কলকাতা, 13 সেপ্টেম্বর: আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে ইডি দফতরে তলব করা হয়েছে। সকাল 11টা নাগদ তাঁর হাজিরা দেওয়ার কথা। তার আগে সিজিও কমপ্লেক্স এবং তার আশপাশের নিরাপত্তা বাড়ানো হল। বিধাননগর পুলিশ সূত্রের খবর, একজন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সিজিও কমপ্লেক্সের বাইরের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের মৌখিক রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু এখনই গ্রেফতার করতে পারবে না।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের সময় পর্যন্ত সাংবাদিকরা সিজিওর ভিতরে থাকতে পারবেন না। নিয়োগ দুর্নীতির ঘটনায় মাস খানেক আগে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফের সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির তদন্তকারীরা। তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রথমে প্রশ্ন উঠছিল। কারণ একইদিনে দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর, নির্ধারিত সময় বেলা 11টা নাগাদ ইডি দফতরে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেককে জিজ্ঞাসাবাদ এই প্রথম নয়। এর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে একাধিকবার তলব করে ইডি। দীর্ঘক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ান রেকর্ডও করেন তদন্তকারী আধিকারিকরা। এরপর আদালতের দ্বারস্থ হন সাংসদ অভিষেক। আদালতের দারস্থ হয়ে অভিষেক দাবি করেন, কলকাতায় দফতর থাকলেও কেন বারবার তাঁকে দিল্লিতে তলব করা হচ্ছে। এরপর আদালত থেকে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় ডাকা হোক। সেই সূত্র ধরেই আবারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার তলব পেলেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাঁর হাজিরা ঘিরে নিরাপত্তা বাড়ল সিজিও কমপ্লেক্সের।
আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ করলেও অভিষেককে এখনই গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ হাইকোর্টের