ETV Bharat / state

শ্যামনগরেও জগদ্দলের বিধায়কের সঙ্গে দেখা হবে না সুব্রত বকসির, অর্জুন-সোমনাথ ‘সন্ধি’ কি বিশবাঁও জলে !

Somnath Shyam: বৃহস্পতিবার শ্যামনগর উৎসবে থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসির ৷ অথচ সেই বিষয়ে জানেন না বলে দাবি করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷ তাহলে কি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে এড়াতেই সুব্রত বকসির সঙ্গে এই বৈঠকটিও এড়ালেন তিনি ?

Somnath Shyam
Somnath Shyam
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 5:16 PM IST

Updated : Jan 4, 2024, 8:36 PM IST

অর্জুন-সোমনাথ ‘সন্ধি’ কি বিশবাঁও জলে !

কলকাতা, 4 জানুয়ারি: দিনকয়েক আগে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তৃণমূলে কোনও ঝগড়া বরদাস্ত করবেন না ৷ তার পর জল্পনা ছড়িয়েছিল যে এবার সম্ভবত দ্বন্দ্ব মিটবে ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা অর্জুন সিং ও সোমনাথ শ্যামের মধ্যে ৷ প্রকাশ্য়ে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা থেকে বিরত থাকবেন এই সাংসদ ও বিধায়ক ৷

বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি ৷ বরং দ্বন্দ্ব মেটার যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও দিনের আলো দেখেনি শিল্পাঞ্চলের দুই শাসক নেতা মুখোমুখি না হওয়ার জন্য ৷ এর আগে নৈহাটি উৎসবের উদ্বোধনের ফাঁকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসির সামনে দুই নেতার মধ্যে ‘সন্ধি’ হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু অর্জুন সেখানে থাকলেও ছিলেন না জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷

বৃহস্পতিবার সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ এ দিন শ্যামনগর উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসির৷ মনে করা হয়েছিল, সেখানে অর্জুন-সোমনাথের ‘সন্ধি’তে মধ্যস্থতা করতে পারেন ঘাসফুলের রাজ্য সভাপতি ৷ কিন্তু এ দিন সোমনাথ শ্যাম জানিয়ে দিয়েছেন যে শ্যামনগর উৎসবে তিনি আমন্ত্রিতই নন ৷

তাঁর আরও দাবি, তিনি এখন পাটশিল্প সংক্রান্ত বৈঠক নিয়ে ব্যস্ত ৷ তাই আদৌ যে রাজ্য সভাপতি সেখানে যাবেন, সেই বিষয়টি তিনি জানেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের ৷ সোমনাথের আরও দাবি, নৈহাটি উৎসবেও তিনি আমন্ত্রিত ছিলেন না ৷ তাই সেখানে তাঁর থাকার কথাও ছিল না ৷

"কেন বিধায়ক-কে ডাকতে যাব ! ওনাকে তো কোনও দিন দরকারই হয়নি !" শ‍্যামনগর উৎসবে জগদ্দলের বিধায়কের আমন্ত্রণ না-পাওয়া নিয়ে এভাবেই নাম না-করে সোমনাথ শ‍্যামকে জবাব দিলেন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সোমনাথ তালুকদার । তিনি এই উৎসব কমিটির সভাপতিও বটে ।

স্বভাবতই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শ‍্যামনগর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির ছিলেন সোমনাথ শ‍্যাম । তবে আমন্ত্রিত থাকায় সেই উৎসবে সামিল হয়েছিলেন তৃণমূলের রাজ‍্য সভাপতি সুব্রত বকসি এবং ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এনিয়ে অর্জুন অবশ্য বল ঠেলেছেন আয়োজকদের ঘাড়েই । তিনি বলেন, "কাকে ডাকা হয়েছে, না হয়েছে সেটা উৎসব কমিটিই বলতে পারবে । আমার এ বিষয়ে কিছু জানা নেই"।

তবে, এনিয়ে কোনও রাগঢাক না রেখেই জগদ্দলের তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ উৎসব কমিটির সভাপতি তথা তৃণমূল নেতা সোমনাথ তালুকদার । তাঁর কথায়, "বিধায়ক কোথায় থাকেন, কোথায় যান তা কেউ জানে না । আমরাও ওনাকে এলাকায় দেখতে পাই না । এটা সকলের উৎসব । সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে । সাংসদ-কে তো ডাকতে হয়নি ! উনি তো এই উৎসবে সহযোগিতা করেছেন ।"

উল্লেখ্য, ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর থেকেই অর্জুন সিং ও সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ৷ প্রকাশ্য়ে এই ঘটনা নিয়ে অর্জুনের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সোমনাথ ৷ পালটা জবাব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও ৷ প্রায় রোজই দুই নেতার মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধ চলতেই থাকে ৷ লোকসভা নির্বাচনের আগে শিল্পাঞ্চলের রাজনীতিতে এর প্রভাব পড়ছে বলেই অনেকের মত ৷

রাজনৈতিক মহল বলছে, 2009 সাল থেকে এই আসনটি জিতছিল তৃণমূল ৷ 2019 সালে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ওই আসনে জেতেন ৷ এখন তিনি আবার তৃণমূলে ৷ এই পরিস্থিতিতে এবার ব্যারাকপুরে ঘাসফুট ফোটাতে মরিয়া বাংলার শাসক দল ৷ তাই এই দুই নেতাকে এখনই থামানো না গেলে ভোটে এর প্রভাব পড়তে পারে ৷ কিন্তু সোমনাথ শ্যাম যদি এভাবে রাজ্য সভাপতিকে এড়িয়ে যান, তাহলে আদৌ অর্জুনের সঙ্গে তাঁর ‘সন্ধি’ হবে ! এটাই এখন ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. সমঝতার পক্ষে নেই শ্যাম, অর্জুনের বিরুদ্ধে পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি
  2. 'দ্বন্দ্ব ঠেকাতে' বৈঠকের কথা অস্বীকার সুব্রত বক্সীর, নৈহাটিতে উৎসব মঞ্চে শুধুই অর্জুন
  3. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার

অর্জুন-সোমনাথ ‘সন্ধি’ কি বিশবাঁও জলে !

