ETV Bharat / state

খাগড়াগড় কাণ্ডে ধৃত কওসরকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জেএমবি জঙ্গিদের ? - কলকাতা পুলিশের জালে তিন জেএমবি জঙ্গি

খাগড়াগড়কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসর আলিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এই জঙ্গি সংগঠন । সেই মতো খবর পেয়ে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, সিমকার্ড, জেহাদি বই, সিডি, একাধিক জেহাদি ছবি, পেন ড্রাইভ সহ একাধিক নথিপত্র ।

অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের
অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের
author img

By

Published : Jul 11, 2021, 7:20 PM IST

কলকাতা, 11 জুলাই : খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসর আলিকে কলকাতার মাঝ রাস্তা থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছিল । এই পরিকল্পনা চলছিল খোদ কলকাতায় বসেই । পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের । অভিযান চালিয়ে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷

অভিযোগ, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শুরু করে ব্যাঙ্কশাল আদালত যাওয়ার মাঝরাস্তায় খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসরকে ছিনিয়ে নিয়ে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিল ধৃত জেএমবি সংগঠনের সদস্যরা । সেই উদ্দেশে দক্ষিণ কলকাতার বেহালায় একটি বাড়ি ভাড়া করেছিল তারা ৷ সেখানেই গা ঢাকা দিয়ে দিনের পর দিন চলছিল পরিকল্পনা ৷ নিজেদের পরিচয় গোপন করে লুকিয়ে ছিল এই তিন সন্দেহভাজন ৷ খবর পেয়ে নড়েচড়ে বসেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল তারা ৷ এরপরই আজ দুপুরে তাদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম, রবিউল ইসলাম, মোকায়েত খান ও নাজিউল রহমান ।

এদিন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল স্পেশাল টাস্কফোর্স ভি সোলেমান নেশাকুমার বলেন, "ধৃতদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তার খোঁজ চালানো হচ্ছে । পাশাপাশি, তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলেছে । যে তথ্য পরবর্তীকালে তদন্তে অগ্রগতি আনতে সাহায্য করবে ।

আরও পড়ুন, কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি

কলকাতা পুলিশ জানতে পারে, বেহালায় একটি বাড়ি ভাড়া নিয়ে সন্দেভাজন তিনজন জেএমবি জঙ্গি থাকছিল । মূলত, প্রেসিডেন্সি সংশোধনাগার তাদের টার্গেট ছিল । এর কারণ খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসর আলিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এই জঙ্গি সংগঠন । সেই মতো খবর পেয়ে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, সিমকার্ড, জেহাদি বই, সিডি, একাধিক জেহাদি ছবি, পেন ড্রাইভ সহ একাধিক নথিপত্র ।

কলকাতা, 11 জুলাই : খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসর আলিকে কলকাতার মাঝ রাস্তা থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছিল । এই পরিকল্পনা চলছিল খোদ কলকাতায় বসেই । পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের । অভিযান চালিয়ে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷

অভিযোগ, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শুরু করে ব্যাঙ্কশাল আদালত যাওয়ার মাঝরাস্তায় খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসরকে ছিনিয়ে নিয়ে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিল ধৃত জেএমবি সংগঠনের সদস্যরা । সেই উদ্দেশে দক্ষিণ কলকাতার বেহালায় একটি বাড়ি ভাড়া করেছিল তারা ৷ সেখানেই গা ঢাকা দিয়ে দিনের পর দিন চলছিল পরিকল্পনা ৷ নিজেদের পরিচয় গোপন করে লুকিয়ে ছিল এই তিন সন্দেহভাজন ৷ খবর পেয়ে নড়েচড়ে বসেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল তারা ৷ এরপরই আজ দুপুরে তাদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম, রবিউল ইসলাম, মোকায়েত খান ও নাজিউল রহমান ।

এদিন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল স্পেশাল টাস্কফোর্স ভি সোলেমান নেশাকুমার বলেন, "ধৃতদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তার খোঁজ চালানো হচ্ছে । পাশাপাশি, তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলেছে । যে তথ্য পরবর্তীকালে তদন্তে অগ্রগতি আনতে সাহায্য করবে ।

আরও পড়ুন, কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি

কলকাতা পুলিশ জানতে পারে, বেহালায় একটি বাড়ি ভাড়া নিয়ে সন্দেভাজন তিনজন জেএমবি জঙ্গি থাকছিল । মূলত, প্রেসিডেন্সি সংশোধনাগার তাদের টার্গেট ছিল । এর কারণ খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত ধৃত কওসর আলিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এই জঙ্গি সংগঠন । সেই মতো খবর পেয়ে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, সিমকার্ড, জেহাদি বই, সিডি, একাধিক জেহাদি ছবি, পেন ড্রাইভ সহ একাধিক নথিপত্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.