ETV Bharat / state

TMC on Madan-SSKM Issue: বিরোধী নিশানার মধ্যেও মদন এপিসোড ক্লোজ চ্যাপ্টার বলে দাবি তৃণমূলের

মদন মিত্র ইস্যুতে তৃণমূলকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা ৷ গতকাল কুণাল ঘোষের সঙ্গে মদনের বৈঠকের পর, তৃণমূল বিষয়টিকে ক্লোজড ইস্যু বললেও, এসএসকেএম নিয়ে মদনের তোলা অভিযোগকে সত্যি বলে দাবি করা হয়েছে ৷ আর এ নিয়ে মদনকে সমর্থনও করছে বিজেপি ও বামেরা ৷

TMC on Madan Mitra-SSKM Issue ETV BHARAT
TMC on Madan Mitra-SSKM Issue
author img

By

Published : May 21, 2023, 6:07 PM IST

কলকাতা, 21 মে: তৃণমূলের দাবি মদন মিত্রের চ্যাপ্টার ক্লোজড ৷ কিন্তু, শাসকপক্ষ বললেই কি ক্লোজড ? বিরোধীরাও নাছড়-বান্দা ৷ শাসকশিবিরকে নিশানা করে বিরোধীদের বক্তব্য, ঠিক বলেছেন মদন ৷ এসএসকেএম-এর বাস্তব চিত্রটাই তুলে ধরেছেন তিনি ৷ আর তাই শনিবার রাতে মদন মিত্রর সঙ্গে বৈঠকে পর তৃণমূল ‘চ্যাপ্টার ক্লোজড’ বললেও ৷ সত্যিই তা ক্লোজ কিনা, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ বিশেষত, ভবানীপুর থানার মদনের বিরুদ্ধে এফআইআর হওয়ার পর ৷

মূল ঘটনার সূত্রপাত শুক্রবার রাত থেকেই ৷ অভিযোগ উঠেছে এসএসকেএম-এ রোগী ভরতি করতে গিয়ে প্রত্যাখ্যাত হন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র ৷ তারপর থেকেই একের পর এক বিস্ফোরণ ঘটান কামারহাটির বিধায়ক ৷ কখনও তাঁর নিশানায় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ৷ আবার কখনও থেকেছেন দলেরই শীর্ষ নেতারা ৷ এমনকি সিপিআইএম আমলের প্রশংসাও করে বসেন তিনি ৷ শনিবারের বেলা গড়াতে তা, স্বাস্থ্য দফতর বনাম মদন মিত্র হয়ে যায় ৷ এসএসকেএম-এর ডিরেক্টর দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেছেন ৷

তবে, পরিস্থিতি কিছুটা বদল হয় রাতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর ৷ সেই বৈঠকের পর আপাতত মুখে কুলুপ এটেছেন মিস্টার ‘কালারফুল’ ৷ কিন্তু, তাঁর তোলা বিতর্ক থামার নাম নেই ৷ মদনের বক্তব্যের সমর্থনে শাসকদলকে নিশানা চলছেই বিরোধীদের ৷ রবিবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘মদন মিত্রের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে ৷ কিন্তু, তিনি বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের ভরতির বিষয়ে উদ্যোগী হয়েছেন ৷ মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি ৷ এখন যাঁরা তৃণমূলের বিধায়ক হয়েছেন ৷ তাঁদের অনেকেই এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না ৷ মদন মিত্র সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে ৷’’

এ দিন মদন মিত্রের বিরুদ্ধে এসএসকেএম কর্তৃপক্ষের দায়ের করা এফআইআর-এর নিন্দা করেছেন শঙ্কু ৷ একই সঙ্গে তিনি দাবি করেছেন, এসএসকেএম নিয়ে মদন মিত্রের তোলা সমস্ত অভিযোগই সত্যি ৷ একইভাবে মদন মিত্রকে সমর্থন করতে দেখা গিয়েছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকেও ৷ মদনের ‘এক মিনিটে রোগী ভরতি’ মন্তব্যকে সমর্থন করেছেন সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন: এসএসকেএম কাণ্ডে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের এফআইআর

সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বলেন, ‘‘মদন মিত্র তো ঠিকই বলেছেন, সিপিএম আমলে এসএসকেএম-এ রোগী ভরতি করতে তো এক মিনিট লাগতো ৷ এখন দালাল চক্র সক্রিয় ৷ ক্ষমতার দালাল, টাকার দালাল ৷ এক্ষেত্রে মদন মিত্রও কিছু করতে পারছেন না ৷ এই মুহূর্তে কত দালাল আছে তার হিসেব নেই ৷’’ এমনকী তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়েও খোঁচা দেন সুজন ৷ তাঁর মতে, তৃণমূলে পুরনোদের তৃণমূলের আর গুরুত্ব নেই ৷ তাই মদন মিত্রের গলাতেও সেই অভিমান ৷ এমনকী মদনের ‘সে নো টু পিজি’ মন্তব্যেরও সমর্থন করেন সুজন ৷

