কলকাতা, 4 নভেম্বর: আগামী সোমবার অর্থাৎ 6 নভেম্বর শহর কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যাবে 6 থেকে 7 হাজার হলুদ ট্যাক্সি। পুলিশি জুলুম-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে সপ্তাহের প্রথম দিনই চলবে না হলুদ ট্যাক্সি। ফলে কাজের দিনে স্বাভাবিকভাবেই নাকাল হতে হবে যাত্রীদের। তৃণমূল শ্রমিক সংগঠন (এআইটিইউসি) অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
শহর ও শহরতলীতে হলুদ ট্যাক্সি চালকদের উপর পুলিশি অত্যাচার এবং মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এই নিয়ে একাধিকবার হলুদ ট্যাক্সি-সহ অ্যাপ ক্যাব সংগঠনগুলি একত্রে অন্দোলন চালিয়েছে। তবে কোনও কিছুতেই মেলেনি সুরাহা । তাই আবারও আন্দোলনের পথে হেঁটে ট্যাক্সি ধর্মঘট এবং লালবাজার অভিযানের সিদ্ধান্ত নিয়েছে চালক এবং মালিক পক্ষ।
ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে 12 ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সকাল ছ'টা থেকে শুরু হবে ধর্মঘট। এরপর সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে শুরু হবে ট্যাক্সি চালকদের মিছিল। সেই মিছিল যাবে লালবাজার পর্যন্ত। লালবাজার অভিযানের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে ডেপুটেশনও জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: হলুদ ট্যাক্সির 'যাত্রী সাথী' অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মালিক পক্ষের
কমিটির কনভেনার নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "পুলিশ আমাদের হয়রান করছে ৷ অহরহ মিথ্যা মামলা দিচ্ছে। এর আগেও বহুবার প্রশাসনের কর্তাদের এই বিষয় জানানো হয়েছে। তবে তা রুখতে কখনওই কোনও পদক্ষেপ করা হয়নি। অকারণে ট্যাক্সির উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে৷ না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা ছড়া আর কোনও উপায় থাকবে না আমাদের। হলুদ ট্যাক্সি চালকদের নির্দিষ্ট পার্কিং না থাকায় সমস্যা আরও বাড়ছে। কোথাও গাড়ি পার্ক করতে দেওয়া হয় না। তারা কোথায় গাড়ি পার্ক করবে? পাঁচ মিনিটের জন্যও গাড়ি কোথাও পার্ক করলে মোটা টাকা জরিমানা করা হচ্ছে।" শহর কলকাতা ও হাওড়া অঞ্চলে এ এক নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে জানান তিনি। এমতাবস্থায় ধর্মঘটের পথে হাঁটল ট্যাক্সি সংগঠন ৷