ETV Bharat / state

আগামী তিনদিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - storm and rain

ঝড়-বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে । আগামী তিনদিন বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

kalbaishakhi
কাল-বৈশাখী
author img

By

Published : Apr 21, 2020, 12:40 PM IST

কলকাতা, 21 এপ্রিল: সকাল থেকেই আকাশ অন্ধকার । মাঝে-মধ্যেই শোনা যাচ্ছে মেঘের গর্জন । আজও রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জানিয়েছে, কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সেইসঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই । উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামীকাল থেকে ঝড়-বৃষ্টি বাড়বে । আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

উত্তরপ্রদেশ ও বিহারে নিম্নচাপ অক্ষরেখা ও অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । যার ফলে স্থানীয়ভাবে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ।

গতকাল দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে । সন্ধে থেকে ভোররাত পর্যন্ত চলেছে বৃষ্টি । আজও সকাল থেকেই আকাশ মেঘলা । ঝড়-বৃষ্টির প্রভাবে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 60% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে । কয়েকটি জায়গায় ঝড়ের গতিবেগ বৃদ্ধি পাবে । কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার । দক্ষিণবঙ্গের মধ্যে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ।

কলকাতা, 21 এপ্রিল: সকাল থেকেই আকাশ অন্ধকার । মাঝে-মধ্যেই শোনা যাচ্ছে মেঘের গর্জন । আজও রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জানিয়েছে, কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সেইসঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই । উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামীকাল থেকে ঝড়-বৃষ্টি বাড়বে । আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

উত্তরপ্রদেশ ও বিহারে নিম্নচাপ অক্ষরেখা ও অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । যার ফলে স্থানীয়ভাবে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ।

গতকাল দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে । সন্ধে থেকে ভোররাত পর্যন্ত চলেছে বৃষ্টি । আজও সকাল থেকেই আকাশ মেঘলা । ঝড়-বৃষ্টির প্রভাবে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 60% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে । কয়েকটি জায়গায় ঝড়ের গতিবেগ বৃদ্ধি পাবে । কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার । দক্ষিণবঙ্গের মধ্যে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.