যদিও, এই নিয়ে তৃণমূল কংগ্রেস আলাদা করে মুখ খুলতে চাইছে না ৷ কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর, ঘাসফুল শিবির বলছে বিষয়টি ক্লোজ চ্যাপ্টার ৷ কিন্তু, মদন মিত্র রাজ্যের অন্যতম প্রধান সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-কে নিয়ে যে বিতর্ক তুলে দিয়েছেন ৷ তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই ৷

কলকাতা, 21 মে: তৃণমূলের দাবি মদন মিত্রের চ্যাপ্টার ক্লোজড ৷ কিন্তু, শাসকপক্ষ বললেই কি ক্লোজড ? বিরোধীরাও নাছড়-বান্দা ৷ শাসকশিবিরকে নিশানা করে বিরোধীদের বক্তব্য, ঠিক বলেছেন মদন ৷ এসএসকেএম-এর বাস্তব চিত্রটাই তুলে ধরেছেন তিনি ৷ আর তাই শনিবার রাতে মদন মিত্রর সঙ্গে বৈঠকে পর তৃণমূল ‘চ্যাপ্টার ক্লোজড’ বললেও ৷ সত্যিই তা ক্লোজ কিনা, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ বিশেষত, ভবানীপুর থানার মদনের বিরুদ্ধে এফআইআর হওয়ার পর ৷

মূল ঘটনার সূত্রপাত শুক্রবার রাত থেকেই ৷ অভিযোগ উঠেছে এসএসকেএম-এ রোগী ভরতি করতে গিয়ে প্রত্যাখ্যাত হন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র ৷ তারপর থেকেই একের পর এক বিস্ফোরণ ঘটান কামারহাটির বিধায়ক ৷ কখনও তাঁর নিশানায় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ৷ আবার কখনও থেকেছেন দলেরই শীর্ষ নেতারা ৷ এমনকি সিপিআইএম আমলের প্রশংসাও করে বসেন তিনি ৷ শনিবারের বেলা গড়াতে তা, স্বাস্থ্য দফতর বনাম মদন মিত্র হয়ে যায় ৷ এসএসকেএম-এর ডিরেক্টর দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেছেন ৷

তবে, পরিস্থিতি কিছুটা বদল হয় রাতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর ৷ সেই বৈঠকের পর আপাতত মুখে কুলুপ এটেছেন মিস্টার ‘কালারফুল’ ৷ কিন্তু, তাঁর তোলা বিতর্ক থামার নাম নেই ৷ মদনের বক্তব্যের সমর্থনে শাসকদলকে নিশানা চলছেই বিরোধীদের ৷ রবিবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘মদন মিত্রের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে ৷ কিন্তু, তিনি বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের ভরতির বিষয়ে উদ্যোগী হয়েছেন ৷ মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি ৷ এখন যাঁরা তৃণমূলের বিধায়ক হয়েছেন ৷ তাঁদের অনেকেই এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না ৷ মদন মিত্র সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে ৷’’

এ দিন মদন মিত্রের বিরুদ্ধে এসএসকেএম কর্তৃপক্ষের দায়ের করা এফআইআর-এর নিন্দা করেছেন শঙ্কু ৷ একই সঙ্গে তিনি দাবি করেছেন, এসএসকেএম নিয়ে মদন মিত্রের তোলা সমস্ত অভিযোগই সত্যি ৷ একইভাবে মদন মিত্রকে সমর্থন করতে দেখা গিয়েছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকেও ৷ মদনের ‘এক মিনিটে রোগী ভরতি’ মন্তব্যকে সমর্থন করেছেন সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন: এসএসকেএম কাণ্ডে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের এফআইআর

সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বলেন, ‘‘মদন মিত্র তো ঠিকই বলেছেন, সিপিএম আমলে এসএসকেএম-এ রোগী ভরতি করতে তো এক মিনিট লাগতো ৷ এখন দালাল চক্র সক্রিয় ৷ ক্ষমতার দালাল, টাকার দালাল ৷ এক্ষেত্রে মদন মিত্রও কিছু করতে পারছেন না ৷ এই মুহূর্তে কত দালাল আছে তার হিসেব নেই ৷’’ এমনকী তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়েও খোঁচা দেন সুজন ৷ তাঁর মতে, তৃণমূলে পুরনোদের তৃণমূলের আর গুরুত্ব নেই ৷ তাই মদন মিত্রের গলাতেও সেই অভিমান ৷ এমনকী মদনের ‘সে নো টু পিজি’ মন্তব্যেরও সমর্থন করেন সুজন ৷

যদিও, এই নিয়ে তৃণমূল কংগ্রেস আলাদা করে মুখ খুলতে চাইছে না ৷ কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর, ঘাসফুল শিবির বলছে বিষয়টি ক্লোজ চ্যাপ্টার ৷ কিন্তু, মদন মিত্র রাজ্যের অন্যতম প্রধান সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-কে নিয়ে যে বিতর্ক তুলে দিয়েছেন ৷ তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.