ETV Bharat / state

Vaccination : দেবাঞ্জন কাণ্ডে গ্রেফতার আরও 3 - Three arrested in Fake Covid Vaccination

ধৃত তিনজনের মধ্যে একজন দেবাঞ্জনের ওষুধের গোডাউনের দেখাশোনার কাজ করত । বাকি দুই জন পৌরসভার আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেবাঞ্জনকে সাহায্য করত বলে জানা গিয়েছে ।

দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরও 3
দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরও 3
author img

By

Published : Jun 26, 2021, 10:15 AM IST

Updated : Jun 26, 2021, 11:03 AM IST

কলকাতা, 26 জুন : কসবা টিকাকরণকাণ্ডে ধৃত দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম, শান্তনু মান্না, সুশান্ত দাস ও রবীন সিকদার । এদিকে, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানায় আরও তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা মামলা রুজু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । আজই গোয়েন্দা বিভাগের তরফে আদালতে এই আবেদন করতে পারে লালবাজার । ভুয়ো ভ্যাকসিন দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা থেকেই যাচ্ছে । ফলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

শান্তনু মান্না, তালতলায় দেবাঞ্জনের ওষুধের গোডাউনের দেখাশোনার কাজ করত । বাকি দুইজন পৌরসভার আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেবাঞ্জনকে সাহায্য করত । তাদের প্রত্যেককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অগ্রগতি পেতে চাইছেন গোয়েন্দারা । পাশাপাশি, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানার আরও তিনটি অভিযোগ দায়ের হয়েছে । ট্যাংরার এক ব্যবসায়ীর কাছ থেকে 90 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের হয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে । অন্য এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে 4 লাখ টাকা এবং এক কনট্রাক্টরের কাছ থেকে 1.4 লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে ।

আরও পড়ুন, Fake Covid Vaccination : অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল দেবাঞ্জন

তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে । সংশ্লিষ্ট দলে রয়েছেন লালবাজারের ব্যাংক ফ্রড, সাইবার সেল, মোবাইল ফরেনসিক ইউনিটের দুঁদে গোয়েন্দারা । লালবাজারের এক আধিকারিকের কথায়, ঘটনার তদন্তে নেমে নিজেরাই খেই হারিয়ে ফেলছেন গোয়েন্দারা । ফলে এই বিশেষ প্রতিনিধির দল গঠন করেছে লালবাজার ।

সময় যত এগোচ্ছে, ততই নতুন তথ্য উঠে আসছে কলকাতার ভুয়ো টিকাকরণ-কাণ্ডে (Fake Covid Vaccination) ৷ প্রায় প্রতিদিনই অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে নতুন নতুন জালিয়াাতির অভিযোগ সামনে আসছে ৷ কলকাতা পৌরসভার আধিকারিক বলে উল্লেখ করে দু’টো ভুয়ো অ্যাকাউন্ট খোলে দেবাঞ্জন ৷ এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই জেরায় দেবাঞ্জন জানিয়েছে, তার খামখেয়ালিপনার কথা ৷ পড়াশোনায় ভাল হলেও, খামখেয়ালির জন্য সে কোনও কাজই ঠিক ভাবে করে উঠতে পারেনি বলে জানিয়েছে দেবাঞ্জন ।

আরও পড়ুন, খামখেয়ালি জীবন, পুলিশি জেরায় কবুল কসবা টিকাকাণ্ডে মূল অভিযুক্তের

এদিকে তদন্তে উঠে এসেছে পৌরনিগমের বড় মাপের বরাত পাওয়া লক্ষ্য ছিল দেবাঞ্জনের । লালবাজারের গোয়েন্দা সূত্রের খবর, তাই আরবান ডেভালপমেন্টের জন্য কলকাতা পৌরনিগমের ব্যানার দিয়ে একটি এনজিও খুলে প্রতরণার ফাঁদ পেতেছিল সে । পাশাপাশি অস্তিত্বহীন ব্যক্তির নামে ভুয়ো অ্যাকাউন্ট ও আইডি কার্ড বানিয়েছিল । সেখানে পরিচয় হিসেবে কলকাতা পৌরনিগমের আধিকারিক বলে উল্লেখ করা হয়েছিল ৷ দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের কথা জানা যায় ৷ তাদের আজ গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

