কলকাতা, 27 অগাস্ট : বোমারু মিজান ওরফে কওসরকে আদালতে নিয়ে আসার পথে ছিনিয়ে নেওয়ার ছক কষেছিল জামাত-উল-মুজাহিদিন । সেই মোতাবেক রেইকিও করা হয়েছিল বলে জানতে পেরেছে স্পেশাল টাস্কফোর্স । জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার বর্তমান চিফ ইজ়াজ়কেও ছিনিয়ে নেওয়ার ছক করতে পারে জঙ্গিরা । সেই সূত্রে আজ ব্যাঙ্কশাল আদালত চত্বরে করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা । এই জঙ্গি শীর্ষ নেতাকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় লালবাজার । সেই সূত্রে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স ।
এই সংক্রান্ত আরও খবর : জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার শীর্ষনেতা ইজ়াজ় গ্রেপ্তার
স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ইজ়াজ়কে পাকড়াওয়ের বিষয়টি খুব একটা সহজ ছিল না । প্রায় 72 ঘণ্টা না ঘুমিয়ে অপারেশন চালিয়েছিলেন তদন্তকারীরা । মোট চার জায়গায় হানা দেওয়া হয় । শেষে গয়ার বুনিয়াদপুরের গোপন ডেরার সন্ধান পায় স্পেশাল ফোর্স । সেখানে সে ভাড়াটিয়া হিসেবে থাকছিল । এমন সময় তাকে ঘিরে ধরে গোয়েন্দারা ।
ইতিমধ্যেই আজ ইজ়াজ়কে জেরা করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । সেই জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য । জানা গেছে, অন্যরা গেলেও ইজ়াজ় কখনও পর্যন্ত বাংলাদেশে যায়নি । তবে সে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে থেকেছে । আজ সকালে তাকে লালবাজারে নিয়ে আসে গোয়েন্দারা । মেডিকেল টেস্ট করানো হয় SSKM হাসপাতালে । দুপুরে আনা হয় ব্যাঙ্কশাল আদালতে । বিচারক তাকে 10 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।