কলকাতা, 31 জুলাই : দুর্গাপুজো করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাসবিহারী অ্যাভিনিউর শীতলাতলায় । BJP কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন ৷ পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
পুজোর দখল কে নেবে ? সেই নিয়ে ঘটনার সূত্রপাত । আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র সংঘর্ষ বাধে । সম্প্রতি, সেখানে BJP-র তরফে খুঁটিপুজো করা হয় । গতকাল সন্ধ্যায় এলাকায় আসেন BJP নেতা সায়ন্তন বসু । এরপরই ক্লাবের সদস্য তথা তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । BJP-কর্মীদের ঘিরে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় ৷ খুঁটি পুজোর বাঁশ উপড়ে ফেলে দেন তৃণমূলের মহিলা কর্মীরা । তাঁরা জানান, নতুন করে আবার খুঁটিপুজো হবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ BJP কর্মীদের উদ্ধার করে টালিগঞ্জ থানায় নিয়ে আসা হয় । এদিকে তৃণমূল কর্মীরাও টালিগঞ্জ থানায় চলে আসেন । নতুন করে আবার উত্তেজনা শুরু হয় ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-rashbiharibjptmcclashpicvis-wbc10003_31072019064507_3107f_1564535707_329.jpeg)
এই বিষয়ে, স্থানীয় BJP নেতা অজয় অগ্নিহোত্রী বলেন, "আমরা কোনও রাজনৈতিক পরিচয় ছাড়াই ওই ক্লাবে গেছিলাম । আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । সায়ন্তন বসুও গেছিলেন । কিন্তু সেখানে পৌঁছানোর পর তৃণমূল কর্মীরা আমাদের ওপর হামলা চালায় । গাড়িও ভাঙচুর করা হয় ।" এদিকে, অসুস্থবোধ করায় অজয়কে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ।
ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টালিগঞ্জ থানায় । অন্যদিকে, BJP-র বিরুদ্ধেও পালটা অভিযোগ করেছে তৃণমূল ।