কলকাতা, 26 জুন : কসবা টিকাকরণকাণ্ডে ধৃত দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম, শান্তনু মান্না, সুশান্ত দাস ও রবীন সিকদার । এদিকে, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানায় আরও তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা মামলা রুজু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । আজই গোয়েন্দা বিভাগের তরফে আদালতে এই আবেদন করতে পারে লালবাজার । ভুয়ো ভ্যাকসিন দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা থেকেই যাচ্ছে । ফলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

শান্তনু মান্না, তালতলায় দেবাঞ্জনের ওষুধের গোডাউনের দেখাশোনার কাজ করত । বাকি দুইজন পৌরসভার আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেবাঞ্জনকে সাহায্য করত । তাদের প্রত্যেককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অগ্রগতি পেতে চাইছেন গোয়েন্দারা । পাশাপাশি, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানার আরও তিনটি অভিযোগ দায়ের হয়েছে । ট্যাংরার এক ব্যবসায়ীর কাছ থেকে 90 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের হয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে । অন্য এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে 4 লাখ টাকা এবং এক কনট্রাক্টরের কাছ থেকে 1.4 লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে ।

আরও পড়ুন, Fake Covid Vaccination : অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল দেবাঞ্জন

তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে । সংশ্লিষ্ট দলে রয়েছেন লালবাজারের ব্যাংক ফ্রড, সাইবার সেল, মোবাইল ফরেনসিক ইউনিটের দুঁদে গোয়েন্দারা । লালবাজারের এক আধিকারিকের কথায়, ঘটনার তদন্তে নেমে নিজেরাই খেই হারিয়ে ফেলছেন গোয়েন্দারা । ফলে এই বিশেষ প্রতিনিধির দল গঠন করেছে লালবাজার ।

সময় যত এগোচ্ছে, ততই নতুন তথ্য উঠে আসছে কলকাতার ভুয়ো টিকাকরণ-কাণ্ডে (Fake Covid Vaccination) ৷ প্রায় প্রতিদিনই অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে নতুন নতুন জালিয়াাতির অভিযোগ সামনে আসছে ৷ কলকাতা পৌরসভার আধিকারিক বলে উল্লেখ করে দু’টো ভুয়ো অ্যাকাউন্ট খোলে দেবাঞ্জন ৷ এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই জেরায় দেবাঞ্জন জানিয়েছে, তার খামখেয়ালিপনার কথা ৷ পড়াশোনায় ভাল হলেও, খামখেয়ালির জন্য সে কোনও কাজই ঠিক ভাবে করে উঠতে পারেনি বলে জানিয়েছে দেবাঞ্জন ।

আরও পড়ুন, খামখেয়ালি জীবন, পুলিশি জেরায় কবুল কসবা টিকাকাণ্ডে মূল অভিযুক্তের

এদিকে তদন্তে উঠে এসেছে পৌরনিগমের বড় মাপের বরাত পাওয়া লক্ষ্য ছিল দেবাঞ্জনের । লালবাজারের গোয়েন্দা সূত্রের খবর, তাই আরবান ডেভালপমেন্টের জন্য কলকাতা পৌরনিগমের ব্যানার দিয়ে একটি এনজিও খুলে প্রতরণার ফাঁদ পেতেছিল সে । পাশাপাশি অস্তিত্বহীন ব্যক্তির নামে ভুয়ো অ্যাকাউন্ট ও আইডি কার্ড বানিয়েছিল । সেখানে পরিচয় হিসেবে কলকাতা পৌরনিগমের আধিকারিক বলে উল্লেখ করা হয়েছিল ৷ দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের কথা জানা যায় ৷ তাদের আজ গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

Last Updated : Jun 26, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.