কলকাতা, 24 এপ্রিল: বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনদের তালিকায় ফিরহাদ হাকিম অন্যতম গুরুত্বপূর্ণ নাম । সম্প্রতি পার্কিং বিতর্কে সেই ফিরহাদের উপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটেছিলেন বলে তৃণমূলের অন্দর থেকে খবর মিলেছিল । কিন্তু ফিরহাদের উপর যে তাঁর আস্থা যে এতটুকু কমেনি, তা আরও একবার সোমবার প্রমাণিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল । কারণ, এদিন সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও বীরভূমের সংগঠনে কলকাতার মেয়রকে বাড়তি দায়িত্ব দেওয়া হল তৃণমূলের তরফে । সংখ্যালঘু মানুষের মন বুঝতে এবার জেলায় জেলায় তাঁকে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী ৷
অতীতে যখন তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পদ ছিল তখন মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক ছিলেন ফিরহাদ হাকিম । তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠন থেকে পর্যবেক্ষক পদ বিলুপ্ত হয়েছে । তবে সাগরদিঘি উপনির্বাচনের পর সংখ্যালঘুদের সমর্থন নিয়ে যথেষ্ট চিন্তিত এই রাজ্যের শাসকদল ৷ সেই জায়গা থেকে রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ হিসাবে ফিরহাদকেই এবার তৃণমূল ব্যবহার করতে চাইছে বলে মত রাজনৈতিক মহল ।
ঘাসফুল শিবিরের অন্দরের খবর, তাই সরাসরি পর্যবেক্ষক নাম ফিরিয়ে না আনলেও এই তিন জেলায় সংখ্যালঘু মানুষজনের মন বুঝতে ফিরহাদকে জেলা সফরের দায়িত্ব দেওয়া হচ্ছে । পঞ্চায়েত নির্বাচনের আগে খুব শিগগিরই মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুুর জেলায় যাচ্ছেন ফিরহাদ । চলতি মাসের 28 তারিখ থেকেই জেলায় জেলায় সফর শুরু করবেন তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা ।
কী করতে হবে ফিরহাদকে ? কেন তিনি জেলা সফরে যাবেন ? আনুষ্ঠানিকভাবে কোনও দায়িত্বের কথা তো ফিরহাদ হাকিমের সম্পর্কে ঘোষণা করা হয়নি, তাহলে এই সফরের গুরুত্ব কোথায় ? তৃণমূলের একটা সূত্র থেকে জানা যাচ্ছে, এক্ষেত্রে ফিরহাদের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ । জেলায় জেলায় গিয়ে বিভিন্ন সংখ্যালঘু নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন । ওই জেলার সংখ্যালঘু মানুষদের অভাব অভিযোগের কথা তিনি শুনবেন ৷ আর সেই মতো দলের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের বরফ গলাতেই কি নবান্নে নীতীশ !