ETV Bharat / state

Road Accident in Lake Town: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন - Three die in road accident at Lake Town Kolkata

মেয়ের বিয়ে সেরে বাড়ির ফেরার পথে লেকটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা-সহ তিনজনের ৷ 44 নম্বর রুটের বাস এসে পিছন থেকে ধাক্কা মারে চারচাকা গাড়িটিকে ৷

Road Accident in Lake Town
পথ দুর্ঘটনা লেকটাউনে
author img

By

Published : Jun 26, 2023, 3:24 PM IST

লেকটাউনের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

লেকটাউন, 26 জুন: মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে বাড়ি ফেরা হল না বাবার ৷ লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে লেকটাউনের ঘড়ির মোড়ের কাছে ৷ মেয়ের বিয়ে ও বিদায় সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেয়ের বাবা-সহ পরিবারের তিনজনের ৷

জানা গিয়েছে, লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে ছিল একটি চারচাকা প্রাইভেট গাড়ি ৷ সেটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে 44 নম্বর রুটের একটি বেসরকারি বাস । ওই গাড়িতেই ছিলেন শিবশঙ্কর রথী (58), তাঁর মা কমলা দেবী রথী এবং শিবশঙ্করের ছেলে শ্রীবত রথী (22) ৷ ঘটনায় গুরুতর জখম হন তাঁরা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে ওই হাসপাতালেই তাঁদের মৃত্যু হয় ।

পুলিশ সূত্রে খবর, বাসটি বাগুইআটি থেকে উলটোডাঙ্গার দিকে যাচ্ছিল । সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে । 44 নম্বর রুটের ওই বাসের চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে । দুর্ঘটনার অভিঘাতে মৃত্যু হয় গাড়িতে থাকা তিন যাত্রীর । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে গাড়ির চালক ৷ ইতিমধ্যে লেকটাউন থানার পুলিশ 44 নম্বর রুটের ওই বাসটিকে আটক করেছে ৷ তবে চালক পলাতক ৷ ওই বাসের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

পুলিশ সূত্রে খবর, ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন লেকটাউন থানার পুলিশ ৷ চলতি বছর লেকটাউন ভিআইপি রোড থেকে দমদম পার্ক সিগন্যাল পর্যন্ত পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ একের পর এক পথ দুর্ঘটনার কারণে গত বছর থেকে এবারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বলে খবর ৷

লেকটাউনের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

লেকটাউন, 26 জুন: মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে বাড়ি ফেরা হল না বাবার ৷ লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে লেকটাউনের ঘড়ির মোড়ের কাছে ৷ মেয়ের বিয়ে ও বিদায় সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেয়ের বাবা-সহ পরিবারের তিনজনের ৷

জানা গিয়েছে, লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে ছিল একটি চারচাকা প্রাইভেট গাড়ি ৷ সেটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে 44 নম্বর রুটের একটি বেসরকারি বাস । ওই গাড়িতেই ছিলেন শিবশঙ্কর রথী (58), তাঁর মা কমলা দেবী রথী এবং শিবশঙ্করের ছেলে শ্রীবত রথী (22) ৷ ঘটনায় গুরুতর জখম হন তাঁরা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে ওই হাসপাতালেই তাঁদের মৃত্যু হয় ।

পুলিশ সূত্রে খবর, বাসটি বাগুইআটি থেকে উলটোডাঙ্গার দিকে যাচ্ছিল । সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে । 44 নম্বর রুটের ওই বাসের চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে । দুর্ঘটনার অভিঘাতে মৃত্যু হয় গাড়িতে থাকা তিন যাত্রীর । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে গাড়ির চালক ৷ ইতিমধ্যে লেকটাউন থানার পুলিশ 44 নম্বর রুটের ওই বাসটিকে আটক করেছে ৷ তবে চালক পলাতক ৷ ওই বাসের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

পুলিশ সূত্রে খবর, ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন লেকটাউন থানার পুলিশ ৷ চলতি বছর লেকটাউন ভিআইপি রোড থেকে দমদম পার্ক সিগন্যাল পর্যন্ত পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ একের পর এক পথ দুর্ঘটনার কারণে গত বছর থেকে এবারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.