে, নির্বাচনের আগে তা পেশ করা হবে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর, শীর্ষ নেতৃত্ব ঠিক করবে অপেক্ষাকৃত খারাপ পারফরম্যান্স থাকা সাংসদদের ভবিতব্য কী হবে।

আরও পড়ুন: 'শিক্ষা আগেই গিয়েছে, খাদ্য গেল, এবার স্বাস্থ্য যাবে জেলে,' মন্তব্য শুভেন্দুর

তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার রিপোর্ট তৈরির ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়টিতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা 23। এরমধ্যে অধিকারী পরিবারের 2 সদস্য তৃণমূল কংগ্রেসের টিকিটের সাংসদ হলেও তাঁরা রয়েছেন বিজেপিতে। একইভাবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বিজেপির টিকিটে জিতলেও তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। এরপরও বিজেপির 17 জন সাংসদ রয়েছেন গোটা রাজ্যে। এই 17টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে সেটাই এই মুহূর্তে প্রধান আলোচনার বিষয়।

আরও পড়ুন: বৃহত্তর স্বার্থে 'ইন্ডিয়া' জোট, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়: ইয়েচুরি

একইসঙ্গে বর্তমানে যাঁরা তৃণমূল সাংসদ রয়েছেন তাঁরা সকলেই যে টিকিট পাবেন না একথা ভালোভাবেই ওই নেতারাও জানেন। সে ক্ষেত্রে এই বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে এই স্বচ্ছতার প্রশ্ন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদের বিরুদ্ধে সারদা, নারদা, রোজভ্যালি-সহ একাধিক মামলায় অভিযোগ উঠেছে। সাম্প্রতিক তার সঙ্গে যুক্ত হয়েছে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মতো সাংঘাতিক অভিযোগ । মোটের উপর এই সমস্ত অভিযোগ সরিয়ে কীভাবে আগামী দিনে লোকসভার প্রার্থী নির্বাচন করবে তৃণমূল, সেই দিকেই সকলের নজর থাকবে ৷

কলকাতা, 3 নভেম্বর: দুয়ারে কড়া নাড়ছে 2024 এর লোকসভা নির্বাচন। এই অবস্থায় অভ্যন্তরীণ পর্যালোচনায় সক্রিয় হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এমনিতেই শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হল একের পর এক ছোট-বড়-মাঝারি নেতার দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়া । আর এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের মতোই ভাবনাচিন্তা করেই এবার লোকসভায় এগোতে চাইছে তৃণমূল ।

এখনই দলের তরফ থেকে বর্তমান সাংসদদের মধ্যে কাদের বাদ দেওয়া হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া না হলেও দলের অভ্যন্তরে রীতিমতো ঘষামাজার কাজ শুরু হয়ে গিয়েছে । এক্ষেত্রে পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ঠিক করার ক্ষেত্রে যারা বর্তমানে দলের সংসদ রয়েছেন তাদের পারফরম্যান্স খতিয়ে দেখা হচ্ছে । গত পাঁচ বছরে কে, কেমন কাজ করেছেন, কতটা জনসংযোগ করতে পেরেছেন, সংসদেও দলের হয়ে কতটা বক্তব্য রাখতে পেরেছেন, সবটাই থাকছে আতস কাচের তলায় । যদিও শেষ পর্যন্ত প্রার্থী ঠিক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে কেন্দ্র ধরে ধরে গ্রাউন্ড জিরোর রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূলের উপদেষ্টা সংস্থা আইপ্যাক ৷

দলের এক শীর্ষ নেতার কথায়, আইপ্যাকের কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছেন। এক্ষেত্রে তারা দেখছেন সাংসদদের জনসংযোগ, কাজে স্বচ্ছতা, এমপি ল্যাডের টাকায় উন্নয়ন, সংসদের ভিতরে এবং বাইরে তাঁদের পারফরমেন্স,সাংগঠনিক কাজকর্মে অংশগ্রহণ এবং সামগ্রিকভাবে নিজের লোকসভা ক্ষেত্রের মানুষের কাছে সংশ্লিষ্ট সাংসদের গ্রহণযোগ্যতা। এই সামগ্রিক মানদণ্ডের বিচারে একটা রিপোর্ট তারা তৈরি করে, নির্বাচনের আগে তা পেশ করা হবে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর, শীর্ষ নেতৃত্ব ঠিক করবে অপেক্ষাকৃত খারাপ পারফরম্যান্স থাকা সাংসদদের ভবিতব্য কী হবে।

আরও পড়ুন: 'শিক্ষা আগেই গিয়েছে, খাদ্য গেল, এবার স্বাস্থ্য যাবে জেলে,' মন্তব্য শুভেন্দুর

তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার রিপোর্ট তৈরির ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়টিতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা 23। এরমধ্যে অধিকারী পরিবারের 2 সদস্য তৃণমূল কংগ্রেসের টিকিটের সাংসদ হলেও তাঁরা রয়েছেন বিজেপিতে। একইভাবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বিজেপির টিকিটে জিতলেও তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। এরপরও বিজেপির 17 জন সাংসদ রয়েছেন গোটা রাজ্যে। এই 17টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে সেটাই এই মুহূর্তে প্রধান আলোচনার বিষয়।

আরও পড়ুন: বৃহত্তর স্বার্থে 'ইন্ডিয়া' জোট, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়: ইয়েচুরি

একইসঙ্গে বর্তমানে যাঁরা তৃণমূল সাংসদ রয়েছেন তাঁরা সকলেই যে টিকিট পাবেন না একথা ভালোভাবেই ওই নেতারাও জানেন। সে ক্ষেত্রে এই বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে এই স্বচ্ছতার প্রশ্ন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদের বিরুদ্ধে সারদা, নারদা, রোজভ্যালি-সহ একাধিক মামলায় অভিযোগ উঠেছে। সাম্প্রতিক তার সঙ্গে যুক্ত হয়েছে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মতো সাংঘাতিক অভিযোগ । মোটের উপর এই সমস্ত অভিযোগ সরিয়ে কীভাবে আগামী দিনে লোকসভার প্রার্থী নির্বাচন করবে তৃণমূল, সেই দিকেই সকলের নজর থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.