ETV Bharat / state

পাননি প্রশাসনিক সাহায্য, দুর্দশায় রূপান্তরকামীদের একাংশ - wb_kol_01_no help for lgbtq in the time of corona_copy_7206406

কোরোনা মোকাবিলায় বঞ্চিত রাজ্যের রূপান্তরকামীরা । এই অভিযোগ করলেন মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা ।

third genders are not getting help, they are helping themselves in kolkata
পায়নি প্রশাসনিক সাহায্য, তাই সমকামীদের পাশে সমকামীরাই
author img

By

Published : Apr 7, 2020, 10:56 PM IST

Updated : Apr 8, 2020, 10:46 PM IST

কলকাতা , 7 এপ্রিল : কোরোনা মোকাবেলায় বঞ্চিত রাজ্যের রূপান্তরকামীরা । এমনই অভিযোগ করলেন মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা । তিনি বলেন, রাজ্যের তরফে তাঁরা কোনও সাহায্য পাননি । সেকারণে তাঁরা নিজেরাই জনসাধারণের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে নিজেদের সমাজের পাশে দাঁড়াচ্ছেন । 377 ধারা উঠে গেলেও সমাজ এখনও তাঁদের মত মানুষদের স্বীকৃতি দেয়নি ।

রঞ্জিতা সিনহা বলেন , " অনেক লড়াইয়ের পর কেন্দ্র সরকারের থেকে কিছু আর্থিক সাহায্য মিললেও, রাজ্য সরকারের কাছ থেকে কোনওরকম সাহায্য আমরা পাইনি । রূপান্তরকামীদের বর্তমানে জীবিকা নির্বাহের সব পথই বন্ধ । তাই তাঁদের চূড়ান্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে । " বর্তমান পরিস্থিতিতে রূপান্তরিত মানুষদের অবস্থা খুবই খারাপ । রাজ্যে কতজন এই ধরণের মানুষ রয়েছেন তার কোনও সঠিক শখ নেই । কারণ তাঁদের এখনও জনগণনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি । এবিষয় তিনি বলেন , " আমি যখন রাজ্য ট্রান্সজেন্ডার বোর্ডে ছিলাম তখন আমি বহু চেষ্টা করেও তাদের এই তালিকাভুক্ত করতে পারিনি । এই সমাজের বহু দুস্থ মানুষদের ভোটার কার্ডও নেই । তবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কয়েকজনের ভোটার কার্ড করা গেলেও অধিকাংশের কাছেই এই কার্ড নেই । "

সমাজের বেশিরভাগ মানুষই সচেতন নন, তাই কোরোনার গুরুত্ব তাঁরা বুঝতে পারছেন না । তিনি বলেন , " তাই আমরা নিজেরাই এই সমাজের দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছি । সঙ্গে রয়েছে আমাদের বন্ধুবান্ধব । " শুধু রূপান্তরকামীরাই নয় রঞ্জিতারা হাত বাড়িয়ে দিয়েছেন পথ শিশু ও বয়স্ক মানুষের দিকেও । ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গা যেমন ভবানীপুর, কালীঘাট, রাসবিহারী, মেটিয়াবুরুজ, টালিগঞ্জ, কুঁদঘাট, হরিদেবপুরসহ আরও বেশ কয়েকটি জায়গায় তাঁরা সামগ্রী পৌঁছে দিয়েছেন । একটি পাঁচতারা হোটেলও তাঁদের রেশন দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে । তাঁরা দমদমসহ শহরের অন্যান্য জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দেবেন । চাল, ডাল, তেল, সাবান, ছাতু, মুড়ি, আলু, বিস্কুট, হ্যান্ড স্যানিটাইজ়ার, মাস্কসহ আরও অন্যান্য জিনিস তুলে দেওয়া হচ্ছে সকলের হাতে । এছাড়াও এইসব মানুষদের নিয়ে কাজ করছে এমন বহু সংস্থার মাধ্যমে তাঁদের কাউন্সিলিং করা হচ্ছে কোরোনা নিয়ে ।

কলকাতা , 7 এপ্রিল : কোরোনা মোকাবেলায় বঞ্চিত রাজ্যের রূপান্তরকামীরা । এমনই অভিযোগ করলেন মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা । তিনি বলেন, রাজ্যের তরফে তাঁরা কোনও সাহায্য পাননি । সেকারণে তাঁরা নিজেরাই জনসাধারণের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে নিজেদের সমাজের পাশে দাঁড়াচ্ছেন । 377 ধারা উঠে গেলেও সমাজ এখনও তাঁদের মত মানুষদের স্বীকৃতি দেয়নি ।

রঞ্জিতা সিনহা বলেন , " অনেক লড়াইয়ের পর কেন্দ্র সরকারের থেকে কিছু আর্থিক সাহায্য মিললেও, রাজ্য সরকারের কাছ থেকে কোনওরকম সাহায্য আমরা পাইনি । রূপান্তরকামীদের বর্তমানে জীবিকা নির্বাহের সব পথই বন্ধ । তাই তাঁদের চূড়ান্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে । " বর্তমান পরিস্থিতিতে রূপান্তরিত মানুষদের অবস্থা খুবই খারাপ । রাজ্যে কতজন এই ধরণের মানুষ রয়েছেন তার কোনও সঠিক শখ নেই । কারণ তাঁদের এখনও জনগণনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি । এবিষয় তিনি বলেন , " আমি যখন রাজ্য ট্রান্সজেন্ডার বোর্ডে ছিলাম তখন আমি বহু চেষ্টা করেও তাদের এই তালিকাভুক্ত করতে পারিনি । এই সমাজের বহু দুস্থ মানুষদের ভোটার কার্ডও নেই । তবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কয়েকজনের ভোটার কার্ড করা গেলেও অধিকাংশের কাছেই এই কার্ড নেই । "

সমাজের বেশিরভাগ মানুষই সচেতন নন, তাই কোরোনার গুরুত্ব তাঁরা বুঝতে পারছেন না । তিনি বলেন , " তাই আমরা নিজেরাই এই সমাজের দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছি । সঙ্গে রয়েছে আমাদের বন্ধুবান্ধব । " শুধু রূপান্তরকামীরাই নয় রঞ্জিতারা হাত বাড়িয়ে দিয়েছেন পথ শিশু ও বয়স্ক মানুষের দিকেও । ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গা যেমন ভবানীপুর, কালীঘাট, রাসবিহারী, মেটিয়াবুরুজ, টালিগঞ্জ, কুঁদঘাট, হরিদেবপুরসহ আরও বেশ কয়েকটি জায়গায় তাঁরা সামগ্রী পৌঁছে দিয়েছেন । একটি পাঁচতারা হোটেলও তাঁদের রেশন দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে । তাঁরা দমদমসহ শহরের অন্যান্য জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দেবেন । চাল, ডাল, তেল, সাবান, ছাতু, মুড়ি, আলু, বিস্কুট, হ্যান্ড স্যানিটাইজ়ার, মাস্কসহ আরও অন্যান্য জিনিস তুলে দেওয়া হচ্ছে সকলের হাতে । এছাড়াও এইসব মানুষদের নিয়ে কাজ করছে এমন বহু সংস্থার মাধ্যমে তাঁদের কাউন্সিলিং করা হচ্ছে কোরোনা নিয়ে ।

Last Updated : Apr 8, 2020, 10:46 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.