কলকাতা, 4 জানুয়ারি: দিনকয়েক আগে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তৃণমূলে কোনও ঝগড়া বরদাস্ত করবেন না ৷ তার পর জল্পনা ছড়িয়েছিল যে এবার সম্ভবত দ্বন্দ্ব মিটবে ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা অর্জুন সিং ও সোমনাথ শ্যামের মধ্যে ৷ প্রকাশ্য়ে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা থেকে বিরত থাকবেন এই সাংসদ ও বিধায়ক ৷

বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি ৷ বরং দ্বন্দ্ব মেটার যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও দিনের আলো দেখেনি শিল্পাঞ্চলের দুই শাসক নেতা মুখোমুখি না হওয়ার জন্য ৷ এর আগে নৈহাটি উৎসবের উদ্বোধনের ফাঁকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসির সামনে দুই নেতার মধ্যে ‘সন্ধি’ হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু অর্জুন সেখানে থাকলেও ছিলেন না জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷

বৃহস্পতিবার সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ এ দিন শ্যামনগর উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসির৷ মনে করা হয়েছিল, সেখানে অর্জুন-সোমনাথের ‘সন্ধি’তে মধ্যস্থতা করতে পারেন ঘাসফুলের রাজ্য সভাপতি ৷ কিন্তু এ দিন সোমনাথ শ্যাম জানিয়ে দিয়েছেন যে শ্যামনগর উৎসবে তিনি আমন্ত্রিতই নন ৷

তাঁর আরও দাবি, তিনি এখন পাটশিল্প সংক্রান্ত বৈঠক নিয়ে ব্যস্ত ৷ তাই আদৌ যে রাজ্য সভাপতি সেখানে যাবেন, সেই বিষয়টি তিনি জানেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের ৷ সোমনাথের আরও দাবি, নৈহাটি উৎসবেও তিনি আমন্ত্রিত ছিলেন না ৷ তাই সেখানে তাঁর থাকার কথাও ছিল না ৷

"কেন বিধায়ক-কে ডাকতে যাব ! ওনাকে তো কোনও দিন দরকারই হয়নি !" শ‍্যামনগর উৎসবে জগদ্দলের বিধায়কের আমন্ত্রণ না-পাওয়া নিয়ে এভাবেই নাম না-করে সোমনাথ শ‍্যামকে জবাব দিলেন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সোমনাথ তালুকদার । তিনি এই উৎসব কমিটির সভাপতিও বটে ।

স্বভাবতই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শ‍্যামনগর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির ছিলেন সোমনাথ শ‍্যাম । তবে আমন্ত্রিত থাকায় সেই উৎসবে সামিল হয়েছিলেন তৃণমূলের রাজ‍্য সভাপতি সুব্রত বকসি এবং ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এনিয়ে অর্জুন অবশ্য বল ঠেলেছেন আয়োজকদের ঘাড়েই । তিনি বলেন, "কাকে ডাকা হয়েছে, না হয়েছে সেটা উৎসব কমিটিই বলতে পারবে । আমার এ বিষয়ে কিছু জানা নেই"।

তবে, এনিয়ে কোনও রাগঢাক না রেখেই জগদ্দলের তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ উৎসব কমিটির সভাপতি তথা তৃণমূল নেতা সোমনাথ তালুকদার । তাঁর কথায়, "বিধায়ক কোথায় থাকেন, কোথায় যান তা কেউ জানে না । আমরাও ওনাকে এলাকায় দেখতে পাই না । এটা সকলের উৎসব । সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে । সাংসদ-কে তো ডাকতে হয়নি ! উনি তো এই উৎসবে সহযোগিতা করেছেন ।"

উল্লেখ্য, ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর থেকেই অর্জুন সিং ও সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ৷ প্রকাশ্য়ে এই ঘটনা নিয়ে অর্জুনের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সোমনাথ ৷ পালটা জবাব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও ৷ প্রায় রোজই দুই নেতার মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধ চলতেই থাকে ৷ লোকসভা নির্বাচনের আগে শিল্পাঞ্চলের রাজনীতিতে এর প্রভাব পড়ছে বলেই অনেকের মত ৷

রাজনৈতিক মহল বলছে, 2009 সাল থেকে এই আসনটি জিতছিল তৃণমূল ৷ 2019 সালে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ওই আসনে জেতেন ৷ এখন তিনি আবার তৃণমূলে ৷ এই পরিস্থিতিতে এবার ব্যারাকপুরে ঘাসফুট ফোটাতে মরিয়া বাংলার শাসক দল ৷ তাই এই দুই নেতাকে এখনই থামানো না গেলে ভোটে এর প্রভাব পড়তে পারে ৷ কিন্তু সোমনাথ শ্যাম যদি এভাবে রাজ্য সভাপতিকে এড়িয়ে যান, তাহলে আদৌ অর্জুনের সঙ্গে তাঁর ‘সন্ধি’ হবে ! এটাই এখন ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. সমঝতার পক্ষে নেই শ্যাম, অর্জুনের বিরুদ্ধে পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি
  2. 'দ্বন্দ্ব ঠেকাতে' বৈঠকের কথা অস্বীকার সুব্রত বক্সীর, নৈহাটিতে উৎসব মঞ্চে শুধুই অর্জুন
  3. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
Last Updated : Jan 4, 2024, 8:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.