ETV Bharat / state

TMC Foundation Day: 25-এ পা তৃণমূলের, রাজ্যজুড়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন - মমতা বন্দ্যোপাধ্যায়

1 জানুয়ারি 2023, তৃণমূল কংগ্রেসের 25-তম প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)৷ দলনেত্রীর নির্দেশানুসারে সামাজিক কাজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বাংলার শাসক দলের প্রতিষ্ঠা দিবস ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 1, 2023, 11:11 AM IST

Updated : Jan 1, 2023, 11:24 AM IST

কলকাতা, 1 জানুয়ারি: আজ 25 বছরে পদার্পণ করল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC 25th Foundation Day Celebrations Across State)। 1998 সালে আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেখতে দেখতে 25 বছর পার করল তাঁর সেই দল । দলনেত্রীর নির্দেশে রবিবার প্রতিষ্ঠা দিবসের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করছে তৃণমূল । কোথাও রক্তদান শিবির, কোথাও বা শীতবস্ত্র প্রদান বা গরীব শিশুদের জন্য ফল-মিষ্টি বিতরণ ৷ এইসবের মধ্যে দিয়েই পালিত হবে তৃণমূলের 25-তম প্রতিষ্ঠা দিবস(TMC Foundation Day)৷

তবে শাসকদলের তরফ থেকে জানা গিয়েছে মূল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে তাঁদের বর্তমান অস্থায়ী রাজ্য অফিস মেট্রোপলিটন ধাবার পাশে থাকা তৃণমূল ভবনে । তবে এ বছর প্রতিষ্ঠা দিবসের দিনে ভিত পুজো হতে চলেছে নতুন তৃণমূল ভবনের । একুশের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ায় থাকা তৃণমূলের পুরনো রাজ্য অফিসটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । সেইমতো এদিন ভিত পুজো করে নতুন তৃণমূল ভবন তৈরির কাজ শুরু করছে রাজ্যের শাসকদল । পুরনো কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে অনেকদিন । 1 জানুয়ারি নতুন বছর ও দলের প্রতিষ্ঠা দিবসে শুরু হচ্ছে নতুন কার্যালয় নির্মাণের কাজ । যার শিলান্যাস করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এছাড়াও তাঁর সঙ্গে থাকছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও । প্রতিবছরের মতো এ বছরও দলের সদর কার্যালয়ে পতাকা তোলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । সেই সময় তৃণমূল ভবনে উপস্থিত ছিল দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা ।

কলকাতা, 1 জানুয়ারি: আজ 25 বছরে পদার্পণ করল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC 25th Foundation Day Celebrations Across State)। 1998 সালে আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেখতে দেখতে 25 বছর পার করল তাঁর সেই দল । দলনেত্রীর নির্দেশে রবিবার প্রতিষ্ঠা দিবসের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করছে তৃণমূল । কোথাও রক্তদান শিবির, কোথাও বা শীতবস্ত্র প্রদান বা গরীব শিশুদের জন্য ফল-মিষ্টি বিতরণ ৷ এইসবের মধ্যে দিয়েই পালিত হবে তৃণমূলের 25-তম প্রতিষ্ঠা দিবস(TMC Foundation Day)৷

তবে শাসকদলের তরফ থেকে জানা গিয়েছে মূল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে তাঁদের বর্তমান অস্থায়ী রাজ্য অফিস মেট্রোপলিটন ধাবার পাশে থাকা তৃণমূল ভবনে । তবে এ বছর প্রতিষ্ঠা দিবসের দিনে ভিত পুজো হতে চলেছে নতুন তৃণমূল ভবনের । একুশের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ায় থাকা তৃণমূলের পুরনো রাজ্য অফিসটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । সেইমতো এদিন ভিত পুজো করে নতুন তৃণমূল ভবন তৈরির কাজ শুরু করছে রাজ্যের শাসকদল । পুরনো কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে অনেকদিন । 1 জানুয়ারি নতুন বছর ও দলের প্রতিষ্ঠা দিবসে শুরু হচ্ছে নতুন কার্যালয় নির্মাণের কাজ । যার শিলান্যাস করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এছাড়াও তাঁর সঙ্গে থাকছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও । প্রতিবছরের মতো এ বছরও দলের সদর কার্যালয়ে পতাকা তোলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । সেই সময় তৃণমূল ভবনে উপস্থিত ছিল দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন : চব্বিশের ফাইনালের মহড়া তেইশে 9 রাজ্যের বিধানসভা ভোটে

Last Updated : Jan 1, 2023, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.