যাদবপুর, 4 জুন : নিরাপদ নয় যাদবপুরের 99 ওয়ার্ডের পৌরনিগমের জল । পাওয়া গেছে জন্ডিসের জীবাণু । স্বীকার করেছিলেন খোদ কলকাতার মেয়র । এর প্রেক্ষিতেই ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় আজ মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দেন ।
বিষয়টি নিয়ে পদক্ষেপের জন্য মেয়রকে ধন্যবাদ জানান । এরপর চিঠিতে তিনটি দাবি জানান তিনি । বাসিন্দাদের আতঙ্ক মুক্ত করতে সরকারি বিজ্ঞপ্তি জারি, নলকূপের জল সরবরাহ বন্ধ এবং মরচে ধরা পাইপগুলো PVC পাইপ দিয়ে পরিবর্তন করার দাবি করা হয়েছে চিঠিতে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মুহূর্তে প্রায় 30 জন আক্রান্ত রয়েছেন হেপাটাইটিস-A তে । বর্তমানে তার সংখ্যা বৃদ্ধি না পেলেও আতঙ্কে ভুগছেন স্থানীয়রা । পৌরনিগমের জলের গাড়িতে জল পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায় । বিজ্ঞান মঞ্চের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা গড়ে তুলছেন । পৌরকর্মীরা রক্তের নমুনা সংগ্রহ করেছেন ।
সম্প্রতি, পৌরনিগমের জলে জন্ডিস জীবাণু পাওয়ার পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, এলাকায় নজরদারি চালানো হবে ।