কলকাতা, 28 অক্টোবর : আগামী দু-তিনদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । শহরে শীতের আমেজ থাকার সম্ভাবনা ৷ তবে শীত আসতে এখনও অপেক্ষা করতে হবে শহরবাসীকে ৷ জানিয়েছেন তিনি । গত ক'দিনের লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে । এর ফলে সকালের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকছে । ভোরবেলা হালকা শীতের আমেজ থাকছে কলকাতায় । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে ।
আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা । সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে । তবে খুব বেশি গরম থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সঞ্জীববাবু । তিনি জানিয়েছেন, ভারত মহাসাগরের অবস্থান করেছে কিয়ার ঘূর্ণিঝড় । আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি এডেনের দিকে অগ্রসর হবে । তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের রাজ্যে পড়বে না । এই ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর উত্তর পশ্চিম দিক ফের বাতাস আসবে রাজ্যে ।
সঞ্জীববাবু আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকবে । তবে রাজ্যে শীত আসতে এখনও দেরি । মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । রাজ্যে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । সবরকম সর্তকতা তুলে নেওয়া হয়েছে ।