ETV Bharat / state

পুজো করা নিয়ে ধুন্ধুমার রাসবিহারীতে, খুঁটি উপড়ে ফেললেন তৃণমূল কর্মীরা ! - tollygunje

গতকাল সন্ধ্যায় রাসবিহারী অ্যাভিনিউর শীতলাতলায় দুর্গাপুজো করা নিয়ে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন ৷ তৃণমূলের বিরুদ্ধে BJP কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 31, 2019, 7:54 AM IST

কলকাতা, 31 জুলাই : দুর্গাপুজো করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাসবিহারী অ্যাভিনিউর শীতলাতলায় । BJP কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন ৷ পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পুজোর দখল কে নেবে ? সেই নিয়ে ঘটনার সূত্রপাত । আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র সংঘর্ষ বাধে । সম্প্রতি, সেখানে BJP-র তরফে খুঁটিপুজো করা হয় । গতকাল সন্ধ্যায় এলাকায় আসেন BJP নেতা সায়ন্তন বসু । এরপরই ক্লাবের সদস্য তথা তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । BJP-কর্মীদের ঘিরে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় ৷ খুঁটি পুজোর বাঁশ উপড়ে ফেলে দেন তৃণমূলের মহিলা কর্মীরা । তাঁরা জানান, নতুন করে আবার খুঁটিপুজো হবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ BJP কর্মীদের উদ্ধার করে টালিগঞ্জ থানায় নিয়ে আসা হয় । এদিকে তৃণমূল কর্মীরাও টালিগঞ্জ থানায় চলে আসেন । নতুন করে আবার উত্তেজনা শুরু হয় ।

image
টালিগঞ্জ থানার সামনে উত্তেজিত তৃণমূল ও BJP কর্মীরা

এই বিষয়ে, স্থানীয় BJP নেতা অজয় অগ্নিহোত্রী বলেন, "আমরা কোনও রাজনৈতিক পরিচয় ছাড়াই ওই ক্লাবে গেছিলাম । আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । সায়ন্তন বসুও গেছিলেন । কিন্তু সেখানে পৌঁছানোর পর তৃণমূল কর্মীরা আমাদের ওপর হামলা চালায় । গাড়িও ভাঙচুর করা হয় ।" এদিকে, অসুস্থবোধ করায় অজয়কে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ।

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টালিগঞ্জ থানায় । অন্যদিকে, BJP-র বিরুদ্ধেও পালটা অভিযোগ করেছে তৃণমূল ।

কলকাতা, 31 জুলাই : দুর্গাপুজো করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাসবিহারী অ্যাভিনিউর শীতলাতলায় । BJP কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন ৷ পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পুজোর দখল কে নেবে ? সেই নিয়ে ঘটনার সূত্রপাত । আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র সংঘর্ষ বাধে । সম্প্রতি, সেখানে BJP-র তরফে খুঁটিপুজো করা হয় । গতকাল সন্ধ্যায় এলাকায় আসেন BJP নেতা সায়ন্তন বসু । এরপরই ক্লাবের সদস্য তথা তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । BJP-কর্মীদের ঘিরে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় ৷ খুঁটি পুজোর বাঁশ উপড়ে ফেলে দেন তৃণমূলের মহিলা কর্মীরা । তাঁরা জানান, নতুন করে আবার খুঁটিপুজো হবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ BJP কর্মীদের উদ্ধার করে টালিগঞ্জ থানায় নিয়ে আসা হয় । এদিকে তৃণমূল কর্মীরাও টালিগঞ্জ থানায় চলে আসেন । নতুন করে আবার উত্তেজনা শুরু হয় ।

image
টালিগঞ্জ থানার সামনে উত্তেজিত তৃণমূল ও BJP কর্মীরা

এই বিষয়ে, স্থানীয় BJP নেতা অজয় অগ্নিহোত্রী বলেন, "আমরা কোনও রাজনৈতিক পরিচয় ছাড়াই ওই ক্লাবে গেছিলাম । আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । সায়ন্তন বসুও গেছিলেন । কিন্তু সেখানে পৌঁছানোর পর তৃণমূল কর্মীরা আমাদের ওপর হামলা চালায় । গাড়িও ভাঙচুর করা হয় ।" এদিকে, অসুস্থবোধ করায় অজয়কে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ।

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টালিগঞ্জ থানায় । অন্যদিকে, BJP-র বিরুদ্ধেও পালটা অভিযোগ করেছে তৃণমূল ।

Intro:দুর্গাপুজো করা নিয়ে কে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল রাসবিহারী অ্যাভিনিউর শীতলাতলা।দফায় দফায় সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।Body:জানা গিয়েছে, এখানে "আদি দক্ষিণ কলকাতা বারোয়ারী সমিতির পুজো দখল কে কেন্দ্র করে তৃণমূল, বিজেপির সংঘর্ষ বাধে। পুজোর দখল কে নেবে সেই নিয়ে ঘটনার সূত্রপাত। সম্প্রতি, বিজেপির তরফে খুঁটি পুজো করা হয়। এদিন সন্ধেবেলায় বিজেপি নেতা সায়ন্তন বসু এলাকায় আসেন। এরপরই ক্লাব সদস্য তথা তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের ঘিরে রেখে মারধর করা হয়। তাঁদের গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি কর্মীদের উদ্ধার করে টালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এদিকে এরপরই তৃণমূল কর্মীরাও টালিগঞ্জ থানায় চলে আসেন। ফলে নতুন করে আবার উত্তেজনা শুরু হয়।Conclusion:বিজেপি নেতা, অজয় অগ্নিহোত্রী বলেন, আমরা ব্যক্তি হিসেবে ওই ক্লাবে গেছিলাম। আমাদের কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সায়ন্তন বসু'ও ব্যক্তি হিসেবেই গেছিলেন। কিন্তু সেখানে তৃণমূল কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমাদের গাড়িতে ভাঙচুর করে। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন জখম। এমনকি মারের হাত থেকে অজয় বাবু নিজেও রেহাই পাননি। ঘটনার পরই অসুস্থবোধ করায় তিনি সিএমআরআইতে ভর্তি হন। এই বিষয়ে অবশ্য বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টালিগঞ্জ থানায়। অপরদিকে, বিজেপির বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। অন্যদিকে, বিজেপির করা খুটি পুজো উপড়ে ফেলে দেন তৃণমূলের মহিলা কর্মীরা। তাঁরা জানান, নতুন করে আবার খুটি পুজো হবে। এদিকে গোটা ঘটনায় থমথমে এলাকা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.