4 নভেম্বর, কলকাতা: নবমী নিশিতে বেজে উঠবে 2022 দুর্গাপুজোর সমাপ্তির সুর । তবে শেষ মানে তো কোথাও তো আবার শুরুও বটে । সবমিলিয়ে মনখারাপের নবমী থেকেই আপামর বাঙালি শুরু করে দেবে আগামী বছর পুজোর অপেক্ষা । বঙ্গাব্দ ধরলে 1429 আশ্বিনের মাঝামাঝি এবছর বাজনা বেজে উঠলেও আসছে বছর কিন্তু তা নয় । বরং আশ্বিন পেরিয়ে কার্তিকে শারদোৎসবের ঢাকে কাঠি পড়বে । বাঙালির এই উৎসব ঘিরে ধুম পড়ে সারা দেশে । স্বভাবতই এবছর শেষ হওয়ার সঙ্গেই পরের বছরের নির্ঘণ্টের খোঁজ পড়ে । নতুন পঞ্জিকা প্রকাশের এখনও অনেক দেরি । কিন্তু উৎসবের সময়কাল আগেভাগে জানতে আগ্রহী সবাই । তার সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে 2023-এ দেবীপক্ষ শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে । আর শারোদৎসবের সূচনা হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে (Durga Puja 2023 Time table), আর শেষ হবে নভেম্বরের মাঝামাঝি ।
2023 সালে শারদোৎসবের নির্ঘণ্ট-
- মহালয়া: 14 অক্টোবর শনিবার (Mahalaya)
আরও পড়ুন: সুরুচিতে ঢাক বাজালেন মহারাজ, তবে মিস করছেন সানাকে
দুর্গাপুজো-
- 20 অক্টোবর, শুক্রবার- মহাষষ্ঠী
- 21 অক্টেবর, শনিবার- মহাসপ্তমী
- 22 অক্টোবর, রবিবার- মহাঅষ্টমী
- 23 অক্টোবর, সোমবার- মহানবমী
- 24 অক্টোবর, মঙ্গলবার- মহাদশমী
লক্ষ্মীপুজো- 28 অক্টোবর, শনিবার
কালীপুজো- 12 নভেম্বর, রবিবার
ভাইফোঁটা- 14 নভেম্বর, মঙ্গলবার
তাই, আসছে বছর আবার হবে ৷ মায়ের বিদায়ে বিষাদের সঙ্গে সঙ্গে আগামীর দিন গোনাও শুরু ।