ETV Bharat / state

এবার 45 ঊর্ধ্বে ব্যক্তিদের কোভিশিল্ড টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম - করোনা ভাইরাস

এদিন করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠকের পর অতীন ঘোষ জানিয়েছেন, প্রথমে 45 ঊর্ধ্বদের কলকাতা পৌরনিগমের 102 স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ । 45 ঊর্ধ্ব যাঁরা ভ্যাকসিন নিতে চান আগে তাঁদের নিজেদের সব টেস্ট করিয়ে যেতে হবে ।

এবার 45 ঊর্ধ্বে ব্যক্তিদের কোভিশিল্ড টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম
এবার 45 ঊর্ধ্বে ব্যক্তিদের কোভিশিল্ড টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম
author img

By

Published : May 26, 2021, 10:59 AM IST

কলকাতা, 26 মে : কলকাতা শহরে 45 ঊর্ধ্বদের এবার কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে । সেই সঙ্গেই সুপার স্প্রেডারদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র থেকেই কোভিশিল্ডের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে ।

এদিন করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠকের পর অতীন ঘোষ জানিয়েছেন, প্রথমে 45 ঊর্ধ্বদের কলকাতা পৌরনিগমের 102 স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ । 45 ঊর্ধ্ব যাঁরা ভ্যাকসিন নিতে চান আগে তাদের নিজেদের সব টেস্ট করিয়ে যেতে হবে । টেস্টের রিপোর্ট নিয়ে তারা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভ্যাকসিন নিতে পারবেন । সেইসঙ্গে যাঁরা সুপারস্প্রেডার রয়েছে যেমন, হকার, বাজারের সবজি বিক্রেতা, তাদেরকে দেওয়া হবে কোভিশিল্ড ।

এদিন অতীন ঘোষ জানিয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেও ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়া হবে । তবে এই মুহূর্তে সুপার স্প্রেডার যাঁদের বয়স 45 বছরের উর্ধ্বে রাজ্য সরকারের নির্দেশে তাদের সবার আগে টিকাকরণ করা হবে । একই সঙ্গে চলবে 45 ঊর্ধ্বদের টিকাকরণ ৷ এই টিকাকরণ আগামী শনিবার থেকে শুরু হবে ৷ বেলা 2টো থেকে 45 ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে ৷ তার আগে সুপার স্প্রেডারদের টিকাকরণ হবে ৷ তবে টিকা নেওয়ার আগে 5335999000 এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্লট বুক করে আসতে হবে ৷

আরও পড়ুন : যশের জেরে গঙ্গায় বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট

কলকাতা, 26 মে : কলকাতা শহরে 45 ঊর্ধ্বদের এবার কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে । সেই সঙ্গেই সুপার স্প্রেডারদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র থেকেই কোভিশিল্ডের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে ।

এদিন করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠকের পর অতীন ঘোষ জানিয়েছেন, প্রথমে 45 ঊর্ধ্বদের কলকাতা পৌরনিগমের 102 স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ । 45 ঊর্ধ্ব যাঁরা ভ্যাকসিন নিতে চান আগে তাদের নিজেদের সব টেস্ট করিয়ে যেতে হবে । টেস্টের রিপোর্ট নিয়ে তারা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভ্যাকসিন নিতে পারবেন । সেইসঙ্গে যাঁরা সুপারস্প্রেডার রয়েছে যেমন, হকার, বাজারের সবজি বিক্রেতা, তাদেরকে দেওয়া হবে কোভিশিল্ড ।

এদিন অতীন ঘোষ জানিয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেও ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়া হবে । তবে এই মুহূর্তে সুপার স্প্রেডার যাঁদের বয়স 45 বছরের উর্ধ্বে রাজ্য সরকারের নির্দেশে তাদের সবার আগে টিকাকরণ করা হবে । একই সঙ্গে চলবে 45 ঊর্ধ্বদের টিকাকরণ ৷ এই টিকাকরণ আগামী শনিবার থেকে শুরু হবে ৷ বেলা 2টো থেকে 45 ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে ৷ তার আগে সুপার স্প্রেডারদের টিকাকরণ হবে ৷ তবে টিকা নেওয়ার আগে 5335999000 এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্লট বুক করে আসতে হবে ৷

আরও পড়ুন : যশের জেরে গঙ্গায় বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.